মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

مسند الامام الأعظم أبي حنيفة رحـ برواية الحصكفي

৬. রোযার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ২১১
রোযার অধ্যায়
রোযা অবস্থায় চুমো দেওয়া
২১১। হযরত আয়েশা (রাযিঃ) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (ﷺ) এ অবস্থায় ফজর নামাযের জন্য গমন করতেন যে, তার পবিত্র মাথা থেকে (গোসলের পানির ফোঁটা পড়ত। (অতঃপর) তিনি রোযা রাখতেন। ।
একই সনদে বর্ণিত আছে, নবী করীম (ﷺ) রমযান মাসে তাঁর স্ত্রীদের চুমো দিতেন।
كتاب الصوم
عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، عَنْ أُمِّ سَلَمَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْرُجُ إِلَى الْفَجْرِ، وَرَأْسُهُ يَقْطُرُ، وَيَظَلُّ صَائِمًا» وَبِإِسْنَادِهِ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «يُقَبِّلُ نِسَاءَهُ فِي رَمَضَانَ»
হাদীস নং: ২১২
রোযার অধ্যায়
রোযা অবস্থায় চুমো দেওয়া
২১২। হযরত আয়েশা (রাযিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) রোযা অবস্থায় আমাদের চেহারা থেকে দূরে থাকতেন না। অর্থাৎ এ অবস্থায়ও চুমো দিতেন।
كتاب الصوم
عَنِ الْهَيْثَمِ، عَنْ عَامِرٍ الشَّعْبِيِّ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: " كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصِيبُ مِنْ وَجْهِهَا، وَهُوَ صَائِمٌ، يَعْنِي: الْقُبْلَةَ
হাদীস নং: ২১৩
রোযার অধ্যায়
রোযা অবস্থায় চুমো দেওয়া
২১৩। হযরত আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত আছে, নবী করীম (ﷺ) রোযা অবস্থায় স্বীয়
স্ত্রীদের চুমো দিতেন।
كتاب الصوم
عَنْ زِيَادٍ، عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُقَبِّلُ، وَهُوَ صَائِمٌ»