আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
الترغيب والترهيب للمنذري
৮. অধ্যায়ঃ সদকা - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২০ টি
হাদীস নং: ১১০৭
 অধ্যায়ঃ সদকা
অধ্যায় : সাদকাঃ
যাকাত আদায়ের অনুপ্রেরণা এবং তা অপরিহার্য হওয়ার গুরুত্ব
যাকাত আদায়ের অনুপ্রেরণা এবং তা অপরিহার্য হওয়ার গুরুত্ব
১১০৭. হযরত ইবন উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: ইসলামের বুনিয়াদ পাঁচটি বস্তুর উপর প্রতিষ্ঠিত। তা হল: ১. আল্লাহ ব্যতীত আর কোন ইলাহ নেই এবং মুহাম্মাদ আল্লাহর বান্দা ও তাঁর রাসূল- এই কথার সাক্ষ্য দেওয়া, ২. সালাত কায়েম করা, ৩. যাকাত আদায় করা, ৪. বায়তুল্লাহ শরীফে হজ্জ পালন করা এবং ৫. রমযানের সিয়াম পালন করা। 
(বুখারী, মুসলিম ও অপরাপর হাদীস গ্রন্থে হাদীসটি বর্ণিত হয়েছে।)
(বুখারী, মুসলিম ও অপরাপর হাদীস গ্রন্থে হাদীসটি বর্ণিত হয়েছে।)
كتاب الصَّدقَات
كتاب الصَّدقَات: 
التَّرْغِيب فِي أَدَاء الزَّكَاة وتأكيد وُجُوبهَا
التَّرْغِيب فِي أَدَاء الزَّكَاة وتأكيد وُجُوبهَا
1108- عَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم بني الْإِسْلَام على خمس شَهَادَة أَن لَا إِلَه إِلَّا الله وَأَن مُحَمَّدًا عَبده وَرَسُوله وإقام الصَّلَاة وإيتاء الزَّكَاة
وَحج الْبَيْت وَصَوْم رَمَضَان
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَغَيرهمَا
وَحج الْبَيْت وَصَوْم رَمَضَان
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَغَيرهمَا

তাহকীক:
হাদীস নং: ১১০৮
 অধ্যায়ঃ সদকা
অধ্যায় : সাদকাঃ
যাকাত আদায়ের অনুপ্রেরণা এবং তা অপরিহার্য হওয়ার গুরুত্ব
যাকাত আদায়ের অনুপ্রেরণা এবং তা অপরিহার্য হওয়ার গুরুত্ব
১১০৮. হযরত আবু হুরায়রা (রা) ও আবূ সা'ঈদ (রা) থেকে বর্ণিত। তাঁরা উভয়ে বলেন, রাসূলুল্লাহ (সা) আমাদের উদ্দেশ্যে ভাষণ দানের এক পর্যায়ে বললেন: যাঁর হাতে আমার জীবন সমর্পিত, তাঁর শপথ! এই কথা তিনি তিনবার বললেন। এরপর তিনি কাঁদলেন এবং আমরা সকলে কাঁদছিলাম, তবে তিনি কিসের উপর এই গুরুত্ব দিলেন, তা আমরা কেউ জানতে পারে নি। এরপর তিনি মাথা উঠালেন, আর তা ছিল আমাদের কাছে লাল উট অপেক্ষাও অধিক প্রিয় ক্ষণ। তখন তিনি বললেনঃ যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, রমযানের সিয়াম পালন করে, যাকাত আদায় করে এবং সাতটি কবীরা গুনাহ থেকে বিরত থাকে, তার জন্য জান্নাতের দরজাসমূহ উন্মুক্ত করা হবে এবং তাকে বলা হবে: নিরাপদে জান্নাতে প্রবেশ কর।
(নাসাঈ নিজ শব্দযোগে, ইবন মাজাহ, ইবন খুযায়মা ও ইবন হিব্বান উভয়ে তাঁদের 'সহীহ' গ্রন্থে এবং হাকিম এ হাদীসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন: হাদীসটি সহীহ সনদে বর্ণিত।)
(নাসাঈ নিজ শব্দযোগে, ইবন মাজাহ, ইবন খুযায়মা ও ইবন হিব্বান উভয়ে তাঁদের 'সহীহ' গ্রন্থে এবং হাকিম এ হাদীসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন: হাদীসটি সহীহ সনদে বর্ণিত।)
كتاب الصَّدقَات
كتاب الصَّدقَات: 
التَّرْغِيب فِي أَدَاء الزَّكَاة وتأكيد وُجُوبهَا
التَّرْغِيب فِي أَدَاء الزَّكَاة وتأكيد وُجُوبهَا
1108 - وَعَن أبي هُرَيْرَة وَأبي سعيد رَضِي الله عَنْهُمَا قَالَا خَطَبنَا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ وَالَّذِي نَفسِي بِيَدِهِ ثَلَاث مَرَّات ثمَّ أكب فأكب كل رجل منا يبكي لَا يدْرِي على مَاذَا حلف ثمَّ رفع رَأسه وَفِي وَجهه الْبُشْرَى فَكَانَت أحب إِلَيْنَا من حمر النعم
قَالَ مَا من عبد يُصَلِّي الصَّلَوَات الْخمس ويصوم رَمَضَان وَيخرج الزَّكَاة ويجتنب الْكَبَائِر السَّبع إِلَّا فتحت لَهُ أَبْوَاب الْجنَّة وَقيل لَهُ ادخل بِسَلام
رَوَاهُ النَّسَائِيّ وَاللَّفْظ لَهُ وَابْن مَاجَه وَابْن خُزَيْمَة وَابْن حبَان فِي صَحِيحَيْهِمَا وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
قَالَ مَا من عبد يُصَلِّي الصَّلَوَات الْخمس ويصوم رَمَضَان وَيخرج الزَّكَاة ويجتنب الْكَبَائِر السَّبع إِلَّا فتحت لَهُ أَبْوَاب الْجنَّة وَقيل لَهُ ادخل بِسَلام
رَوَاهُ النَّسَائِيّ وَاللَّفْظ لَهُ وَابْن مَاجَه وَابْن خُزَيْمَة وَابْن حبَان فِي صَحِيحَيْهِمَا وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
হাদীস নং: ১১০৯
 অধ্যায়ঃ সদকা
অধ্যায় : সাদকাঃ
যাকাত আদায়ের অনুপ্রেরণা এবং তা অপরিহার্য হওয়ার গুরুত্ব
যাকাত আদায়ের অনুপ্রেরণা এবং তা অপরিহার্য হওয়ার গুরুত্ব
১১০৯. হযরত আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, তামীম গোত্রের এক ব্যক্তি রাসূলুল্লাহ (সা) এর কাছে এসে বলল: ইয়া রাসূলাল্লাহ! আমার রয়েছে অনেক ধন-সম্পদ, ও পরিবার-পরিজন এবং যথেষ্ট প্রভাব। কাজেই আপনি আমাকে বলুন, আমি তা কী করব এবং কীভাবে তা (আল্লাহর পথে) ব্যয় করব? রাসূলুল্লাহ বললেন: তুমি তোমার সম্পদের যাকাত দেবে। কেননা তা (সম্পদ) পবিত্রকারী এবং তোমাকে পবিত্র করবে। তোমার নিকটাত্মীয়দের সাথে সম্পর্ক বহাল রাখবে, মিসকীনদের হক আদায় করবে এবং হক আদায় করবে পাড়া-প্রতিবেশী ও যাঞ্ছাকারীদের। হাদীসের শেষ পর্যন্ত।
(আহমদ হাদীসটি বর্ণনা করেছেন। এ হাদীসের। রাবীগণ সহীহ পর্যায়ের।)
(আহমদ হাদীসটি বর্ণনা করেছেন। এ হাদীসের। রাবীগণ সহীহ পর্যায়ের।)
كتاب الصَّدقَات
كتاب الصَّدقَات: 
التَّرْغِيب فِي أَدَاء الزَّكَاة وتأكيد وُجُوبهَا
التَّرْغِيب فِي أَدَاء الزَّكَاة وتأكيد وُجُوبهَا
1109 - وَعَن أنس بن مَالك رَضِي الله عَنهُ قَالَ أَتَى رجل من تَمِيم رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ يَا رَسُول الله إِنِّي ذُو مَال كثير وَذُو أهل وَمَال وحاضرة فَأَخْبرنِي كَيفَ أصنع وَكَيف أنْفق فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم تخرج الزَّكَاة من مَالك فَإِنَّهَا طهرة تطهرك وَتصل أقرباءك وتعرف حق الْمِسْكِين وَالْجَار والسائل
الحَدِيث
رَوَاهُ أَحْمد وَرِجَاله رجال الصَّحِيح
الحَدِيث
رَوَاهُ أَحْمد وَرِجَاله رجال الصَّحِيح

