মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
مسند الامام الأعظم أبي حنيفة رحـ برواية الحصكفي
৮. বিবাহ-শাদীর অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ২৭৬
বিবাহ-শাদীর অধ্যায়
আযলের বর্ণনা
হাদীস নং- ২৭৬
হযরত আব্দুল্লাহ ইবন মাসউদ (রাযিঃ)-এর নিকট আযল সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। তখন তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেনঃ আল্লাহ্ তা'আলা যদি কোন বস্তুর প্রকাশের অঙ্গীকার করেন যা পাথরের মধ্যে লুক্কায়িত আছে, তা হলে নিশ্চয়ই এটাও বের হয়ে পড়বে বা প্রকাশ হবে (অর্থাৎ আযল দ্বারা কোন ফায়দা হবে না বা প্রতিরোধ করা যাবে না)।
হযরত আব্দুল্লাহ ইবন মাসউদ (রাযিঃ)-এর নিকট আযল সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। তখন তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেনঃ আল্লাহ্ তা'আলা যদি কোন বস্তুর প্রকাশের অঙ্গীকার করেন যা পাথরের মধ্যে লুক্কায়িত আছে, তা হলে নিশ্চয়ই এটাও বের হয়ে পড়বে বা প্রকাশ হবে (অর্থাৎ আযল দ্বারা কোন ফায়দা হবে না বা প্রতিরোধ করা যাবে না)।
كتاب النكاح
عَنْ حَمَّادٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ مَسْعُودٍ سُئِلَ عَنِ الْعَزْلِ، فَقَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَوْ أَنَّ شَيْئًا أَخَذَ اللَّهُ مِيثَاقَهُ اسْتُودِعَ صَخْرَةً لَخَرَجَ»