মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

مسند الامام الأعظم أبي حنيفة رحـ برواية الحصكفي

২৮. কিয়ামতের আলামত ও জান্নাতের গুণাবলী অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৫২১
কিয়ামতের আলামত ও জান্নাতের গুণাবলী অধ্যায়
কিয়ামত ও জান্নাতের গুণাবলী অধ্যায়
হাদীস নং- ৫২১

হযরত উম্মে হানী (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কিয়ামতের দিন হবে অনুতাপ ও অনুশোচনার দিন।
كتاب القيامة وصفة الجنة
عَنْ إِسْمَاعِيلَ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أُمِّ هَانِئٍ رَضِيَ اللَّهُ عَنْهَا، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّ يَوْمَ الْقِيَامَةِ ذُو حَسْرَةٍ وَنَدَامَةٍ»
হাদীস নং: ৫২২
কিয়ামতের আলামত ও জান্নাতের গুণাবলী অধ্যায়
কিয়ামত ও জান্নাতের গুণাবলী অধ্যায়
হাদীস নং-৫২২

হযরত উম্মে হানী (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কিয়ামত হবে অনুতাপ ও অনুশোচনার দিন।
كتاب القيامة وصفة الجنة
عَنْ إِسْمَاعِيْلَ، عَنْ أَبِيْ صَالِحٍ، عَنْ أُمِّ هَانِئٍ، عَنْ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّ الْقِيَامَةَ ذُوْ حَسْرَةٍ وَنَدَامَةٍ»
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫২৩
কিয়ামতের আলামত ও জান্নাতের গুণাবলী অধ্যায়
কিয়ামত ও জান্নাতের গুণাবলী অধ্যায়
হাদীস নং-৫২৩

হযরত উম্মে হানী (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আল্লাহ্ তা'আলা বেহেশতের মধ্যে মিশ্ক-আম্বরের এক শহর তৈরী করেছেন, যার পানি হলো সুমিষ্ট ও সুপেয় বৃক্ষসমূহ হবে নূরের তৈরী, সেখানে থাকবে অপূর্ব সুন্দরী হুরগণ, যাদের সত্তরটি করে চুলের গোছা হবে। এদের মধ্যে যদি একজনও দুনিয়াতে নূর বিকীরণ করে, তা হলে পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত আলোয় আলোকিত হয়ে যাবে এবং নভোমন্ডল ও ভূমন্ডলের মধ্যবর্তী স্থানে তাদের সুগন্ধি ছড়িয়ে পড়বে। লোকজন আরয করল, হে আল্লাহর রাসূল। এগুলো কাদের জন্য ? আঁ হযরত (ﷺ) বললেন: যারা কর্জ আদায়ের ব্যাপারে একটু সহজ ও সহানুভূতিশীল হয়।
অন্য এক রিওয়ায়েতে আছে, হুযূর (ﷺ) বলেছেন: বেহেশতে এ হুরদের মধ্যে যদি একজন ভূপৃষ্ঠে আগমণ করে, তা হলে এর পূর্ব থেকে পশ্চিমের মধ্যবর্তী স্থান সম্পূর্ণ আলোকময় হয়ে উঠবে এবং নভোমন্ডল ও ভূমন্ডলের মধ্যবর্তী স্থান তার সুগন্ধে সুবাসিত হয়ে যাবে।
অপর এক রিওয়ায়েতে আছে, হযরত উম্মে হানী (রাযিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : আল্লাহ তা'আলা মিশক-আম্বর দ্বারা একটি শহর তৈরী করেছেন যা আরশের নীচে লটকানো অবস্থায় আছে। এর বৃক্ষসমূহ নূরের তৈরী, পানি হলো সুমিষ্ট। এতে রক্ষিত ‍হুরগণ বেহেশতের ঘাস থেকে তৈরী। এদের প্রত্যেকের সত্তরটি করে চুলের বেণী বা গুচ্ছ হবে। যদি তাদের মধ্যে একজনকে পূর্ণ দিগন্তে লটকিয়ে দেয়া হয়, তাহলে তা পশ্চিম দিগন্তের সমস্ত কিছুই আলোকময় করে দেবে।
كتاب القيامة وصفة الجنة
عَنْ إِسْمَاعِيلَ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أُمِّ هَانِئٍ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " إِنَّ لِلَّهِ مَدِينَةً خُلِقَتْ مِنْ مِسْكٍ أَذْفَرَ، مَاؤُهَا السَّلْسَبِيلُ، وَشَجَرُهَا مِنْ نُورٍ، فِيهَا حُورٌ حِسَانٌ عَلَى كُلِّ وَاحِدَةٍ سَبْعُونَ ذُؤَابَةً، لَوْ أَنَّ وَاحِدَةً مِنْهَا أَشْرَقَتْ فِي الْأَرْضِ لَأَضَاءَتْ مَا بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ، وَلَمَلَأَتْ مِنْ طِيبِ رِيحِهَا مَا بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ، فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ، لِمَنْ هَذَا؟ قَالَ: لِمَنْ كَانَ سَمْحًا فِي التَّقَاضِي "، وَفِي رِوَايَةٍ، قَالَ: «لَوْ أَنَّ وَاحِدَةً مِنَ الْحُورِ الْعِينِ أَشْرَفَتْ، لَأَضَاءَتْ مَا بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ، وَلَمَلَأَتْ مَا بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ مِنْ طِيبِهَا» .
وَفِي رِوَايَةٍ، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ لِلَّهِ مَدِينَةً خُلِقَتْ مِنْ مِسْكٍ أَذْفَرَ، مُعَلَّقَةً تَحْتَ الْعَرْشِ، وَشَجَرُهَا مِنْ نُورٍ، وَمَاؤُهَا السَّلْسَبِيلُ، وَحُورُ عِينِهَا خُلِقَتْ مِنْ بَنَاتِ الْجِنَانِ، عَلَى كُلِّ وَاحِدَةٍ مِنْهُنَّ سَبْعُونَ ذُؤَابَةً، لَوْ أَنَّ وَاحِدَةً مِنْهُنَّ عُلِّقَتْ فِي الْمَشْرِقِ، لَأَضَاءَتْ أَهْلَ الْمَغْرِبِ»