তাহকীক:
হাদীস নং: ১১১০
 অধ্যায়ঃ সদকা
অধ্যায় : সাদকাঃ
যাকাত আদায়ের অনুপ্রেরণা এবং তা অপরিহার্য হওয়ার গুরুত্ব
যাকাত আদায়ের অনুপ্রেরণা এবং তা অপরিহার্য হওয়ার গুরুত্ব
১১১০. হযরত আবুদ-দারদা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: যে ব্যক্তি ঈমানের সাথে উযূ সহকারে রুকু-সিজদাসহ ওয়াক্তমত পাঁচওয়াক্ত সালাত আদায় করে, রমযানের সিয়াম পালন করে, বায়তুল্লাহ শরীফ পর্যন্ত পৌঁছার সামর্থ্য সাপেক্ষে হজ্জ পালন করে এবং হৃষ্টচিত্তে যাকাত আদায় করে, সে জান্নাতী। হাদীসের শেষ পর্যন্ত।
(তাবারানী তাঁর 'কাবীর' গ্রন্থে উত্তম সনদে অত্র হাদীস বর্ণনা করেন। হাদীসটি পূর্বে বর্ণিত হয়েছে।)
(তাবারানী তাঁর 'কাবীর' গ্রন্থে উত্তম সনদে অত্র হাদীস বর্ণনা করেন। হাদীসটি পূর্বে বর্ণিত হয়েছে।)
كتاب الصَّدقَات
كتاب الصَّدقَات: 
التَّرْغِيب فِي أَدَاء الزَّكَاة وتأكيد وُجُوبهَا
التَّرْغِيب فِي أَدَاء الزَّكَاة وتأكيد وُجُوبهَا
1110 - وَعَن أبي الدَّرْدَاء رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم خمس من جَاءَ بِهن مَعَ إِيمَان دخل الْجنَّة من حَافظ على الصَّلَوَات الْخمس على وضوئهن وركوعهن وسجودهن ومواقيتهن وَصَامَ رَمَضَان وَحج الْبَيْت إِن اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلا وَأعْطى الزَّكَاة طيبَة بهَا نَفسه
الحَدِيث
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير بِإِسْنَاد جيد وَتقدم
الحَدِيث
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير بِإِسْنَاد جيد وَتقدم

তাহকীক:

বর্ণনাকারী:
হাদীস নং: ১১১১
 অধ্যায়ঃ সদকা
অধ্যায় : সাদকাঃ
যাকাত আদায়ের অনুপ্রেরণা এবং তা অপরিহার্য হওয়ার গুরুত্ব
যাকাত আদায়ের অনুপ্রেরণা এবং তা অপরিহার্য হওয়ার গুরুত্ব
১১১১. হযরত মু'আয ইবন জাবাল (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: একদা আমি রাসূলুল্লাহ (সা) এর সাথে সফরে ছিলাম। তাঁর সংগে একদিন আমরা সকালে সফর অবস্থায় কাছাকাছি ছিলাম। তখন আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ! আমাকে এমন আমল বলুন, যা আমাকে জান্নাতে দাখিল করাবে এবং জাহান্নাম থেকে দূরে রাখবে। তিনি বললেন: তুমি আমাকে একটি বিরাট গুরুত্বপূর্ণ ব্যাপারে জিজ্ঞেস করেছ। তবে এ কাজ ঐ ব্যক্তির জন্য সহজ, যার উপর আল্লাহ তা সহজ করে দিয়েছেন। আর তা হলো: তুমি আল্লাহর ইবাদত করবে, তাঁর সাথে কিছু শরীক করবে না, সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে, রমযানে সিয়াম পালন করবে এবং বায়তুল্লাহ শরীফে হজ্জব্রত পালন করবে। হাদীসের শেষ পর্যন্ত। 
(আহমদ ও তিরমিযীতে হাদীসটি বর্ণিত হয়েছে। ইমাম তিরমিযী (র)-এর মতে এ হাদীসটি সহীহ।
নাসাঈ ও ইবন মাজাহও এটি বর্ণনা করেছেন। হাদীসের পুরা অংশ الصمت অধ্যায়ে আলোচিত হবে ইনশা আল্লাহ।)
(আহমদ ও তিরমিযীতে হাদীসটি বর্ণিত হয়েছে। ইমাম তিরমিযী (র)-এর মতে এ হাদীসটি সহীহ।
নাসাঈ ও ইবন মাজাহও এটি বর্ণনা করেছেন। হাদীসের পুরা অংশ الصمت অধ্যায়ে আলোচিত হবে ইনশা আল্লাহ।)
كتاب الصَّدقَات
كتاب الصَّدقَات: 
التَّرْغِيب فِي أَدَاء الزَّكَاة وتأكيد وُجُوبهَا
التَّرْغِيب فِي أَدَاء الزَّكَاة وتأكيد وُجُوبهَا
1111 - وَعَن معَاذ بن جبل رَضِي الله عَنهُ قَالَ كنت مَعَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فِي سفر فَأَصْبَحت يَوْمًا قَرِيبا مِنْهُ وَنحن نسير فَقلت يَا رَسُول الله أَخْبرنِي بِعَمَل يدخلني الْجنَّة وَيُبَاعِدنِي من النَّار قَالَ لقد سَأَلت عَن عَظِيم وَإنَّهُ ليسير على من يسره الله عَلَيْهِ تعبد الله وَلَا تشرك بِهِ شَيْئا وتقيم الصَّلَاة وتؤتي الزَّكَاة وتصوم رَمَضَان وتحج الْبَيْت
الحَدِيث
رَوَاهُ أَحْمد وَالتِّرْمِذِيّ وَصَححهُ وَالنَّسَائِيّ وَابْن مَاجَه وَيَأْتِي بِتَمَامِهِ فِي الصمت إِن شَاءَ الله تَعَالَى
الحَدِيث
رَوَاهُ أَحْمد وَالتِّرْمِذِيّ وَصَححهُ وَالنَّسَائِيّ وَابْن مَاجَه وَيَأْتِي بِتَمَامِهِ فِي الصمت إِن شَاءَ الله تَعَالَى
হাদীস নং: ১১১২
 অধ্যায়ঃ সদকা
অধ্যায় : সাদকাঃ
যাকাত আদায়ের অনুপ্রেরণা এবং তা অপরিহার্য হওয়ার গুরুত্ব
যাকাত আদায়ের অনুপ্রেরণা এবং তা অপরিহার্য হওয়ার গুরুত্ব
১১১২. হযরত আবুদ-দারদা থেকে রাসূলুল্লাহ (সা) সূত্রে বর্ণিত। তিনি বলেছেন: যাকাত হল ইসলামের সেতু (পুল)। 
(তাবরানীর 'আওসাত' ও 'কাবীর' গ্রন্থে হাদীসটি বর্ণিত হয়েছে। এ হাদীসে ইবন লাহীয়া নামে একজন বিতর্কিত রাবী রয়েছেন। বায়হাকীর বর্ণনায়ও বাকীয়া ইবন ওয়ালীদ নামে একজন সমালোচিত রাবী রয়েছেন।)
(তাবরানীর 'আওসাত' ও 'কাবীর' গ্রন্থে হাদীসটি বর্ণিত হয়েছে। এ হাদীসে ইবন লাহীয়া নামে একজন বিতর্কিত রাবী রয়েছেন। বায়হাকীর বর্ণনায়ও বাকীয়া ইবন ওয়ালীদ নামে একজন সমালোচিত রাবী রয়েছেন।)
كتاب الصَّدقَات
كتاب الصَّدقَات: 
التَّرْغِيب فِي أَدَاء الزَّكَاة وتأكيد وُجُوبهَا
التَّرْغِيب فِي أَدَاء الزَّكَاة وتأكيد وُجُوبهَا
1112 - وَعَن أبي الدَّرْدَاء رَضِي الله عَنهُ عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ الزَّكَاة قنطرة الْإِسْلَام
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَالْكَبِير وَفِيه ابْن لَهِيعَة وَالْبَيْهَقِيّ وَفِيه بَقِيَّة بن الْوَلِيد
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَالْكَبِير وَفِيه ابْن لَهِيعَة وَالْبَيْهَقِيّ وَفِيه بَقِيَّة بن الْوَلِيد

তাহকীক:

বর্ণনাকারী:
হাদীস নং: ১১১৩
 অধ্যায়ঃ সদকা
অধ্যায় : সাদকাঃ
যাকাত আদায়ের অনুপ্রেরণা এবং তা অপরিহার্য হওয়ার গুরুত্ব
যাকাত আদায়ের অনুপ্রেরণা এবং তা অপরিহার্য হওয়ার গুরুত্ব
১১১৩. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) বলেছেন: তিনটি বিষয়ে আমি তোমাদের শপথ করে বলছি। ইসলামে যার কিছু অংশ আছে এবং যার কোন অংশ নেই, আল্লাহ তাকে সমান গণ্য করবেন না। ইসলামের অংশ তিনটি হলো: ১. সালাত, ২. সাওম ও ৩. যাকাত। আল্লাহ পৃথিবীতে যে বান্দাকে নিজ তত্ত্বাবধানে রাখেন, কিয়ামতের দিন তিনি তাকে অন্যের হাতে দেবেন না। হাদীসের শেষ পর্যন্ত। 
(আহমদ হাদীসটি উত্তম সনদে বর্ণনা করেন।)
(আহমদ হাদীসটি উত্তম সনদে বর্ণনা করেন।)
كتاب الصَّدقَات
كتاب الصَّدقَات: 
التَّرْغِيب فِي أَدَاء الزَّكَاة وتأكيد وُجُوبهَا
التَّرْغِيب فِي أَدَاء الزَّكَاة وتأكيد وُجُوبهَا
1113 - وَعَن عَائِشَة رَضِي الله عَنْهَا أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ ثَلَاث أَحْلف عَلَيْهِنَّ لَا يَجْعَل الله من لَهُ سهم فِي الْإِسْلَام كمن لَا سهم لَهُ وأسهم الْإِسْلَام ثَلَاثَة الصَّلَاة وَالصَّوْم وَالزَّكَاة وَلَا يتَوَلَّى الله عبدا فِي الدُّنْيَا فيوليه غَيره يَوْم الْقِيَامَة
الحَدِيث
رَوَاهُ أَحْمد بِإِسْنَاد جيد
الحَدِيث
رَوَاهُ أَحْمد بِإِسْنَاد جيد

তাহকীক:
হাদীস নং: ১১১৪
 অধ্যায়ঃ সদকা
অধ্যায় : সাদকাঃ
যাকাত আদায়ের অনুপ্রেরণা এবং তা অপরিহার্য হওয়ার গুরুত্ব
যাকাত আদায়ের অনুপ্রেরণা এবং তা অপরিহার্য হওয়ার গুরুত্ব
১১১৪. হযরত আবু হুরায়রা (রা) থেকে রাসূলুল্লাহ (সা) সূত্রে বর্ণিত। তিনি তাঁর সমকালীন উম্মাতের উদ্দেশ্যে বলেন: তোমরা আমার জন্য ছয়টি বিষয়ের যামীন হও, আমি তোমাদের জন্য জান্নাতের যামীনদার হবো। আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ! সেগুলো কি? তিনি বললেনঃ সালাত, যাকাত, আমানত, গুপ্তাংগ, পেট ও যবান। 
(তাবারানী তাঁর 'আওসাত' এন্থে ত্রুটিমুক্ত সনদে এ হাদীসটি বর্ণনা করেছেন। এর সমর্থনে অনেক হাদীস এসেছে।)
(তাবারানী তাঁর 'আওসাত' এন্থে ত্রুটিমুক্ত সনদে এ হাদীসটি বর্ণনা করেছেন। এর সমর্থনে অনেক হাদীস এসেছে।)
كتاب الصَّدقَات
كتاب الصَّدقَات: 
التَّرْغِيب فِي أَدَاء الزَّكَاة وتأكيد وُجُوبهَا
التَّرْغِيب فِي أَدَاء الزَّكَاة وتأكيد وُجُوبهَا
1114 - وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَنه قَالَ لمن حوله من أمته اكفلوا لي بست أكفل لكم بِالْجنَّةِ
قلت مَا هِيَ يَا رَسُول الله قَالَ الصَّلَاة وَالزَّكَاة وَالْأَمَانَة والفرج والبطن وَاللِّسَان
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط بِإِسْنَاد لَا بَأْس بِهِ وَله شَوَاهِد كَثِيرَة
قلت مَا هِيَ يَا رَسُول الله قَالَ الصَّلَاة وَالزَّكَاة وَالْأَمَانَة والفرج والبطن وَاللِّسَان
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط بِإِسْنَاد لَا بَأْس بِهِ وَله شَوَاهِد كَثِيرَة

তাহকীক:
হাদীস নং: ১১১৫
 অধ্যায়ঃ সদকা
অধ্যায় : সাদকাঃ
যাকাত আদায়ের অনুপ্রেরণা এবং তা অপরিহার্য হওয়ার গুরুত্ব
যাকাত আদায়ের অনুপ্রেরণা এবং তা অপরিহার্য হওয়ার গুরুত্ব
১১১৫. হযরত হুযায়ফা (রা) থেকে নবী (সা) সূত্রে বর্ণিত। তিনি বলেছেন: আটটি অংশের উপর ইসলাম স্থাপিত। তা হলঃ ১. আনুগ্যত, ২. সালাত, ৩. যাকাত, ৪. সিয়াম, ৫. বায়তুল্লাহ শরীফে হজ্জ পালন, ৬. আমর বিল মারূফ (সৎকাজের নির্দেশ), ৭. আন-নাহী আনিল মু'নকার (অসৎকাজের নিষেধ), এবং ৮. আল্লাহর পথে জিহাদ। এগুলো যে ধ্বংস করে ফেলবে, ইসলামে তার কোন হিসসা নেই।
(বাযযার মারফু' সনদে হাদীসটি বর্ণনা করেছেন এবং তাঁর সনদে ইয়াযীদ ইবন আতা ইয়াশকুরী নামে একজন বর্ণনাকারী রয়েছেন। আবু ইয়ালা আলী (রা) থেকে মারফু' হাদীস বর্ণনা করেছেন। হুযায়ফা (রা) সূত্রে তিনি মাওকুফ হাদীসও বর্ণনা করেছেন। এ অভিমত অধিকতর বিশুদ্ধ। এ অভিমত ইমাম দারু কুতনীর এবং অপরাপরদের মতামতও রয়েছে।)
(বাযযার মারফু' সনদে হাদীসটি বর্ণনা করেছেন এবং তাঁর সনদে ইয়াযীদ ইবন আতা ইয়াশকুরী নামে একজন বর্ণনাকারী রয়েছেন। আবু ইয়ালা আলী (রা) থেকে মারফু' হাদীস বর্ণনা করেছেন। হুযায়ফা (রা) সূত্রে তিনি মাওকুফ হাদীসও বর্ণনা করেছেন। এ অভিমত অধিকতর বিশুদ্ধ। এ অভিমত ইমাম দারু কুতনীর এবং অপরাপরদের মতামতও রয়েছে।)
كتاب الصَّدقَات
كتاب الصَّدقَات: 
التَّرْغِيب فِي أَدَاء الزَّكَاة وتأكيد وُجُوبهَا
التَّرْغِيب فِي أَدَاء الزَّكَاة وتأكيد وُجُوبهَا
1115 - وَعَن حُذَيْفَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ الْإِسْلَام ثَمَانِيَة أسْهم الْإِسْلَام سهم وَالصَّلَاة سهم وَالزَّكَاة سهم وَالصَّوْم سهم وَحج الْبَيْت سهم وَالْأَمر بِالْمَعْرُوفِ سهم وَالنَّهْي عَن الْمُنكر سهم وَالْجهَاد فِي سَبِيل الله سهم وَقد خَابَ من لَا سهم لَهُ
رَوَاهُ الْبَزَّار مَرْفُوعا وَفِيه يزِيد بن عَطاء الْيَشْكُرِي وَرَوَاهُ أَبُو يعلى من حَدِيث عَليّ مَرْفُوعا أَيْضا وَرُوِيَ مَوْقُوفا على حُذَيْفَة وَهُوَ أصح قَالَه الدَّارَقُطْنِيّ وَغَيره
رَوَاهُ الْبَزَّار مَرْفُوعا وَفِيه يزِيد بن عَطاء الْيَشْكُرِي وَرَوَاهُ أَبُو يعلى من حَدِيث عَليّ مَرْفُوعا أَيْضا وَرُوِيَ مَوْقُوفا على حُذَيْفَة وَهُوَ أصح قَالَه الدَّارَقُطْنِيّ وَغَيره

তাহকীক:

বর্ণনাকারী:
হাদীস নং: ১১১৬
 অধ্যায়ঃ সদকা
অধ্যায় : সাদকাঃ
যাকাত আদায়ের অনুপ্রেরণা এবং তা অপরিহার্য হওয়ার গুরুত্ব
যাকাত আদায়ের অনুপ্রেরণা এবং তা অপরিহার্য হওয়ার গুরুত্ব
১১১৬. হযরত জাবির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: একদা এক ব্যক্তি বলল: ইয়া রাসূলাল্লাহ! লোকের
সম্পদের যাকাত আদায়ের ব্যাপারে আপনি কী বলেন? রাসূলুল্লাহ (সা) বললেনঃ যে ব্যক্তি তার সম্পদের যাকাত আদায় করবে, তার সম্পদের (যাবতীয়) অনিষ্টতা দূর হয়ে যাবে।
(তাবারানী নিজ শব্দযোগে 'আওসাত' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেন। ইবন খুযায়মা তাঁর 'সহীহ' গ্রন্থে এবং হাকিম সংক্ষিপ্ত বর্ণনায় বলেন: তুমি তোমার সম্পদের যাকাত আদায় করলে, প্রকারান্তরে তুমি তা অনিষ্ট থেকে রক্ষা করলে। তিনি বলেনঃ এ হাদীসটি মুসলিমের শর্তানুযায়ী সহীহ।)
সম্পদের যাকাত আদায়ের ব্যাপারে আপনি কী বলেন? রাসূলুল্লাহ (সা) বললেনঃ যে ব্যক্তি তার সম্পদের যাকাত আদায় করবে, তার সম্পদের (যাবতীয়) অনিষ্টতা দূর হয়ে যাবে।
(তাবারানী নিজ শব্দযোগে 'আওসাত' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেন। ইবন খুযায়মা তাঁর 'সহীহ' গ্রন্থে এবং হাকিম সংক্ষিপ্ত বর্ণনায় বলেন: তুমি তোমার সম্পদের যাকাত আদায় করলে, প্রকারান্তরে তুমি তা অনিষ্ট থেকে রক্ষা করলে। তিনি বলেনঃ এ হাদীসটি মুসলিমের শর্তানুযায়ী সহীহ।)
كتاب الصَّدقَات
كتاب الصَّدقَات: 
التَّرْغِيب فِي أَدَاء الزَّكَاة وتأكيد وُجُوبهَا
التَّرْغِيب فِي أَدَاء الزَّكَاة وتأكيد وُجُوبهَا
1116 - وَعَن جَابر رَضِي الله عَنهُ قَالَ قَالَ رجل يَا رَسُول الله أَرَأَيْت إِن أدّى الرجل زَكَاة مَاله فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من أدّى زَكَاة مَاله فقد ذهب عَنهُ شَره
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَاللَّفْظ لَهُ وَابْن خُزَيْمَة فِي صَحِيحه وَالْحَاكِم مُخْتَصرا إِذا أدّيت زَكَاة مَالك فقد أذهبت عَنْك شَره
وَقَالَ صَحِيح على شَرط مُسلم
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَاللَّفْظ لَهُ وَابْن خُزَيْمَة فِي صَحِيحه وَالْحَاكِم مُخْتَصرا إِذا أدّيت زَكَاة مَالك فقد أذهبت عَنْك شَره
وَقَالَ صَحِيح على شَرط مُسلم

তাহকীক:
হাদীস নং: ১১১৭
 অধ্যায়ঃ সদকা
অধ্যায় : সাদকাঃ
যাকাত আদায়ের অনুপ্রেরণা এবং তা অপরিহার্য হওয়ার গুরুত্ব
যাকাত আদায়ের অনুপ্রেরণা এবং তা অপরিহার্য হওয়ার গুরুত্ব
১১১৭. হযরত হাসান (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: তোমরা যাকাত আদায় করে তোমাদের সম্পদ সংরক্ষণ কর, সদকা দিয়ে রোগ নিরাময় কর এবং প্রচণ্ড বিপদ অধিক বিনয়-নম্রতা সহকারে দু'আ করে প্রতিরোধ কর।
(আবূ দাউদ এটি 'মারাসীল' গ্রন্থে বর্ণনা করেছেন। তাবারানী ও বায়হাকী ব্যতীত অন্যান্যগণ একদল সাহাবা সূত্রে মারফু' সনদে এ হাদীস বর্ণনা করেন। তবে মুরসাল বর্ণনাটি অধিক সামঞ্জস্যপূর্ণ।)
(আবূ দাউদ এটি 'মারাসীল' গ্রন্থে বর্ণনা করেছেন। তাবারানী ও বায়হাকী ব্যতীত অন্যান্যগণ একদল সাহাবা সূত্রে মারফু' সনদে এ হাদীস বর্ণনা করেন। তবে মুরসাল বর্ণনাটি অধিক সামঞ্জস্যপূর্ণ।)
كتاب الصَّدقَات
كتاب الصَّدقَات: 
التَّرْغِيب فِي أَدَاء الزَّكَاة وتأكيد وُجُوبهَا
التَّرْغِيب فِي أَدَاء الزَّكَاة وتأكيد وُجُوبهَا
1117 - وَعَن الْحسن رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم حصنوا أَمْوَالكُم بِالزَّكَاةِ وداووا مرضاكم بِالصَّدَقَةِ واستقبلوا أمواج الْبلَاء بِالدُّعَاءِ والتضرع
رَوَاهُ أَبُو دَاوُد فِي الْمَرَاسِيل وَرَوَاهُ الطَّبَرَانِيّ وَالْبَيْهَقِيّ وَغَيرهمَا عَن جمَاعَة من الصَّحَابَة مَرْفُوعا مُتَّصِلا والمرسل أشبه
رَوَاهُ أَبُو دَاوُد فِي الْمَرَاسِيل وَرَوَاهُ الطَّبَرَانِيّ وَالْبَيْهَقِيّ وَغَيرهمَا عَن جمَاعَة من الصَّحَابَة مَرْفُوعا مُتَّصِلا والمرسل أشبه

তাহকীক:

বর্ণনাকারী:
হাদীস নং: ১১১৮
 অধ্যায়ঃ সদকা
অধ্যায় : সাদকাঃ
যাকাত আদায়ের অনুপ্রেরণা এবং তা অপরিহার্য হওয়ার গুরুত্ব
যাকাত আদায়ের অনুপ্রেরণা এবং তা অপরিহার্য হওয়ার গুরুত্ব
১১১৮. হযরত আলকামা (রা) থেকে বর্ণিত। একবার তাঁরা রাসূলুল্লাহ (সা) এর কাছে আসেন। তিনি বলেন, তখন নবী আমাদের উদ্দেশ্যে বলেনঃ তোমাদের সম্পদের যাকাত আদায়ের মধ্যেই রয়েছে তোমাদের ইসলামের পূর্ণতা।
(বাযযার হাদীসটি বর্ণনা করেছেন।)
(বাযযার হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الصَّدقَات
كتاب الصَّدقَات: 
التَّرْغِيب فِي أَدَاء الزَّكَاة وتأكيد وُجُوبهَا
التَّرْغِيب فِي أَدَاء الزَّكَاة وتأكيد وُجُوبهَا
1118 - وَرُوِيَ عَن عَلْقَمَة رَضِي الله عَنهُ أَنهم أَتَوا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ فَقَالَ لنا النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم إِن تَمام إسلامكم أَن تُؤَدُّوا زَكَاة أَمْوَالكُم
رَوَاهُ الْبَزَّار
رَوَاهُ الْبَزَّار

তাহকীক:
হাদীস নং: ১১১৯
 অধ্যায়ঃ সদকা
অধ্যায় : সাদকাঃ
যাকাত আদায়ের অনুপ্রেরণা এবং তা অপরিহার্য হওয়ার গুরুত্ব
যাকাত আদায়ের অনুপ্রেরণা এবং তা অপরিহার্য হওয়ার গুরুত্ব
১১১৯. হযরত ইবন উমর (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) বলেছেন: সপ্ত যমীনের নীচের সম্পদের যাকাত যদি আদায় করা হয়, তবে তা কানয নয়। আর যে সমস্ত সম্পদ দৃশ্যমান, তার যদি যাকাত আদায় না করা হয়, তবে তাও কানয।
(তাবারানী 'আওসাত' গ্রন্থে মারফু সনদে হাদীসটি উদ্ধৃত করেন। অন্যান্য রাবীগণ ইবন আমর (রা)-এর উপর ভিত্তি করে এ হাদীসটিকে মাওকূফ সূত্রে বর্ণনা করেন। আর এটিই সহীহ।)
(তাবারানী 'আওসাত' গ্রন্থে মারফু সনদে হাদীসটি উদ্ধৃত করেন। অন্যান্য রাবীগণ ইবন আমর (রা)-এর উপর ভিত্তি করে এ হাদীসটিকে মাওকূফ সূত্রে বর্ণনা করেন। আর এটিই সহীহ।)
كتاب الصَّدقَات
كتاب الصَّدقَات: 
التَّرْغِيب فِي أَدَاء الزَّكَاة وتأكيد وُجُوبهَا
التَّرْغِيب فِي أَدَاء الزَّكَاة وتأكيد وُجُوبهَا
1119 - وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ كل مَال وَإِن كَانَ تَحت سبع أَرضين تُؤَدّى زَكَاته فَلَيْسَ بكنز وكل مَال لَا تُؤَدّى زَكَاته وَإِن كَانَ ظَاهرا فَهُوَ كنز
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط مَرْفُوعا وَرَوَاهُ غَيره مَوْقُوفا على ابْن عَمْرو وَهُوَ الصَّحِيح
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط مَرْفُوعا وَرَوَاهُ غَيره مَوْقُوفا على ابْن عَمْرو وَهُوَ الصَّحِيح

তাহকীক:
হাদীস নং: ১১২০
 অধ্যায়ঃ সদকা
অধ্যায় : সাদকাঃ
যাকাত আদায়ের অনুপ্রেরণা এবং তা অপরিহার্য হওয়ার গুরুত্ব
যাকাত আদায়ের অনুপ্রেরণা এবং তা অপরিহার্য হওয়ার গুরুত্ব
১১২০. হযরত সামুরা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: সালাত কায়েম কর, যাকাত আদায় কর, হজ্জ ও উমরা পালন কর। তোমরা এ সবের প্রতি অবিচল থাক, এতে তোমাদের অবিচল রাখা হবে।
(তাবারানী তাঁর তিনটি গ্রন্থে ইনশা আল্লাহ উত্তম সনদে এ হাদীস বর্ণনা করেন। ইমরান আল-কাত্তান একজন সত্যবাদী বর্ণনাকারী।)
(তাবারানী তাঁর তিনটি গ্রন্থে ইনশা আল্লাহ উত্তম সনদে এ হাদীস বর্ণনা করেন। ইমরান আল-কাত্তান একজন সত্যবাদী বর্ণনাকারী।)
كتاب الصَّدقَات
كتاب الصَّدقَات: 
التَّرْغِيب فِي أَدَاء الزَّكَاة وتأكيد وُجُوبهَا
التَّرْغِيب فِي أَدَاء الزَّكَاة وتأكيد وُجُوبهَا
1120 - وَعَن سَمُرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أقِيمُوا الصَّلَاة وَآتوا الزَّكَاة وحجوا واعتمروا واستقيموا يستقم بكم
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الثَّلَاثَة وَإِسْنَاده جيد إِن شَاءَ الله تَعَالَى عمرَان الْقطَّان صَدُوق
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الثَّلَاثَة وَإِسْنَاده جيد إِن شَاءَ الله تَعَالَى عمرَان الْقطَّان صَدُوق

তাহকীক:
হাদীস নং: ১১২১
 অধ্যায়ঃ সদকা
অধ্যায় : সাদকাঃ
যাকাত আদায়ের অনুপ্রেরণা এবং তা অপরিহার্য হওয়ার গুরুত্ব
যাকাত আদায়ের অনুপ্রেরণা এবং তা অপরিহার্য হওয়ার গুরুত্ব
১১২১. হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: যে ব্যক্তি সালাত কায়েম করে, যাকাত আদায় করে, বায়তুল্লাহ শরীফে হজ্জ পালন করে, রমযানের সিয়াম পালন করে এবং মেহমান আপ্যায়ন করে, সে জান্নাতী। 
(তাবারানীর 'কাবীর' গ্রন্থে হাদীসটি বর্ণিত হয়েছে। এ হাদীসের প্রমাণে বহু হাদীস বর্ণিত আছে।)
(তাবারানীর 'কাবীর' গ্রন্থে হাদীসটি বর্ণিত হয়েছে। এ হাদীসের প্রমাণে বহু হাদীস বর্ণিত আছে।)
كتاب الصَّدقَات
كتاب الصَّدقَات: 
التَّرْغِيب فِي أَدَاء الزَّكَاة وتأكيد وُجُوبهَا
التَّرْغِيب فِي أَدَاء الزَّكَاة وتأكيد وُجُوبهَا
1121 - وَرُوِيَ عَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من أَقَامَ الصَّلَاة وَآتى الزَّكَاة وَحج الْبَيْت وَصَامَ رَمَضَان وقرى الضَّيْف دخل الْجنَّة
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَله شَوَاهِد
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَله شَوَاهِد

তাহকীক:
হাদীস নং: ১১২২
 অধ্যায়ঃ সদকা
অধ্যায় : সাদকাঃ
যাকাত আদায়ের অনুপ্রেরণা এবং তা অপরিহার্য হওয়ার গুরুত্ব
যাকাত আদায়ের অনুপ্রেরণা এবং তা অপরিহার্য হওয়ার গুরুত্ব
১১২২. হযরত ইবন উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা) কে বলতে শুনেছি: যে ব্যক্তি আল্লাহ ও তাঁর রাসূলে বিশ্বাসী, সে যেন তার সম্পদের যাকাত আদায় করে। যে ব্যক্তি আল্লাহ ও তাঁর রাসূলে বিশ্বাস রাখে, সে যেন সত্য কথা বলে অথবা নীরবতা পালন করে। আর যে ব্যক্তি আল্লাহ ও তাঁর রাসূলে বিশ্বাস রাখে, সে যেন তার মেহমানের আপ্যায়ন করে। 
(তাবারানীর 'কাবীর' গ্রন্থে হাদীসটি বর্ণিত হয়েছে।)
(তাবারানীর 'কাবীর' গ্রন্থে হাদীসটি বর্ণিত হয়েছে।)
كتاب الصَّدقَات
كتاب الصَّدقَات: 
التَّرْغِيب فِي أَدَاء الزَّكَاة وتأكيد وُجُوبهَا
التَّرْغِيب فِي أَدَاء الزَّكَاة وتأكيد وُجُوبهَا
1122 - وَرُوِيَ عَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من كَانَ يُؤمن بِاللَّه وَرَسُوله فليؤد زَكَاة مَاله وَمن كَانَ يُؤمن بِاللَّه وَرَسُوله فَلْيقل حَقًا أَو لِيَسْكُت وَمن كَانَ يُؤمن بِاللَّه وَرَسُوله فَليُكرم ضَيفه
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير
হাদীস নং: ১১২৩
 অধ্যায়ঃ সদকা
অধ্যায় : সাদকাঃ
যাকাত আদায়ের অনুপ্রেরণা এবং তা অপরিহার্য হওয়ার গুরুত্ব
যাকাত আদায়ের অনুপ্রেরণা এবং তা অপরিহার্য হওয়ার গুরুত্ব
১১২৩. হযরত আবূ আইয়ুব (রা) থেকে বর্ণিত। একদা এক ব্যক্তি নবী (সা) কে বলল: আপনি আমাকে এমন আমলের কথা বলুন, যা আমাকে জান্নাতে দাখিল করবে। তিনি বললেনঃ তুমি আল্লাহর ইবাদত করবে, তাঁর সাথে কিছু শরীক করবে না, সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে এবং আত্মীয়তার বন্ধন অটুট রাখবে।
(বুখারী ও মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন।)
(বুখারী ও মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الصَّدقَات
كتاب الصَّدقَات: 
التَّرْغِيب فِي أَدَاء الزَّكَاة وتأكيد وُجُوبهَا
التَّرْغِيب فِي أَدَاء الزَّكَاة وتأكيد وُجُوبهَا
1123 - وَعَن أبي أَيُّوب رَضِي الله عَنهُ أَن رجلا قَالَ للنَّبِي صلى الله عَلَيْهِ وَسلم أَخْبرنِي بِعَمَل يدخلني
الْجنَّة قَالَ تعبد الله لَا تشرك بِهِ شَيْئا وتقيم الصَّلَاة وتؤتي الزَّكَاة وَتصل الرَّحِم
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم
الْجنَّة قَالَ تعبد الله لَا تشرك بِهِ شَيْئا وتقيم الصَّلَاة وتؤتي الزَّكَاة وَتصل الرَّحِم
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم

তাহকীক:
হাদীস নং: ১১২৪
 অধ্যায়ঃ সদকা
অধ্যায় : সাদকাঃ
যাকাত আদায়ের অনুপ্রেরণা এবং তা অপরিহার্য হওয়ার গুরুত্ব
যাকাত আদায়ের অনুপ্রেরণা এবং তা অপরিহার্য হওয়ার গুরুত্ব
১১২৪. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। একদা এক বেদুঈন নবী।(সা) এর কাছে এসে বলল: ইয়া রাসূলাল্লাহ! আপনি আমাকে এমন একটি কাজের সন্ধান দিন, যা আমল করে আমি জান্নাতী হতে পারব। তিনি বললেন: তুমি আল্লাহর ইবাদত করবে, তাঁর সাথে কিছু শরীক করবে না, ফরয সালাতসমূহ কায়েম করবে, ফরয যাকাত আদায় করবে, রমযানের সিয়াম পালন করবে। সে (বেদুঈন) বললঃ যাঁর হাতে আমার জীবন, তাঁর শপথ। আমি এর চেয়ে কিছু বেশিও করব না এবং কমও করব না। যখন সে ব্যক্তি চলে যাচ্ছিল, তখন নবী বললেনঃ যে ব্যক্তি জান্নাতী লোক দেখে সন্তুষ্ট হতে চায়, সে যেন এই ব্যক্তিকে দেখে। 
(বুখারী ও মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন।)
(বুখারী ও মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الصَّدقَات
كتاب الصَّدقَات: 
التَّرْغِيب فِي أَدَاء الزَّكَاة وتأكيد وُجُوبهَا
التَّرْغِيب فِي أَدَاء الزَّكَاة وتأكيد وُجُوبهَا
1124 - وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن أَعْرَابِيًا أَتَى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ يَا رَسُول الله دلَّنِي على عمل إِذا عملته دخلت الْجنَّة قَالَ تعبد الله لَا تشرك بِهِ شَيْئا وتقيم الصَّلَاة الْمَكْتُوبَة وتؤتي الزَّكَاة الْمَفْرُوضَة وتصوم رَمَضَان
قَالَ وَالَّذِي نَفسِي بِيَدِهِ لَا أَزِيد على هَذَا وَلَا أنقص مِنْهُ فَلَمَّا ولى قَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم من سره أَن ينظر إِلَى رجل من أهل الْجنَّة فَلْينْظر إِلَى هَذَا
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم
قَالَ وَالَّذِي نَفسِي بِيَدِهِ لَا أَزِيد على هَذَا وَلَا أنقص مِنْهُ فَلَمَّا ولى قَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم من سره أَن ينظر إِلَى رجل من أهل الْجنَّة فَلْينْظر إِلَى هَذَا
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم

তাহকীক:
হাদীস নং: ১১২৫
 অধ্যায়ঃ সদকা
অধ্যায় : সাদকাঃ
যাকাত আদায়ের অনুপ্রেরণা এবং তা অপরিহার্য হওয়ার গুরুত্ব
যাকাত আদায়ের অনুপ্রেরণা এবং তা অপরিহার্য হওয়ার গুরুত্ব
১১২৫. হযরত আমর ইবন মুররা জুহানী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা কুযা’আ থেকে এক ব্যক্তি রাসূলুল্লাহ-এর কাছে এসে বলল: আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ব্যতীত আর কোন ইলাহ নেই এবং আপনি আল্লাহর রাসূল। আমি পাঁচ ওয়াক্ত সালাত কায়েম করি, রমযানের সিয়াম ও কিয়াম পালন করি এবং যাকাত আদায় করি। রাসূলুল্লাহ (সা) বললেনঃ যে ব্যক্তি এই কার্যক্রম ও বিশ্বাসের উপর ইনতিকাল করবে, সে সিদ্দীকীন ও শহীদানের অন্তর্ভুক্ত হবে। 
(বাযযার হাসান সনদে, ইবন খুযায়মা তাঁর 'সহীহ' গ্রন্থে এবং ইবন হিব্বান হাদীসটি বর্ণনা করেছেন। সালাত অধ্যায়ে এ শব্দযোগে হাদীসটি স্থান পেয়েছে।)
(বাযযার হাসান সনদে, ইবন খুযায়মা তাঁর 'সহীহ' গ্রন্থে এবং ইবন হিব্বান হাদীসটি বর্ণনা করেছেন। সালাত অধ্যায়ে এ শব্দযোগে হাদীসটি স্থান পেয়েছে।)
كتاب الصَّدقَات
كتاب الصَّدقَات: 
التَّرْغِيب فِي أَدَاء الزَّكَاة وتأكيد وُجُوبهَا
التَّرْغِيب فِي أَدَاء الزَّكَاة وتأكيد وُجُوبهَا
1125 - وَعَن عَمْرو بن مرّة الْجُهَنِيّ رَضِي الله عَنهُ قَالَ جَاءَ رجل من قضاعة إِلَى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ إِنِّي شهِدت أَن لَا إِلَه إِلَّا الله وَأَنَّك رَسُول الله وَصليت الصَّلَوَات الْخمس وَصمت رَمَضَان وقمته وآتيت الزَّكَاة فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من مَاتَ على هَذَا كَانَ من الصديقين وَالشُّهَدَاء
رَوَاهُ الْبَزَّار بِإِسْنَاد حسن وَابْن خُزَيْمَة فِي صَحِيحه وَابْن حبَان وَتقدم لَفظه فِي الصَّلَاة
رَوَاهُ الْبَزَّار بِإِسْنَاد حسن وَابْن خُزَيْمَة فِي صَحِيحه وَابْن حبَان وَتقدم لَفظه فِي الصَّلَاة

তাহকীক:

বর্ণনাকারী:
হাদীস নং: ১১২৬
 অধ্যায়ঃ সদকা
অধ্যায় : সাদকাঃ
যাকাত আদায়ের অনুপ্রেরণা এবং তা অপরিহার্য হওয়ার গুরুত্ব
যাকাত আদায়ের অনুপ্রেরণা এবং তা অপরিহার্য হওয়ার গুরুত্ব
১১২৬. হযরত আবদুল্লাহ ইবন মু'আবিয়া গাযিরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ যে ব্যক্তি তিনটি কাজ করেছে, সেই প্রকৃতপক্ষে ঈমানের স্বাদ আস্বাদন করেছে। তা হলঃ ১. যে ব্যক্তি এক আল্লাহর ইবাদত করে, ২. প্রতি বছর সন্তুষ্ট চিত্তে প্রয়োজন থাকা সত্ত্বেও সম্পদের যাকাত আদায় করে এবং ৩. যে ব্যক্তি বৃদ্ধ পশু, নিকৃষ্ট, রোগা এবং স্বার্থের বিনিময়ে দান করে না। তবে তোমাদের উচিত হবে উত্তম সম্পদ দান করা। কেননা আল্লাহ তা'আলা তোমাদের কাছে (সর্বোচ্চ বস্তুু) চাননি এবং নিকৃষ্ট বস্তু দিতেও নির্দেশ দেননি।
(আবু দাউদ হাদীসটি বর্ণনা করেছেন।)
(আবু দাউদ হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الصَّدقَات
كتاب الصَّدقَات: 
التَّرْغِيب فِي أَدَاء الزَّكَاة وتأكيد وُجُوبهَا
التَّرْغِيب فِي أَدَاء الزَّكَاة وتأكيد وُجُوبهَا
1126 - وَعَن عبد الله بن مُعَاوِيَة الغاضري رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ثَلَاث من فعلهن فقد طعم طعم الْإِيمَان من عبد الله وَحده وَعلم أَن لَا إِلَه إِلَّا الله وَأعْطى زَكَاة مَاله طيبَة بهَا نَفسه رافدة عَلَيْهِ كل عَام وَلم يُعْط الهرمة وَلَا الدرنة وَلَا الْمَرِيضَة وَلَا الشَّرْط اللئيمة وَلَكِن من وسط أَمْوَالكُم فَإِن الله لم يسألكم خَيره وَلم يَأْمُركُمْ بشره
رَوَاهُ أَبُو دَاوُد
رَوَاهُ أَبُو دَاوُد

তাহকীক:
