আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني
৪- যাকাতের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ৩৪৪
- যাকাতের অধ্যায়
রোযার ফিতরা সম্পর্কে।
৩৪৪ । নাফে (রাহঃ) বলেন, ইবনে উমার (রাযিঃ) ঈদের দুই-তিন দিন আগেই রোযার ফিতরা যার কাছে স্তূপীকৃত হয় তার নিকট পাঠিয়ে দিতেন।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরাও এই মত গ্রহণ করেছি। ঈদের মাঠে যাওয়ার পূর্বেই ফিতরা আদায় করা অতি উত্তম কাজ। ইমাম আবু হানীফারও এই মত।**
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরাও এই মত গ্রহণ করেছি। ঈদের মাঠে যাওয়ার পূর্বেই ফিতরা আদায় করা অতি উত্তম কাজ। ইমাম আবু হানীফারও এই মত।**
كتاب الزكاة
بَابُ: زَكَاةِ الْفِطْرِ
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا نَافِعٌ، أَنَّ ابْنَ عُمَرَ كَانَ يَبْعَثُ بِزَكَاةِ الْفِطْرِ إِلَى الَّذِي تُجْمَعُ عِنْدَهُ قَبْلَ الْفِطْرِ بِيَوْمَيْنِ، أَوْ ثَلاثَةٍ "،قَالَ مُحَمَّدٌ رَحِمَهُ اللَّهُ: وَبِهَذَا نَأْخُذُ، يُعْجِبُنَا تَعْجِيلُ زَكَاةِ الْفِطْرِ قَبْلَ أَنْ يَخْرُجَ الرَّجُلُ إِلَى الْمُصَلَّى، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ رَحِمَهُ اللَّهُ
তাহকীক: