আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني

২- নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ২২২
- নামাযের অধ্যায়
কোন ব্যক্তির নামায এবং আহার একই সময়ে উপস্থিত হলে সে কোনটি প্রথমে করবে?
২২২। নাফে (রাহঃ) বলেন, আব্দুল্লাহ ইবনে উমার (রাযিঃ)-র সামনে আহার পরিবেশন করার পর তিনি মসজিদে ইমামের কিরাআতের শব্দ শুনতে পেলে তাড়াহুড়া করে আহার করতেন না, বরং ধীরে সুস্থে আহার শেষ করতেন।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, এতে আপত্তির কিছু নেই। তবে নামাযের সময় খাবার শুরু করা আমাদের কাছে পছন্দনীয় নয়, বরং নামায শুরু হওয়ার পূর্বেই আহার সেরে নিবে।
أبواب الصلاة
بَابُ: الرَّجُلِ تَحْضُرُهُ الصَّلاةُ وَالطَّعَامُ بِأَيِّهِمَا يَبْدَأُ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّهُ كَانَ يُقَرَّبُ إِلَيْهِ الطَّعَامُ، فَيَسْمَعُ قِرَاءَةَ الإِمَامِ وَهُوَ فِي بَيْتِهِ، فَلا يَعْجَلُ عَنْ طَعَامِهِ حَتَّى يَقْضِيَ مِنْهُ حَاجَتَهُ ".
قَالَ مُحَمَّدٌ: لا نَرَى بِهَذَا بَأْسًا، وَنُحِبُّ أَنْ لا نَتَوَخَّى تِلْكَ السَّاعَةَ
tahqiq

তাহকীক: