মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

مسند الامام الأعظم أبي حنيفة رحـ برواية الحصكفي

১৭. ক্রয়-বিক্রয়ের বিধান - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৩২৬
ক্রয়-বিক্রয়ের বিধান
মদ ও এর সাথে সংশ্লিষ্ট বস্তুর উপর লা'নত
হাদীস নং- ৩২৬

হযরত সাঈদ ইব্ন জুবায়র (রাযিঃ) বলেন, হযরত ইব্ন উমর (রাযিঃ) বলেছেন, লা'নত করা হয়েছে মদের উপর, এর প্রস্তুতকারীর উপর, মদ যে পান করায় তার উপর এবং পানকারীর উপর এবং এর বিক্রয়কারী ও ক্রয়কারীর উপর।
كتاب البيوع
عَنْ حَمَّادٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: «لُعِنَتِ الْخَمْرُ، وَعَاصِرُهَا، وَسَاقِيهَا، وَشَارِبُهَا، وَبَائِعُهَا، وَمُشْتَرِيهَا»
হাদীস নং: ৩২৭
ক্রয়-বিক্রয়ের বিধান
মদ ও এর সাথে সংশ্লিষ্ট বস্তুর উপর লা'নত
হাদীস নং- ৩২৭

মুহাম্মাদ ইব্ন কায়স (রাহঃ) বলেন, আমি হযরত ইব্ন উমর (রাযিঃ)-এর নিকট জিজ্ঞাসা করি অথবা আবু কাসীর (রাহঃ) তার নিকট মন বিক্রির মাসআলা জিজ্ঞাসা করেন। তখন তিনি বলেন, আল্লাহ তা'আলা ইয়াহুদীদেরকে ধ্বংস করে দেন। কেননা যখন চর্বি তাদের উপর হারান করা হয়, তখন তারা তা খাওয়া হারাম মনে করে কিন্তু তা বিক্রি করাকে হালাল গণ্য করে বিক্রয়লব্ধ অর্থ গ্রহণ করে। অথচ যিনি মদকে হারাম করেছেন, তিনি তা বিক্রি এবং এর মূল্যও হারাম করেছেন।
كتاب البيوع
عَنْ مُحَمَّدِ بْنِ قَيْسٍ، قَالَ: سَأَلْتُ ابْنَ عُمَرَ، أَوِ ابْنِ كَثِيرٍ شَكٌّ مِنْهُ، أَوْ مِنْ غَيْرِهِ عَنْ بَيْعِ الْخَمْرِ، فَقَالَ: «قَاتَلَ اللَّهُ الْيَهُودَ، حُرِّمَتْ عَلَيْهِمُ الشُّحُومُ فَحَرَّمُوا أَكْلَهَا، وَاسْتَحَلُّوا بَيْعَهَا، وَأَكَلُوا أَثْمَانَهَا، وَإِنَّ الَّذِي حَرَّمَ الْخَمْرَ حَرَّمَ بَيْعَهَا وَ اَكْلَ ثَمَنِهَا »