আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني

৩- জানাযা-কাফন-দাফন সম্পর্কিত অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৩১০
- জানাযা-কাফন-দাফন সম্পর্কিত অধ্যায়
লাশ নিয়ে যেতে দেখে দাঁড়ানো।
৩১০। আলী ইবনে আবু তালিব (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ লাশ নিয়ে যেতে দেখে দাঁড়িয়ে যেতেন। পরে তিনি এরূপ করা ত্যাগ করেন।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এই হাদীসের উপর আমল করি। লাশ নিয়ে যেতে দেখে দাঁড়ানোর কোন প্রয়োজন নেই। ইসলামের প্রাথমিক পর্যায়ে দাঁড়ানোর নিয়ম ছিল, পরে তা পরিত্যক্ত হয়। ইমাম আবু হানীফারও এই মত।
أبواب الجنائز
بَابُ: الْقِيَامِ لِلْجِنَازَةِ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ وَاقِدِ بْنِ سَعْدِ بْنِ مُعَاذٍ الأَنْصَارِيِّ، عَنْ نَافِعِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعَمٍ، عَنْ مُعَوِّذِ بْنِ الْحَكَمِ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «كَانَ يَقُومُ فِي الْجِنَازَةِ، ثُمَّ يَجْلِسُ بَعْدُ» ، قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا لا نَرَى الْقِيَامَ لِلْجَنَائِزِ، كَانَ هَذَا شَيْئًا فَتُرِكَ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ رَحِمَهُ اللَّهُ
tahqiq

তাহকীক: