আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني
৫- রোযার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
হাদীস নং: ৩৫৫
- রোযার অধ্যায়
রোযা অবস্থায় রক্তমোক্ষণ করানো।
৩৫৫। নাফে (রাহঃ) বলেন, ইবনে উমার (রাযিঃ) রোযা অবস্থায় রক্তমোক্ষণ করাতেন। অতঃপর তিনি সূর্যাস্তের পর রক্তমোক্ষণ করাতেন।
أبواب الصيام
بَابُ: الْحِجَامَةِ لِلصَّائِمِ
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا نَافِعٌ، أَنَّ ابْنَ عُمَرَ كَانَ يَحْتَجِمُ وَهُوَ صَائِمٌ، ثُمَّ إِنَّهُ كَانَ يَحْتَجِمُ بَعْدَ مَا تَغْرُبُ الشَّمْسُ "
তাহকীক:
হাদীস নং: ৩৫৬
- রোযার অধ্যায়
রোযা অবস্থায় রক্তমোক্ষণ করানো।
৩৫৬। যুরহী (রাহঃ) থেকে বর্ণিত। সাদ ইবনে আবু ওয়াক্কাস (রাযিঃ) এবং ইবনে উমার (রাযিঃ) রোযা অবস্থায় রক্তমোক্ষণ করাতেন। ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, রোযা অবস্থায় রক্তমোক্ষণ করানোয় কোন দোষ নেই। কিন্তু দুর্বল হয়ে পড়ার আশংকা থাকলে তা মাকরূহ। দুর্বল হয়ে পড়ার আশংকা না থাকলে শিঙ্গা লাগানোয় কোন দোষ নেই। ইমাম আবু হানীফারও এই মত।
أبواب الصيام
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا الزُّهْرِيُّ، أَنَّ سَعْدًا، وَابْنَ عُمَرَ، كَانَا «يَحْتَجِمَانِ وَهُمَا صَائِمَانِ» ، قَالَ مُحَمَّدٌ: لا بَأْسَ بِالْحِجَامَةِ لِلصَّائِمِ، وَإِنَّمَا كُرِهَتْ مِنْ أَجْلِ الضَّعْفِ، فَإِذَا أُمِنَ ذَلِكَ، فَلا بَأْسَ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ رَحِمَهُ اللَّهُ
তাহকীক:
হাদীস নং: ৩৫৭
- রোযার অধ্যায়
রোযা অবস্থায় রক্তমোক্ষণ করানো।
৩৫৭। হিশাম ইবনে উরওয়া (রাহঃ) বলেন, আমি আমার পিতাকে রোযা অবস্থায় রক্তমোক্ষণ করাতে দেখেছি।**
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমাদেরও এই মত এবং ইমাম আবু হানীফারও এই মত।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমাদেরও এই মত এবং ইমাম আবু হানীফারও এই মত।
أبواب الصيام
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، قَالَ: مَا رَأَيْتُ أَبِي قَطُّ احْتَجَمَ، إِلا وَهُوَ صَائِمٌ "، قَالَ مُحَمَّدٌ: وَبِهِ نَأْخُذُ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ رَحِمَهُ اللَّهُ تَعَالَى
তাহকীক: