মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

مسند الامام الأعظم أبي حنيفة رحـ برواية الحصكفي

৪. নামায অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১৩৬
নামায অধ্যায়
ইশার নামায শুরু হওয়ার সময় খাবার এলে কি করতে হবে
১৩৬। হযরত আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন: যখন ইশার নামাযের আযান দেওয়ার হয় এবং মুয়াযযিন তকবীর বলে (এ সময় খাবার উপস্থিত হয়), তখন প্রথমে খাবার খেয়ে নিবে।
كتاب الصلاة
عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا نُودِيَ بِالْعِشَاءِ، وَأَذَّنَ الْمُؤَذِّنُ، فَابْدَءُوا بِالْعَشَاءِ»