আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني
২- নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ১৩৬
- নামাযের অধ্যায়
সশব্দে কিরাআত পাঠ করা এবং তা মুস্তাহাব হওয়া সম্পর্কে।
১৩৬। ইমাম মালেক (রাহঃ) থেকে তার চাচা আবু সুহাইলের সূত্রে বর্ণিত। তার পিতা (মালেক ইবনে আবু আমের আল-আসবাহী) বলেছেন যে, হযরত উমার ইবনুল খাত্তাব (রাযিঃ) এতোটা শব্দ করে নামাযের কিরাআত পড়তেন যে, তা তিনি আবু জাহম (রাযিঃ)-র ঘরের নিকট থেকে শুনতে পেতেন।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, যেসব নামাযে সশব্দে কিরাআত পড়ার নিয়ম আছে, তাতে সশব্দে কিরাআত পড়াই উত্তম, যদি সেভাবে পড়তে কষ্ট না হয়।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, যেসব নামাযে সশব্দে কিরাআত পড়ার নিয়ম আছে, তাতে সশব্দে কিরাআত পড়াই উত্তম, যদি সেভাবে পড়তে কষ্ট না হয়।
أبواب الصلاة
بَابُ: الْجَهْرِ فِي الْقِرَاءَةِ فِي الصَّلاةِ وَمَا يُسْتَحَبُّ مِنْ ذَلِكَ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنِي عَمِّي أَبُو سُهَيْلٍ، أَنْ أَبَاهُ أَخْبَرَهُ , «أَنْ عُمَرَ بْنَ الْخَطَّابِ كَانَ يَجْهَرُ بِالْقِرَاءَةِ فِي الصَّلاةِ، وَأَنَّهُ كَانَ يَسْمَعُ قِرَاءَةَ عُمَرَ بْنَ الْخَطَّابِ عِنْدَ دَارِ أَبِي جَهْمٍ» , قَالَ مُحَمَّدٌ: الْجَهْرُ بِالْقِرَاءَةِ فِي الصَّلاةِ فِيمَا يَجْهَرُ فِيهِ بِالْقِرَاءَةِ حَسَنٌ، مَا لَمْ يُجْهِدِ الرَّجُلُ نَفْسَهُ

তাহকীক: