আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني

২- নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১৭৪
- নামাযের অধ্যায়
আল-কুরআনের ফযীলাত এবং আল্লাহর যিকির করা মুস্তাহাব।
১৭৪। আবু সাঈদ আল-খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি এক ব্যক্তিকে (কাতাদা ইবনে নুমানকে) রাতে বারবার সূরা ইখলাস পড়তে শুনলেন। ভোর হলে তিনি তা নবী ﷺ -এর কাছে বর্ণনা করলেন। তিনি যেন সূরাটিকে যৎসামান্য মনে করলেন। নবী ﷺ বললেনঃ “সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ! এই সূরা এক-তৃতীয়াংশ কুরআনের সমতুল্য”।
أبواب الصلاة
بَابُ: فَضْلِ الْقُرْآنِ وَمَا يُستَحَبٌّ مِنْ ذِكْرِ اللَّهِ عَزَّ وَجَلَّ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي صَعْصَعَةَ، عَنْ أَبِيهِ، أَنَّهُ أَخْبَرَهُ , عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، " أَنَّهُ سَمِعَ رَجُلا مِنَ اللَّيْلِ يَقْرَأُ: قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ يُرَدِّدُهَا، فَلَمَّا أَصْبَحَ حَدَّثَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَأَنَّ الرَّجُلَ يُقَلِّلُهَا، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: وَالَّذِي نَفْسِي بِيَدَهِ إِنَّهَا لَتَعْدِلُ ثُلُثَ الْقُرْآنِ "
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৭৫
- নামাযের অধ্যায়
আল-কুরআনের ফযীলাত এবং আল্লাহর যিকির করা মুস্তাহাব।
১৭৫। সাঈদ ইবনুল মুসাইয়্যাব (রাহঃ) বলেন, মুআয ইবনে জাবাল (রাযিঃ) বলেছেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর যিকিরে মশগুল থাকা আমার কাছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘোড়ার পিঠে সওয়ার হয়ে জিহাদে মশগুল থাকার চেয়ে অধিক প্রিয়।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, সর্বাবস্থায় আল্লাহর যিকির উত্তম।
أبواب الصلاة
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، قَالَ: سَمِعْتُ سَعِيدَ بْنَ الْمُسَيِّبِ، يَقُولُ: قَالَ مُعَاذُ بْنُ جَبَلٍ: «لأَنْ أَذْكُرَ اللَّهَ مِنْ بُكْرَةٍ إِلَى اللَّيْلِ أَحَبُّ إِلَيَّ مِنْ أَنْ أَحْمِلَ عَلَى جِيَادِ الْخَيْلِ مِنْ بُكْرَةٍ حَتَّى اللَّيْلِ» .
قَالَ مُحَمَّدٌ: ذِكْرُ اللَّهِ حَسَنٌ عَلَى كُلِّ حَالٍ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৭৬
- নামাযের অধ্যায়
আল-কুরআনের ফযীলাত এবং আল্লাহর যিকির করা মুস্তাহাব।
১৭৬। ইবনে উমার (রাযিঃ) থেকে বর্ণিত। নবী ﷺ বলেনঃ কুরআনের অধিকারী ব্যক্তির দৃষ্টান্ত হচ্ছে রশি দিয়ে বাঁধা উটের ন্যায়। যদি তা বাঁধা থাকে তবে বসে থাকে, আর ছেড়ে দিলে পলায়ন করে।
أبواب الصلاة
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ، أَنّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّمَا مَثَلُ صَاحِبِ الْقُرْآنِ كَمَثَلِ صَاحِبِ الإِبِلِ الْمُعَلَّقَةِ، إِنْ عَاهَدَ عَلَيْهَا أَمْسَكَهَا وَإِنْ أَطْلَقَهَا ذَهَبَتْ»
tahqiq

তাহকীক: