মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

مسند الامام الأعظم أبي حنيفة رحـ برواية الحصكفي

২০. পোশাক,সাজসজ্জা ও সৌন্দর্যের বর্ণনা - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৪৩৪
পোশাক,সাজসজ্জা ও সৌন্দর্যের বর্ণনা
দাড়ির চতুষ্পার্শ্ব ও কিনারা (ছেঁটে) ঠিক করা
হাদীস নং-৪৩৪

জনৈক ব্যক্তি থেকে বর্ণিত, নবী করীম (ﷺ)-এর খিদমতে আবু কুহাফা আগমণ করেন, এ সময় তাঁর দাঁড়ি বিক্ষিপ্ত ও এলোমেলো ছিল। তখন তিনি তাঁর দাঁড়ির কিনারার দিকে ইঙ্গিত করে তাঁকে বললেন: যদি তুমি এগুলো কর্তন করতে এবং ঠিক করতে।
كتاب اللباس والزينة
عَنِ الْهَيْثَمِ، عَنْ رَجُلٍ: أَنَّ أَبَا قُحَافَةَ أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، لِحْيَتُهُ قَدِ انْتَشَرَتْ، قَالَ: فَقَالَ: «لَوْ أَخَذْتُمْ، وَأَشَارَ بِيَدِهِ إِلَى نَوَاحِي لِحْيَتِهِ»
হাদীস নং: ৪৩৫
পোশাক,সাজসজ্জা ও সৌন্দর্যের বর্ণনা
দাড়ির চতুষ্পার্শ্ব ও কিনারা (ছেঁটে) ঠিক করা
হাদীস নং- ৪৩৫

হযরত ইব্ন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, মহিলাদের চুলের মধ্যে পশম মিলানোর মধ্যে কোন অসুবিধা নেই। অবশ্য চুলের সাথে চুল সংযোজন করার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে। অন্য এক রিওয়ায়েতে আছে, যদি মাথার উপর চুল না থাকে, তা হলে মিলানো জায়েয আছে।
كتاب اللباس والزينة
عَنْ أُمِّ ثَوْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّهُ قَالَ: «لَا بَأْسَ أَنْ تَصِلَ الْمَرْأَةُ شَعْرَهَا بِالصُّوفِ، إِنَّمَا هِيَ بِالشَّعْرِ» ، وَفِي رِوَايَةٍ: «بِالْوَصْلِ إِذَا لَمْ يَكُنْ شَعْرًا بِالرَّأْسِ»