মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

مسند الامام الأعظم أبي حنيفة رحـ برواية الحصكفي

৪. নামায অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১২৩
নামায অধ্যায়
চাটাইয়ের উপর নামায পড়ার বর্ণনা
১২৩। হযরত আবু সাঈদ (রাযিঃ) থেকে বর্ণিত আছে, একবার তিনি হুযুর (ﷺ)-এর খিদমতে আগমণ করেন এবং তাঁকে চাটাই- এর উপর নামায আদায় করতে ও সিজদা করতে দেখেন।
كتاب الصلاة
عَنْ أَبِي سُفْيَانَ، عَنْ جَابِرٍ، عَنْ أَبِي سَعِيدٍ، «أَنَّهُ دَخَلَ عَلَى رَسُولِ اللَّهِ، فَوَجَدَهُ يُصَلِّي عَلَى حَصِيرٍ يَسْجُدُ عَلَيْهِ»