আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

الترغيب والترهيب للمنذري

১১. অধ্যায়ঃ হজ্জ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ২০ টি

হাদীস নং: ১৬৮৫
অধ্যায়ঃ হজ্জ
অধ্যায়: হজ্জ
হজ্জ ও উমরার প্রতি উৎসাহ দান এবং এগুলো আদায় করতে বের হয়ে যারা মারা যায় তাদের প্রসঙ্গ
১৬৮৫. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ-কে জিজ্ঞেস করা হল যে, কোন আমলটি সর্বোত্তম? তিনি বললেন, আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ঈমান পোষণ। আবার জিজ্ঞেস করা হল, তারপর কোনটি? তিনি বললেন, আল্লাহর পথে জিহাদ। আবার জিজ্ঞেস করা হল, তারপর কোনটি? তিনি বললেন, মকবুল হজ্জ।
(হাদীসটি বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন। ইবন হিব্বানও তাঁর 'সহীহ' গ্রন্থে এটি এভাবে বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহর নিকট সর্বোত্তম আমল হচ্ছে এমন ঈমান যাতে কোন সংশয় নেই, এমন জিহাদ যাতে কোন খিয়ানত নেই আর এমন হজ্জ যাতে কোন গুনাহর সংমিশ্রণ নেই। হযরত আবূ হুরায়রা (রা.) বলেন, মাবরূর হজ্জ এক বছরের গুনাহর কাফ্ফারা হয়ে যায়।
মাবরুর ঐ হজ্জকে বলা হয় যাতে কোন গুনাহ সংঘটিত হয় না। এ প্রসঙ্গে হযরত জাবির (রা) থেকে একটি মারফু' হাদীস বর্ণিত হয়েছে। মাবরূর হজ্জের নিদর্শন হল লোকদের আপ্যায়ন করা ও নম্রভাবে কথা বলা। কারো কারো বর্ণনায় এসেছে, আপ্যায়ন ও সালামের প্রসার ঘটানো। হাদীসটি সামনেও আসবে।)
كتاب الْحَج
كتاب الْحَج
التَّرْغِيب فِي الْحَج وَالْعمْرَة وَمَا جَاءَ فِيمَن خرج يقصدهما فَمَاتَ
1685- عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ سُئِلَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَي الْعَمَل أفضل قَالَ إِيمَان بِاللَّه وَرَسُوله
قيل ثمَّ مَاذَا قَالَ الْجِهَاد فِي سَبِيل الله
قيل ثمَّ مَاذَا قَالَ حج مبرور

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم
وَرَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه وَلَفظه قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أفضل الْأَعْمَال عِنْد الله تَعَالَى إِيمَان لَا شكّ فِيهِ وغزو لَا غلُول فِيهِ وَحج مبرور
قَالَ أَبُو هُرَيْرَة حجَّة مبرورة تكفر خَطَايَا سنة
المبرور قيل هُوَ الَّذِي لَا يَقع فِيهِ مَعْصِيّة وَقد جَاءَ من حَدِيث جَابر مَرْفُوعا إِن بر الْحَج إطْعَام الطَّعَام وَطيب الْكَلَام وَعند بَعضهم إطْعَام الطَّعَام وإفشاء السَّلَام
وَسَيَأْتِي
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৬৮৬
অধ্যায়ঃ হজ্জ
অধ্যায়: হজ্জ
হজ্জ ও উমরার প্রতি উৎসাহ দান এবং এগুলো আদায় করতে বের হয়ে যারা মারা যায় তাদের প্রসঙ্গ
১৬৮৬. হযরত আবু হুরায়রা (রা) থেকেই বর্ণিত। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ ﷺ-কে বলতে শুনেছি যে, যে ব্যক্তি হজ্জ করেছে এবং কোন অশ্লীল কাজ করে নাই ও কোন গুনাহ করে নাই, সে সদ্য ভূমিষ্ঠ সন্তানের ন্যায় গুনাহ থেকে নিষ্পাপ হয়ে ফিরে আসবে।
(হাদীসটি বুখারী, মুসলিম, নাসাঈ, ইবন মাজাহ ও তিরমিযী বর্ণনা করেছেন। তবে তিরমিযী বলেছেন, তার পূর্ববর্তী সকল গুনাহ মাফ করে দেয়া হবে।)
(সংকলক হাফিয) হাদীসে উক্ত رفث (অশ্লীল) শব্দের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, এটা মূলত নারী সম্ভোগের আনুসাঙ্গিক সব কিছুই, এমন কি এ সংক্রান্ত বাক্যালাপ এবং ইশারা-ইঙ্গিতও এর অন্তর্ভুক্ত। তিনটির এবং প্রত্যেকটিই এই হাদীসের অর্থ একদল আলিমের মতানুসারে করেছেন। আল্লাহ্ ভাল জানেন।)
كتاب الْحَج
كتاب الْحَج
التَّرْغِيب فِي الْحَج وَالْعمْرَة وَمَا جَاءَ فِيمَن خرج يقصدهما فَمَاتَ
1686- وَعنهُ رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من حج فَلم يرْفث وَلم يفسق رَجَعَ من ذنُوبه كَيَوْم وَلدته أمه

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَالنَّسَائِيّ وَابْن مَاجَه وَالتِّرْمِذِيّ إِلَّا أَنه قَالَ غفر لَهُ مَا تقدم من ذَنبه
الرَّفَث بِفَتْح الرَّاء وَالْفَاء جَمِيعًا
رُوِيَ عَن ابْن عَبَّاس أَنه قَالَ الرَّفَث مَا رُوجِعَ بِهِ النِّسَاء
وَقَالَ الْأَزْهَرِي الرَّفَث كلمة جَامِعَة لكل مَا يُريدهُ الرجل من الْمَرْأَة
قَالَ الْحَافِظ الرَّفَث يُطلق وَيُرَاد بِهِ الْجِمَاع وَيُطلق وَيُرَاد بِهِ الْفُحْش وَيُطلق وَيُرَاد بِهِ خطاب الرجل الْمَرْأَة فِيمَا يتَعَلَّق بِالْجِمَاعِ وَقد نقل فِي معنى الحَدِيث كل وَاحِد من هَذِه الثَّلَاثَة عَن جمَاعَة من الْعلمَاء وَالله أعلم
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৬৮৭
অধ্যায়ঃ হজ্জ
অধ্যায়: হজ্জ
হজ্জ ও উমরার প্রতি উৎসাহ দান এবং এগুলো আদায় করতে বের হয়ে যারা মারা যায় তাদের প্রসঙ্গ
১৬৮৭. উক্ত হযরত আবু হুরায়রা (রা) থেকেই বর্ণিত যে, রাসূলুল্লাহ্ ﷺ বলেছেন: একটি উমরা অপর উমরা পর্যন্ত মধ্যবর্তী সকল গুনাহের কাফ্ফারা হয়ে যায়। আর মকবুল হজ্জের বিনিময় জান্নাত ছাড়া অন্য কিছুই হতে পারে না।
(হাদীসটি মালিক বুখারী, মুসলিম, তিরমিযী, নাসাঈ, ইবন মাজাহ ও ইস্পাহানী বর্ণনা করেছেন। ইস্পাহানী এ অংশটুকু অতিরিক্ত বর্ণনা করেনঃ কোন হাজী যখন তাসবীহ, তাহলীল ও তাকবীর পাঠ করে, তখন তাকে এর বিনিময়ে সুসংবাদ প্রদান করা হয়।)
كتاب الْحَج
كتاب الْحَج
التَّرْغِيب فِي الْحَج وَالْعمْرَة وَمَا جَاءَ فِيمَن خرج يقصدهما فَمَاتَ
1687- وَعنهُ رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ الْعمرَة إِلَى الْعمرَة كَفَّارَة لما بَينهمَا وَالْحج المبرور لَيْسَ لَهُ جَزَاء إِلَّا الْجنَّة

رَوَاهُ مَالك وَالْبُخَارِيّ وَمُسلم وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَابْن مَاجَه والأصبهاني
وَزَاد وَمَا سبح الْحَاج من تَسْبِيحَة وَلَا هلل من تَهْلِيلَة وَلَا كبر من تَكْبِيرَة إِلَّا بشر بهَا تبشيرة
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৬৮৮
অধ্যায়ঃ হজ্জ
অধ্যায়: হজ্জ
হজ্জ ও উমরার প্রতি উৎসাহ দান এবং এগুলো আদায় করতে বের হয়ে যারা মারা যায় তাদের প্রসঙ্গ
১৬৮৮. হযরত ইবন শাম্মাসা (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমরা হযরত আমর ইবনুল আস (রা)-এর নিকট তাঁর মুমূর্ষু অবস্থায় হাযির হলাম। তিনি দীর্ঘ সময় পর্যন্ত কাঁদলেন এবং বললেন, আল্লাহ্ যখন আমার অন্তরে ইসলামের প্রতি আকর্ষণ সৃষ্টি করে দিলেন তখন আমি নবী করীম ﷺ-এর নিকট আসলাম। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ্। আপনার ডান হাতটি বাড়িয়ে দিন, আমি আপনার হাতে ইসলামের বায়আত গ্রহণ করব। তিনি হাত বাড়ালেন, তখন আমি আমার হাত গুটিয়ে নিলাম। রাসূলুল্লাহ ﷺ বললেন, হে আমর। তোমার কি হল? আমি বললাম, আমি একটি শর্ত আরোপ করতে চাই। তিনি বললেন, কি শর্ত তুমি আরোপ করতে চাও? আমি বললাম, আল্লাহ যেন আমার অতীতের গুনাহসমূহ মাফ করে দেন। রাসূলুল্লাহ ﷺ তখন বললেন, হে আমর। তুমি কি অবগত নও যে, ইসলাম তার পূর্ববর্তী গুনাহসমূহ মিটিয়ে দেয়, হিজরত তার পূর্ববর্তী গুনাহসমূহ মিটিয়ে দেয় এবং হজ্জ তার পূর্ববর্তী গুনাহসমূহ মিটিয়ে দেয়?
(হাদীসটি ইবন খুযায়মা তাঁর 'সহীহ' গ্রন্থে এরূপ সংক্ষিপ্তভাবে বর্ণনা করেছেন। মুসলিম প্রমুখ মুহাদ্দিসগণ এটি আরও বিস্তারিতভাবে বর্ণনা করেন।)
كتاب الْحَج
كتاب الْحَج
التَّرْغِيب فِي الْحَج وَالْعمْرَة وَمَا جَاءَ فِيمَن خرج يقصدهما فَمَاتَ
1688- وَعَن ابْن شماسَة رَضِي الله عَنهُ قَالَ حَضَرنَا عَمْرو بن العَاصِي وَهُوَ فِي سِيَاقَة الْمَوْت فَبكى طَويلا وَقَالَ فَلَمَّا جعل الله الْإِسْلَام فِي قلبِي أتيت النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَقلت يَا رَسُول الله ابْسُطْ يَمِينك لابايعك فَبسط يَده فقبضت يَدي فَقَالَ مَا لَك يَا عَمْرو قَالَ أردْت أَن أشْتَرط
قَالَ تشْتَرط مَاذَا قَالَ أَن يغْفر لي
قَالَ أما علمت يَا عَمْرو أَن الْإِسْلَام يهدم مَا كَانَ قبله وَأَن الْهِجْرَة تهدم مَا كَانَ قبلهَا وَأَن الْحَج يهدم مَا كَانَ قبله

رَوَاهُ ابْن خُزَيْمَة فِي صَحِيحه هَكَذَا مُخْتَصرا وَرَوَاهُ مُسلم وَغَيره أطول مِنْهُ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৬৮৯
অধ্যায়ঃ হজ্জ
অধ্যায়: হজ্জ
হজ্জ ও উমরার প্রতি উৎসাহ দান এবং এগুলো আদায় করতে বের হয়ে যারা মারা যায় তাদের প্রসঙ্গ
১৬৮৯. হযরত হাসান ইবন আলী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, জনৈক ব্যক্তি নবী করীম ﷺ -এর নিকট এসে বলল, আমি ভীরু, আমি দুর্বল (তাই জিহাদে অংশগ্রহণ করার সাহস পাচ্ছি না)। রাসূলুল্লাহ ﷺ বললেন, তুমি এমন জিহাদের দিকে আস, যাতে কোন কন্টক নেই। সেটি হল হজ্জ।
(হাদীসটি তাবারানী তাঁর 'কবীর' ও 'আওসাতে' বর্ণনা করেছেন। এর সকল বর্ণনাকারী নির্ভরযোগ্য। আবদুর রাযযাকও এটি বর্ণনা করেন।)
كتاب الْحَج
كتاب الْحَج
التَّرْغِيب فِي الْحَج وَالْعمْرَة وَمَا جَاءَ فِيمَن خرج يقصدهما فَمَاتَ
1689- وَعَن الْحسن بن عَليّ رَضِي الله عَنْهُمَا قَالَ جَاءَ رجل إِلَى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ إِنِّي جبان وَإِنِّي ضَعِيف فَقَالَ هَلُمَّ إِلَى جِهَاد لَا شَوْكَة فِيهِ الْحَج

وَرَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير والأوسط وَرُوَاته ثِقَات وَأخرجه عبد الرَّزَّاق أَيْضا
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৬৯০
অধ্যায়ঃ হজ্জ
অধ্যায়: হজ্জ
হজ্জ ও উমরার প্রতি উৎসাহ দান এবং এগুলো আদায় করতে বের হয়ে যারা মারা যায় তাদের প্রসঙ্গ
১৬৯০. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ্। আমরাতো জিহাদকেই সর্বোত্তম আমল মনে করি। অতএব আমরা কি জিহাদ করব না? তিনি বললেন, তোমাদের জন্য সর্বোত্তম জিহাদ হল মকবুল হজ্জ।।
(হাদীসটি বুখারী প্রমুখ মুহাদ্দিসগণ বর্ণনা করেছেন। ইবন খুযায়মাও তাঁর 'সহীহ' গ্রন্থে এটি এভাবে বর্ণনা করেছেন: হযরত আয়েশা (রা) বলেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ্। মহিলাদের উপরও কি জিহাদের হুকুম রয়েছে? তিনি বললেন, তাদের উপরও জিহাদ রয়েছে; কিন্তু এতে কোন হাঙ্গামা নেই। এটি হল হজ্জ ও উমরা।)
كتاب الْحَج
كتاب الْحَج
التَّرْغِيب فِي الْحَج وَالْعمْرَة وَمَا جَاءَ فِيمَن خرج يقصدهما فَمَاتَ
1690- وَعَن عَائِشَة رَضِي الله عَنْهَا قَالَت قلت يَا رَسُول الله نرى الْجِهَاد أفضل
الْأَعْمَال أَفلا نجاهد فَقَالَ لَكِن أفضل الْجِهَاد حج مبرور

رَوَاهُ البُخَارِيّ وَغَيره وَابْن خُزَيْمَة فِي صَحِيحه وَلَفظه قَالَت قلت يَا رَسُول الله هَل على النِّسَاء من جِهَاد قَالَ عَلَيْهِنَّ جِهَاد لَا قتال فِيهِ الْحَج وَالْعمْرَة
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৬৯১
অধ্যায়ঃ হজ্জ
অধ্যায়: হজ্জ
হজ্জ ও উমরার প্রতি উৎসাহ দান এবং এগুলো আদায় করতে বের হয়ে যারা মারা যায় তাদের প্রসঙ্গ
১৬৯১. হযরত আবু হুরায়রা (রা) সূত্রে রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত। তিনি বলেছেন : বয়োবৃদ্ধ, দুর্বল ও মহিলাদের জিহাদ হল হজ্জ ও উমরা পালন।
(হাদীসটি নাসাঈ হাসান সনদে বর্ণনা করেছেন।)
كتاب الْحَج
كتاب الْحَج
التَّرْغِيب فِي الْحَج وَالْعمْرَة وَمَا جَاءَ فِيمَن خرج يقصدهما فَمَاتَ
1691- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ جِهَاد الْكَبِير والضعيف وَالْمَرْأَة الْحَج وَالْعمْرَة

رَوَاهُ النَّسَائِيّ بِإِسْنَاد حسن
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৬৯২
অধ্যায়ঃ হজ্জ
অধ্যায়: হজ্জ
হজ্জ ও উমরার প্রতি উৎসাহ দান এবং এগুলো আদায় করতে বের হয়ে যারা মারা যায় তাদের প্রসঙ্গ
১৬৯২. হযরত ইবন উমর (রা) সূত্রে নবী করীম ﷺ থেকে বর্ণিত যে, জিবরাঈল (আ) কর্তৃক ইসলাম সম্পর্কে জিজ্ঞাসিত হয়ে তিনি বলেছিলেন: ইসলাম হচ্ছে এই যে, তুমি একথার সাক্ষ্য দেবে যে, আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই এবং মুহাম্মদ আল্লাহর রাসূল। সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে, হজ্জ পালন করবে, উমরা আদায় করবে, অপবিত্রতার গোসল করবে, পূর্ণরূপে উযূ করবে এবং রমযানের রোযা রাখবে। জিবরাঈল বললেন, আমি যখন এগুলো করে নিব, তখন কি মুসলিম হিসেবে গণ্য হব? তিনি বললেন, হ্যাঁ। জিবরাঈল বললেন, আপনি যথার্থই বলেছেন।
(হাদীসটি ইবন খুযায়মা তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন। বুখারী, মুসলিম ইত্যাদিতেও এটি উল্লেখিত প্রেক্ষাপট ব্যতীত বর্ণিত হয়েছে।)
'সালাত' ও 'যাকাত' অধ্যায়েও ইতিপূর্বে এমন বহু সংখ্যক হাদীস বর্ণিত হয়েছে, যেগুলোতে হজ্জের ফযীলতের প্রতি অনুপ্রেরণা ও এর গুরুত্ব আলোচিত হয়েছে। আমরা এর পুনরাবৃত্তি করতে চাই না। কেউ ইচ্ছা করলে সেখানে দেখে নিতে পারবেন।
كتاب الْحَج
كتاب الْحَج
التَّرْغِيب فِي الْحَج وَالْعمْرَة وَمَا جَاءَ فِيمَن خرج يقصدهما فَمَاتَ
1692- وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي سُؤال جِبْرَائِيل عَلَيْهِ السَّلَام إِيَّاه عَن الْإِسْلَام فَقَالَ الْإِسْلَام أَن تشهد أَن لَا إِلَه إِلَّا الله وَأَن مُحَمَّدًا رَسُول الله وَأَن تقيم الصَّلَاة وتؤتي الزَّكَاة وتحج وتعتمر وتغتسل من الْجَنَابَة وَأَن تتمّ الْوضُوء وتصوم رَمَضَان
قَالَ فَإِذا فعلت ذَلِك فَأَنا مُسلم قَالَ نعم
قَالَ صدقت

رَوَاهُ ابْن خُزَيْمَة فِي صَحِيحه وَهُوَ فِي الصَّحِيحَيْنِ وَغَيرهمَا بِغَيْر هَذَا السِّيَاق
وَتقدم فِي كتاب الصَّلَاة وَالزَّكَاة أَحَادِيث كَثِيرَة تدل على فضل الْحَج وَالتَّرْغِيب فِيهِ وتأكيد وُجُوبه لم نعدها لكثرتها فَلْيُرَاجِعهَا من أَرَادَ شَيْئا من ذَلِك
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৬৯৩
অধ্যায়ঃ হজ্জ
অধ্যায়: হজ্জ
হজ্জ ও উমরার প্রতি উৎসাহ দান এবং এগুলো আদায় করতে বের হয়ে যারা মারা যায় তাদের প্রসঙ্গ
১৬৯৩. হযরত উম্মে সালামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: হজ্জ হল দুর্বলের জিহাদ।
(হাদীসটি ইবন মাজাহ আবূ জা'ফর সূত্রে উম্মে সালামা থেকে বর্ণনা করেছেন।)
كتاب الْحَج
كتاب الْحَج
التَّرْغِيب فِي الْحَج وَالْعمْرَة وَمَا جَاءَ فِيمَن خرج يقصدهما فَمَاتَ
1693- وَعَن أم سَلمَة رَضِي الله عَنْهَا قَالَت قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الْحَج جِهَاد كل ضَعِيف

رَوَاهُ ابْن مَاجَه عَن أبي جَعْفَر عَنْهَا
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৬৯৪
অধ্যায়ঃ হজ্জ
অধ্যায়: হজ্জ
হজ্জ ও উমরার প্রতি উৎসাহ দান এবং এগুলো আদায় করতে বের হয়ে যারা মারা যায় তাদের প্রসঙ্গ
১৬৯৪. হযরত আমর ইবন আবাসা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: জনৈক ব্যক্তি এসে প্রশ্ন করল, ইয়া রাসুলাল্লাহ। ইসলাম কি? তিনি বললেন, তোমার অন্তর যেন আল্লাহর নিকট আত্মসমর্পণ করে নেয় এবং মুসলমানগণ যেন তোমার জিহ্বা ও হাত থেকে নিরাপদ থাকে। সে ব্যক্তি বলল, ইসলামের কোন কাজটি সর্বোত্তম? তিনি বললেন, ঈমান। সে বলল, ঈমান কি? তিনি বললেন, তুমি আল্লাহর প্রতি তাঁর ফিরিশতাদের প্রতি, তাঁর কিতাবসমূহের প্রতি, তাঁর রাসূলদের প্রতি এবং মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি বিশ্বাস স্থাপন করবে। সে বলল, ঈমানের কোন কাজটি সর্বোত্তম? তিনি বললেন, হিজরত। সে বলল, হিজরত কি? তিনি বললেন, মন্দকে পরিহার করা। সে বলল, কোন হিজরতটি সর্বোত্তম? তিনি বললেন, জিহাদ। সে বলল, জিহাদ কি? তিনি বললেন, কাফিরদের মুখোমুখি হলে তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে। সে বলল, কোন জিহাদটি উত্তম? তিনি বললেন, যে ব্যক্তির ঘোড়াটিও মারা গেল এবং নিজেরও রক্ত প্রবাহিত হয়ে গেল। রাসূলুল্লাহ ﷺ বললেন, তারপর দু'টি আমল রয়েছে যেগুলো সকল আমলের চেয়ে উত্তম। হ্যাঁ, তবে কেউ যদি এর সমতুল্য কোন কাজ করে নেয়। এ দু'টি হল মকবুল হজ্জ ও মকবুল উমরা।
(হাদীসটি আহমদ সহীহ সনদে বর্ণনা করেছেন। এর বর্ণনাকারীগণ সহীহ গ্রন্থসমূহের বর্ণনায় নির্ভরযোগ্য প্রমাণিত। তাবারানী প্রমুখ মুহাদ্দিসগণও এটি বর্ণনা করেন। বায়হাকী এটি আবু কিলাবার মাধ্যমে জনৈক শামবাসী থেকে তাঁর পিতার সূত্রে বর্ণনা করেছেন।)
كتاب الْحَج
كتاب الْحَج
التَّرْغِيب فِي الْحَج وَالْعمْرَة وَمَا جَاءَ فِيمَن خرج يقصدهما فَمَاتَ
1694- وَعَن عَمْرو بن عبسة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رجل يَا رَسُول الله مَا الْإِسْلَام قَالَ أَن يسلم لله قَلْبك وَأَن يسلم الْمُسلمُونَ من لسَانك ويدك قَالَ فَأَي الْإِسْلَام أفضل قَالَ الْإِيمَان
قَالَ وَمَا الْإِيمَان قَالَ أَن تؤمن بِاللَّه وَمَلَائِكَته وَكتبه وَرُسُله والبعث بعد الْمَوْت
قَالَ فَأَي الْإِيمَان أفضل قَالَ الْهِجْرَة
قَالَ وَمَا الْهِجْرَة قَالَ أَن تهجر السوء
قَالَ فَأَي الْهِجْرَة أفضل قَالَ الْجِهَاد
قَالَ وَمَا الْجِهَاد قَالَ أَن تقَاتل الْكفَّار إِذا لقيتهم
قَالَ فَأَي الْجِهَاد أفضل قَالَ من عقر جَوَاده وَأُهْرِيقَ دَمه
قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ثمَّ عملان هما أفضل الْأَعْمَال إِلَّا من عمل بمثلهما حجَّة مبرورة أَو عمْرَة مبرورة

رَوَاهُ أَحْمد بِإِسْنَاد صَحِيح وَرُوَاته مُحْتَج بهم فِي الصَّحِيح وَالطَّبَرَانِيّ وَغَيره وَرَوَاهُ الْبَيْهَقِيّ عَن أبي قلَابَة عَن رجل من أهل الشَّام عَن أَبِيه
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৬৯৫
অধ্যায়ঃ হজ্জ
অধ্যায়: হজ্জ
হজ্জ ও উমরার প্রতি উৎসাহ দান এবং এগুলো আদায় করতে বের হয়ে যারা মারা যায় তাদের প্রসঙ্গ
১৬৯৫. হযরত মায়িয (রা) সূত্রে নবী করীম ﷺ থেকে বর্ণিত যে তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল, কোন আমলটি সর্বোত্তম? তিনি বলেছিলেন, এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। তারপর জিহাদ। আর মকবুল হজ্জের ফযীলত সকল আমলসমূহের উপর এরূপ, যেরূপ সূর্যের উদয়স্থল থেকে অন্তস্থল পর্যন্ত।
(হাদীসটি আহমদ ও তাবারানী বর্ণনা করেছেন। মায়িয পর্যন্ত আহমদের সকল বর্ণনাকারী সহীহ গ্রন্থসমূহের বর্ণনাকারীদের মতই। সনদে উল্লেখিত মায়িয একজন প্রসিদ্ধ সাহাবী। তাঁকে সাধারণত পিতার দিকে সম্বন্ধ যুক্ত করে উল্লেখ করা হয় না।)
كتاب الْحَج
كتاب الْحَج
التَّرْغِيب فِي الْحَج وَالْعمْرَة وَمَا جَاءَ فِيمَن خرج يقصدهما فَمَاتَ
1695- وَعَن مَاعِز رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم أَنه سُئِلَ أَي الْأَعْمَال أفضل قَالَ إِيمَان بِاللَّه وَحده ثمَّ الْجِهَاد ثمَّ حجَّة برة تفضل سَائِر الْأَعْمَال كَمَا بَين مطلع الشَّمْس إِلَى مغْرِبهَا

رَوَاهُ أَحْمد وَالطَّبَرَانِيّ ورواة أَحْمد إِلَى مَاعِز رُوَاة الصَّحِيح وماعز هَذَا صَحَابِيّ مَشْهُور غير مَنْسُوب
হাদীস নং: ১৬৯৬
অধ্যায়ঃ হজ্জ
অধ্যায়: হজ্জ
হজ্জ ও উমরার প্রতি উৎসাহ দান এবং এগুলো আদায় করতে বের হয়ে যারা মারা যায় তাদের প্রসঙ্গ
১৬৯৬. হযরত জাবির (রা) সূত্রে নবী করীম ﷺ থেকে বর্ণিত। তিনি বলেছেন: মকবুল হজ্জের বিনিময় জান্নাত ছাড়া অন্য কিছু নয়। প্রশ্ন করা হল, মকবুল হজ্জের লক্ষণ কি? তিনি বললেন, লোকদেরকে বেশি করে আপ্যায়ন করে ও সুন্দর করে কথা বলে।
(হাদীসটি আহমদ বর্ণনা করেছেন। তাবারানীও এটি 'আওসাতে' হাসান সনদে বর্ণনা করেন। ইবন খুযায়মা তাঁর 'সহীহ' গ্রন্থে এবং বায়হাকী ও হাকিম এটি সংক্ষিপ্ত আকারে বর্ণনা করেন। হাকিম বলেন, হাদীসটি সহীহ সনদ বিশিষ্ট। আহমদ ও বায়হাকীর অপর এক বর্ণনায় বলা হয়েছে। আপ্যায়ন ও সালামের বহুল প্রসার।)
كتاب الْحَج
كتاب الْحَج
التَّرْغِيب فِي الْحَج وَالْعمْرَة وَمَا جَاءَ فِيمَن خرج يقصدهما فَمَاتَ
1696- وَعَن جَابر رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ الْحَج المبرور لَيْسَ لَهُ جَزَاء إِلَّا الْجنَّة
قيل وَمَا بره قَالَ إطْعَام الطَّعَام وَطيب الْكَلَام

رَوَاهُ أَحْمد وَالطَّبَرَانِيّ فِي الْأَوْسَط بِإِسْنَاد حسن وَابْن خُزَيْمَة فِي صَحِيحه وَالْبَيْهَقِيّ وَالْحَاكِم مُخْتَصرا وَقَالَ صَحِيح الْإِسْنَاد
وَفِي رِوَايَة لِأَحْمَد وَالْبَيْهَقِيّ إطْعَام الطَّعَام وإفشاء السَّلَام
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৬৯৭
অধ্যায়ঃ হজ্জ
অধ্যায়: হজ্জ
হজ্জ ও উমরার প্রতি উৎসাহ দান এবং এগুলো আদায় করতে বের হয়ে যারা মারা যায় তাদের প্রসঙ্গ
১৬৯৭. হযরত আবদুল্লাহ ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: রাসূলুল্লাহ ﷺ বলেছেন: তোমরা একই সাথে হজ্জ ও উমরা আদায় কর। কেননা এ দু'টি দারিদ্র্য ও গুনাহকে এভাবে দূর করে দেয় যেমন কামারের অগ্নি চুল্লী লোহা, সোনা ও রূপার ময়লা দূর করে দেয়। আর মকবুল হজ্জের প্রতিদান জান্নাত ছাড়া অন্য কিছু নয়।
(হাদীসটি তিরমিযী এবং ইবন মুয্যয়মা ও ইবন হিব্বান তাঁদের 'সহীহ' গ্রন্থদ্বয়ে বর্ণনা করেছেন। তিরমিযী বলেছেন, হাদীসটি হাসান-সহীহ। ইবন মাজাহ ও বায়হাকী এটি উমর (রা)-এর হাদীস থেকে বর্ণনা করেছেন। তাঁদের বর্ণনায় হাদীসটির শেষ অংশ সোনা-রূপার ময়লা .... এ কথার উল্লেখ নেই। বায়হাকীর এক বর্ণনায় এরূপ রয়েছে: এক সাথে হজ্জ ও উমরা পালন আয়ু বৃদ্ধি করে দেয় এবং দারিদ্র্য ও গুনাহ এমনভাবে দূর করে দেয় যেমন কামারের অগ্নি চুল্লী ময়লা দূর করে দেয়।
كتاب الْحَج
كتاب الْحَج
التَّرْغِيب فِي الْحَج وَالْعمْرَة وَمَا جَاءَ فِيمَن خرج يقصدهما فَمَاتَ
1697- وَعَن عبد الله يَعْنِي ابْن مَسْعُود رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم تابعوا بَين الْحَج وَالْعمْرَة فَإِنَّهُمَا ينفيان الْفقر والذنُوب كَمَا يَنْفِي الْكِير خبث الْحَدِيد وَالذَّهَب وَالْفِضَّة وَلَيْسَ للحجة المبرورة ثَوَاب إِلَّا الْجنَّة

رَوَاهُ التِّرْمِذِيّ وَابْن خُزَيْمَة وَابْن حبَان فِي صَحِيحَيْهِمَا وَقَالَ التِّرْمِذِيّ حَدِيث حسن صَحِيح وَرَوَاهُ ابْن مَاجَه وَالْبَيْهَقِيّ من حَدِيث عمر وَلَيْسَ عِنْدهمَا وَالذَّهَب إِلَى آخِره
وَعند الْبَيْهَقِيّ فَإِن مُتَابعَة بَينهمَا يزيدان فِي الْأَجَل وينفيان الْفقر والذنُوب كَمَا يَنْفِي الْكِير الْخبث
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৬৯৮
অধ্যায়ঃ হজ্জ
অধ্যায়: হজ্জ
হজ্জ ও উমরার প্রতি উৎসাহ দান এবং এগুলো আদায় করতে বের হয়ে যারা মারা যায় তাদের প্রসঙ্গ
১৬৯৮. হযরত আবদুল্লাহ ইবন জারাদ নামক সাহাবী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ তোমরা হজ্জ পালন কর। কেননা হজ্জ গুনাহসমূহকে এভাবে ধুয়ে ফেলে যেভাবে পানি ময়লাকে ধুয়ে পরিষ্কার করে দেয়।
(হাদীসটি তাবারানী তাঁর 'আওসাতে' বর্ণনা করেছেন।)
كتاب الْحَج
كتاب الْحَج
التَّرْغِيب فِي الْحَج وَالْعمْرَة وَمَا جَاءَ فِيمَن خرج يقصدهما فَمَاتَ
1698- وَرُوِيَ عَن عبد الله بن جَراد الصَّحَابِيّ رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم حجُّوا فَإِن الْحَج يغسل الذُّنُوب كَمَا يغسل المَاء الدَّرن

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৬৯৯
অধ্যায়ঃ হজ্জ
অধ্যায়: হজ্জ
হজ্জ ও উমরার প্রতি উৎসাহ দান এবং এগুলো আদায় করতে বের হয়ে যারা মারা যায় তাদের প্রসঙ্গ
১৬৯৯. হযরত আবু মুসা (রা) সূত্রে নবী করীম ﷺ থেকে বর্ণিত। তিনি বলেছেন। একজন হাজী পরিবারের চারশত লোকের জন্য অথবা তিনি এরূপ বলেছেন : তার পরিবারের চারশ' লোকের জন্য সুপারিশ করবে এবং সে নিজে গুনাহ থেকে এভাবে বেরিয়ে আসবে, যেমন তার মা তাকে প্রসব করেছিল।
(হাদীসটি বাযযার বর্ণনা করেছেন। এর সনদে এমন একজন রাবী রয়েছেন, যার নাম উল্লেখ করা হয়নি।)
كتاب الْحَج
كتاب الْحَج
التَّرْغِيب فِي الْحَج وَالْعمْرَة وَمَا جَاءَ فِيمَن خرج يقصدهما فَمَاتَ
1699- وَعَن أبي مُوسَى رَضِي الله عَنهُ رَفعه إِلَى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ الْحَاج يشفع فِي
أَرْبَعمِائَة من أهل بَيت أَو قَالَ من أهل بَيته وَيخرج من ذنُوبه كَيَوْم وَلدته أمه

رَوَاهُ الْبَزَّار وَفِيه راو لم يسم
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৭০০
অধ্যায়ঃ হজ্জ
অধ্যায়: হজ্জ
হজ্জ ও উমরার প্রতি উৎসাহ দান এবং এগুলো আদায় করতে বের হয়ে যারা মারা যায় তাদের প্রসঙ্গ
১৭০০. হযরত ইবন উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ ﷺ -কে বলতে শুনেছি যে, কোন হাজীর উট যখন তার পা উপরে উঠায় অথবা হাত নীচে নামায়, তখন এর পরিবর্তে আল্লাহ তার জন্য একটি পুণ্য লিখে দেন অথবা তার একটি পাপ মোচন করে দেন অথবা একটি দরজা বুলন্দ করে দেন।
(হাদীসটি বায়হাকী এবং ইবন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন। পূর্ণ হাদীসটি ইনশা আল্লাহ্ সামনে আসবে।)
كتاب الْحَج
كتاب الْحَج
التَّرْغِيب فِي الْحَج وَالْعمْرَة وَمَا جَاءَ فِيمَن خرج يقصدهما فَمَاتَ
1700- وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا قَالَ سَمِعت النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم يَقُول مَا ترفع إبل الْحَاج رجلا وَلَا تضع يدا إِلَّا كتب الله لَهُ بهَا حَسَنَة
أَو محا عَنهُ سَيِّئَة أَو رفع بهَا دَرَجَة

رَوَاهُ الْبَيْهَقِيّ وَابْن حبَان فِي صَحِيحه فِي حَدِيث يَأْتِي إِن شَاءَ الله
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৭০১
অধ্যায়ঃ হজ্জ
অধ্যায়: হজ্জ
হজ্জ ও উমরার প্রতি উৎসাহ দান এবং এগুলো আদায় করতে বের হয়ে যারা মারা যায় তাদের প্রসঙ্গ
১৭০১. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ ﷺ -কে বলতে শুনেছি। যে ব্যক্তি আল্লাহর পবিত্র ঘর (কা'বা শরীফ)-এর উদ্দেশ্যে রওয়ানা হয় ও উটের উপর আরোহণ করে, তখন উটের প্রতিটি কদমে আল্লাহ্ একটি পুণ্য লিখে দেন, একটি গুনাহ মাফ করে দেন এবং একটি দরজা বুলন্দ করে দেন। অতঃপর সে যখন বায়তুল্লাহ শরীফে পৌঁছে এবং কা'বায় ও সাফা-মারওয়ার তওয়াফ করে, তারপর মাথা মুণ্ডন করে নেয় অথবা চুল ছোট করে ফেলে, তখন সে তার গুনাহ থেকে এভাবে বেরিয়ে আসে যেমন তার মা তাকে প্রসব করেছিল। অতএব আস, আমরা নূতনভাবে কাজ শুরু করি। তারপর আবু হুরায়রা (রা) পূর্ণ হাদীসটি বর্ণনা করলেন।
(হাদীসটি বায়হাকী বর্ণনা করেছেন।)
كتاب الْحَج
كتاب الْحَج
التَّرْغِيب فِي الْحَج وَالْعمْرَة وَمَا جَاءَ فِيمَن خرج يقصدهما فَمَاتَ
1701- وَرُوِيَ عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ سَمِعت أَبَا الْقَاسِم صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من جَاءَ يؤم الْبَيْت الْحَرَام فَركب بعيره فَمَا يرفع الْبَعِير خفا وَلَا يضع خفا إِلَّا كتب الله لَهُ بهَا حَسَنَة وَحط عَنهُ بهَا خَطِيئَة وَرفع لَهُ بهَا دَرَجَة حَتَّى إِذا انْتهى إِلَى الْبَيْت فَطَافَ وَطَاف بَين الصَّفَا والمروة ثمَّ حلق أَو قصر إِلَّا خرج من ذنُوبه كَيَوْم وَلدته أمه فَهَلُمَّ نستأنف الْعَمَل
فَذكر الحَدِيث

رَوَاهُ الْبَيْهَقِيّ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৭০২
অধ্যায়ঃ হজ্জ
অধ্যায়: হজ্জ
হজ্জ ও উমরার প্রতি উৎসাহ দান এবং এগুলো আদায় করতে বের হয়ে যারা মারা যায় তাদের প্রসঙ্গ
১৭০২. হযরত জাযান (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একবার হযরত ইবন আববাস (রা) অসুস্থ হয়ে পড়লেন। তিনি তার সন্তানদেরকে থেকে একত্রিত করলেন। তারপর বললেন, আমি রাসুলুল্লাহ ﷺ -কে বলতে শুনেছি এ যে বাক্তি মক্কা থেকে পায়ে হেঁটে হজ্জ করে মক্কায় ফিরে আসল, আল্লাহ তার প্রতি কদমে সাতশ' পুণ্য লিখে দিবেন। যার প্রতিটি পুণ্য হবে হরম শরীফের পুণ্য তুল্য। তাঁকে প্রশ্ন করা হল, হরম শরীফের পুণ্য কি? তিনি বললেন, প্রতিটি শূণ্য এক লক্ষ পুণ্যের সমান।
(হাদীসটি ইবন খুযায়মা তাঁর 'সহীহ' গ্রন্থে এবং হাকিম বর্ণনা করেছেন। তাঁরা উভয়েই ঈসা ইবন সাওয়াদা সূত্রে এটি বর্ণণা করেন। হাকিম বলেন, হাদীসটি সহীহ। ইবন মুযায়মা বলেন, হাদীসটি সহীহ হলেও ঈসা ইবন সওয়াদার ব্যাপারে আমার মনে খট্‌কাই থেকে যায়। হাফিয (র) বলেন, বুখারী বলেছেন, ঈসা ইবন সাওয়াদা মুনকারুল হাদীস।)
كتاب الْحَج
كتاب الْحَج
التَّرْغِيب فِي الْحَج وَالْعمْرَة وَمَا جَاءَ فِيمَن خرج يقصدهما فَمَاتَ
1702- وَعَن زَاذَان رَضِي الله عَنهُ قَالَ مرض ابْن عَبَّاس مَرضا شَدِيدا فَدَعَا وَلَده فَجَمعهُمْ فَقَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من حج من مَكَّة مَاشِيا حَتَّى يرجع إِلَى مَكَّة كتب الله لَهُ بِكُل خطْوَة سَبْعمِائة حَسَنَة كل حَسَنَة مثل حَسَنَات الْحرم
قيل لَهُ وَمَا حَسَنَات الْحرم قَالَ بِكُل حَسَنَة مائَة ألف حَسَنَة

رَوَاهُ ابْن خُزَيْمَة فِي صَحِيحه وَالْحَاكِم كِلَاهُمَا من رِوَايَة عِيسَى بن سوَادَة
وَقَالَ الْحَاكِم صَحِيح الْإِسْنَاد وَقَالَ ابْن خُزَيْمَة إِن صَحَّ الْخَبَر فَإِن فِي الْقلب من عِيسَى بن سوَادَة
قَالَ الْحَافِظ قَالَ البُخَارِيّ هُوَ مُنكر الحَدِيث
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৭০৩
অধ্যায়ঃ হজ্জ
অধ্যায়: হজ্জ
হজ্জ ও উমরার প্রতি উৎসাহ দান এবং এগুলো আদায় করতে বের হয়ে যারা মারা যায় তাদের প্রসঙ্গ
১৭০৩. হযরত ইবন আব্বাস (রা) সূত্রে নবী করীম ﷺ থেকে বর্ণিত। তিনি বলেছেন। আদম (আ) এক হাজারবার পায়ে হেঁটে ভারত থেকে বায়তুল্লাহ শরীফ এসেছেন। এর মধ্যে একবারও তিনি কোন যানবাহনে আরোহণ করেননি।
(এ হাদীসটিও ইবন খুযায়মা তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, এর একজন বর্ণনাকারী কাসিম ইবন আবদুর রহমানের ব্যাপারে আমার মনে সংশয় রয়েছে। (হাফিয বলেন) এই কাসিম ইবন আবদুর রহমান একান্তই নীচুমানের রাবী।)
كتاب الْحَج
كتاب الْحَج
التَّرْغِيب فِي الْحَج وَالْعمْرَة وَمَا جَاءَ فِيمَن خرج يقصدهما فَمَاتَ
1703- وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن آدم عَلَيْهِ السَّلَام أَتَى الْبَيْت ألف أتية لم يركب قطّ فِيهِنَّ من الْهِنْد على رجلَيْهِ

رَوَاهُ ابْن خُزَيْمَة فِي صَحِيحه أَيْضا وَقَالَ فِي الْقلب من الْقَاسِم بن عبد الرَّحْمَن
قَالَ الْحَافِظ الْقَاسِم هَذَا واه
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৭০৪
অধ্যায়ঃ হজ্জ
অধ্যায়: হজ্জ
হজ্জ ও উমরার প্রতি উৎসাহ দান এবং এগুলো আদায় করতে বের হয়ে যারা মারা যায় তাদের প্রসঙ্গ
১৭০৪. হযরত জাবির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ ﷺ বলেছেন: হজ্জ পালনকারী ও উমরা আদায়কারীগণ আল্লাহর মেহমান। আল্লাহ্ তাদেরকে ডাক দিয়েছেন, তারা সাড়া দিয়েছে। তারা আল্লাহর কাছে চেয়েছে, আল্লাহ্ তাদেরকে দিয়েছেন।
(হাদীসটি বাযযার বর্ণনা করেছেন। এর বর্ণনাকারীগণ সবাই নির্ভরযোগ্য।)
كتاب الْحَج
كتاب الْحَج
التَّرْغِيب فِي الْحَج وَالْعمْرَة وَمَا جَاءَ فِيمَن خرج يقصدهما فَمَاتَ
1704- وَعَن جَابر رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الْحجَّاج والعمار وَفد الله دعاهم فَأَجَابُوهُ وسألوه فَأَعْطَاهُمْ

رَوَاهُ الْبَزَّار وَرُوَاته ثِقَات
tahqiq

তাহকীক: