আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني

১- পবিত্রতা অর্জনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৭৫
- পবিত্রতা অর্জনের অধ্যায়
মানুষ ঘুমালে তাতে কি তার উযু নষ্ট হয়?
৭৫। যায়েদ ইবনে আসলাম (রাহঃ) থেকে বর্ণিত। উমার ইবনুল খাত্তাব (রাযিঃ) বলেন, তোমাদের কেউ শুয়ে ঘুমালে তাকে পুনরায় উযু করতে হবে।
أبواب الطهارة
بَابُ: الرَّجُلِ يَنَامُ هَلْ يُنْقِضُ ذَلِكَ وُضُوءَهُ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا زَيْدُ بْنُ أَسْلَمَ، قَالَ «إِذَا نَامَ أَحَدُكُمْ وَهُوَ مُضْطَجِعٌ فَلْيَتَوَضَّأْ» .
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৭৬
- পবিত্রতা অর্জনের অধ্যায়
মানুষ ঘুমালে তাতে কি তার উযু নষ্ট হয়?
৭৬। ইবনে উমার (রাযিঃ) বসে বসে ঘুমাতেন, কিন্তু উযু করতেন না।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা উভয় অবস্থায় ইবনে উমারের মত গ্রহণ করেছি। ইমাম আবু হানীফারও এই মত।*

* ইমাম আবু হানীফা এবং সাধারণ ফিকহবিদদের মতে, শুয়ে অথবা হেলান দিয়ে ঘুমালে উযু নষ্ট হয়। নামাযে সিজদারত অবস্থায় ঘুমালে উযু নষ্ট হয় না। কিন্তু ইমাম মালেকের মতে সিজদারত অবস্থায় ঘুমালে উযু নষ্ট হয়। শোয়াটা মূলত উযু নষ্ট হওয়ার কারণ নয়, বরং ঘুমের ঘোরে অঙ্গ-প্রত্যঙ্গের বাঁধন ঢিলা হয়ে যায়। তাই বায়ু নির্গত হওয়ার প্রবল সম্ভাবনা থাকে। এজন্য ঘুমানোকে উযু নষ্ট হওয়ার স্থলাভিষিক্ত গণ্য করা হয়েছে (অনুবাদক)।
أبواب الطهارة
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ، «أَنَّهُ كَانَ يَنَامُ وَهُوَ قَاعِدٌ فَلا يَتَوَضَّأُ» ، قَالَ مُحَمَّدٌ: وَبِقَوْلِ ابْنِ عُمَرَ فِي الْوَجْهَيْنِ جَمِيعًا نَأْخُذُ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ رَحِمَهُ اللَّهُ
tahqiq

তাহকীক: