আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني
১- পবিত্রতা অর্জনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
হাদীস নং: ৭৮
- পবিত্রতা অর্জনের অধ্যায়
রক্তপ্রদরের রোগিনী
৭৮। নবী ﷺ -এর স্ত্রী উম্মে সালামা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ -এর যুগে এক মহিলার মাসিক ঋতু শেষ হওয়ার পরও রক্তস্রাব বন্ধ হতো না। উম্মে সালামা (রাযিঃ) তার সম্পর্কে রাসূলুল্লাহ ﷺ -এর কাছে ফতোয়া জিজ্ঞেস করেন। তিনি বলেনঃ রক্তপ্রদরের রোগে আক্রান্ত হওয়ার পূর্বে এই মহিলার যতো দিন করে মাসিক ঋতু হতো, প্রতি মাসে সে ততো দিন নামায ত্যাগ করবে। অতঃপর সেই পরিমাণ সময় অতিবাহিত হলে সে সেদিকে লক্ষ্য রাখবে এবং গোসল করবে, নিজের লজ্জাস্থানে কাপড় দিয়ে পট্টি বেঁধে নিবে, অতঃপর নামায পড়বে।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এই মত গ্রহণ করেছি। রক্তপ্রদরের রোগিনী প্রত্যেক ওয়াক্ত নামাযের জন্য স্বতন্ত্রভাবে উযু করবে, রক্ত প্রবাহিত হতে থাকলে তা বন্ধ হওয়ার জন্য অপেক্ষা করবে এবং ওয়াক্তের শেষ প্রান্তে নামায পড়বে। ইমাম আবু হানীফারও এই মত ।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এই মত গ্রহণ করেছি। রক্তপ্রদরের রোগিনী প্রত্যেক ওয়াক্ত নামাযের জন্য স্বতন্ত্রভাবে উযু করবে, রক্ত প্রবাহিত হতে থাকলে তা বন্ধ হওয়ার জন্য অপেক্ষা করবে এবং ওয়াক্তের শেষ প্রান্তে নামায পড়বে। ইমাম আবু হানীফারও এই মত ।
أبواب الطهارة
بَابُ: الْمُسْتَحَاضَةِ
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا نَافِعٌ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، عَنْ أُمِّ سَلَمَةَ، زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ امْرَأَةً كَانَتْ تُهْرَاقُ الدَّمَ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَاسْتَفْتَتْ لَهَا أُمُّ سلَمَةَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «لِتَنْظُرِ اللَّيَالِيَ وَالأَيَّامَ الَّتِي كَانَتْ تَحِيضُ مِنَ الشَّهْرِ قَبْلَ أَنْ يُصِيبَهَا الَّذِي أَصَابَهَا، فَلْتَتْرُكِ الصَّلاةَ قَدْرَ ذَلِكَ مِنَ الشَّهْرِ، فَإِذَا خَلَّفَتْ ذَلِكَ، فَلْتَغْتَسِلْ ثُمَّ لِتَسْتَثْفِرْ بِثَوْبٍ فَلْتُصَلِّ» .
قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، وَتَتَوَضَّأُ لِوَقْتِ كُلِّ صَلاةٍ، وَتُصَلِّي إِلَى الْوَقْتِ الآخَرِ، وَإِنْ سَالَ دَمُهَا، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ رَحِمَهُ اللَّهُ
قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، وَتَتَوَضَّأُ لِوَقْتِ كُلِّ صَلاةٍ، وَتُصَلِّي إِلَى الْوَقْتِ الآخَرِ، وَإِنْ سَالَ دَمُهَا، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ رَحِمَهُ اللَّهُ
তাহকীক:
হাদীস নং: ৭৯
- পবিত্রতা অর্জনের অধ্যায়
রক্তপ্রদরের রোগিনী
৭৯। সুমাই (রাহঃ) থেকে বর্ণিত। আল-কা'কা' ইবনে হাকীম এবং যায়েদ ইবনে আসলাম (রাহঃ) তাকে সাঈদ ইবনুল মুসাইয়্যাবের কাছে পাঠালেন রক্তপ্রদরের রোগিনী কিভাবে গোসল করবে তা জিজ্ঞেস করার জন্য। সাঈদ (রাহঃ) বলেন, দুই তুহরের মাঝখানের দিনগুলোতে সে নিয়মিত গোসল করবে এবং প্রত্যেক নামাযের জন্য স্বতন্ত্রভাবে উযু করবে। যদি অধিক পরিমাণে রক্ত বের হয়, তবে লজ্জাস্থানে কাপড় দিয়ে পট্টি বেঁধে নিবে।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, মাসিক ঋতুর নির্দিষ্ট সময়সীমা শেষ হওয়ার পর রক্তপ্রদরের রোগিনী গোসল করবে। অতঃপর পরবর্তী হায়েযের সময় আসা পর্যন্ত প্রত্যেক ওয়াক্ত নামাযের জন্য স্বতন্ত্রভাবে উযু করবে, অতঃপর নামায পড়বে। পরবর্তী হায়েয শুরু হয়ে গেলে সে নামায ত্যাগ করবে। হায়েযের সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর পূর্বের ন্যায় গোসল করবে এবং প্রত্যেক ওয়াক্ত নামাযের জন্য স্বতন্ত্রভাবে উযু করবে, অতঃপর নামায পড়বে। রক্তপ্রদরের রোগ যতো দিন ভালো না হবে ততো দিন এই নিয়ম মেনে চলবে। ইমাম আবু হানীফা (রাহঃ) এবং আমাদের সাধারণ ফিকহবিদদের এই মত।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, মাসিক ঋতুর নির্দিষ্ট সময়সীমা শেষ হওয়ার পর রক্তপ্রদরের রোগিনী গোসল করবে। অতঃপর পরবর্তী হায়েযের সময় আসা পর্যন্ত প্রত্যেক ওয়াক্ত নামাযের জন্য স্বতন্ত্রভাবে উযু করবে, অতঃপর নামায পড়বে। পরবর্তী হায়েয শুরু হয়ে গেলে সে নামায ত্যাগ করবে। হায়েযের সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর পূর্বের ন্যায় গোসল করবে এবং প্রত্যেক ওয়াক্ত নামাযের জন্য স্বতন্ত্রভাবে উযু করবে, অতঃপর নামায পড়বে। রক্তপ্রদরের রোগ যতো দিন ভালো না হবে ততো দিন এই নিয়ম মেনে চলবে। ইমাম আবু হানীফা (রাহঃ) এবং আমাদের সাধারণ ফিকহবিদদের এই মত।
أبواب الطهارة
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا سُمَيٌّ مَوْلَى أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ الْقَعْقَاعَ بْنَ حَكِيمٍ، وَزَيْدَ بْنَ أَسْلَمَ أَرْسَلاهُ إِلَى سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ يَسْأَلُهُ عَنِ الْمُسْتَحَاضَةِ كَيْفَ تَغْتَسِلُ؟ فَقَالَ سَعِيدٌ «تَغْتَسِلُ مِنْ طُهْرٍ إِلَى طُهْرٍ، وَتَتَوَضَّأُ لِكُلِّ صَلاةٍ، فَإِنْ غَلَبَهَا الدَّمُ اسْتَثْفَرَتْ بِثَوْبٍ» .
قَالَ مُحَمَّدٌ: تَغْتَسِلُ إِذَا مَضَتْ أَيَّامُ أَقْرَائِهَا، ثُمَّ تَتَوَضَّأُ لِكُلِّ صَلاةٍ وَتُصَلِّي، حَتَّى تَأْتِيَهَا أَيَّامُ أَقْرَائِهَا، فَتَدَعُ الصَّلاةَ، فَإِذَا مَضَتْ، اغْتَسَلَتْ غُسْلا وَاحِدًا، ثُمَّ تَوَضَّأَتْ لِكُلِّ وَقْتِ صَلاةٍ وَتُصَلِّي، حَتَّى يَدْخُلَ الْوَقْتُ الآخَرُ مَا دَامَتْ تَرَى الدَّمَ، [ص:53] وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ رَحِمَهُ اللَّهُ وَالْعَامَّةِ مِنْ فُقَهَائِنَا.
قَالَ مُحَمَّدٌ: تَغْتَسِلُ إِذَا مَضَتْ أَيَّامُ أَقْرَائِهَا، ثُمَّ تَتَوَضَّأُ لِكُلِّ صَلاةٍ وَتُصَلِّي، حَتَّى تَأْتِيَهَا أَيَّامُ أَقْرَائِهَا، فَتَدَعُ الصَّلاةَ، فَإِذَا مَضَتْ، اغْتَسَلَتْ غُسْلا وَاحِدًا، ثُمَّ تَوَضَّأَتْ لِكُلِّ وَقْتِ صَلاةٍ وَتُصَلِّي، حَتَّى يَدْخُلَ الْوَقْتُ الآخَرُ مَا دَامَتْ تَرَى الدَّمَ، [ص:53] وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ رَحِمَهُ اللَّهُ وَالْعَامَّةِ مِنْ فُقَهَائِنَا.
তাহকীক:
হাদীস নং: ৮০
- পবিত্রতা অর্জনের অধ্যায়
রক্তপ্রদরের রোগিনী
৮০। উরওয়া ইবনুয যুবায়ের (রাহঃ) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, রক্তপ্রদরে আক্রান্ত রোগিনীকে প্রতি তুহরে একবার মাত্র গোসল করতে হবে (প্রতিদিন গোসল করা তার জন্য বাধ্যতামূলক নয়), অতঃপর প্রতি ওয়াক্ত নামাযের জন্য নতুনভাবে উযু করবে।
أبواب الطهارة
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: «لَيْسَ عَلَى الْمُسْتَحَاضَةِ أَنْ تَغْتَسِلَ إِلا غُسْلا وَاحِدًا، ثُمَّ تتَوَضَّأُ بَعْدَ ذَلِكَ لِلصَّلاةِ» .
তাহকীক: