আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني
৫- রোযার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ৩৬৭
- রোযার অধ্যায়
সাওমে বিসাল।**
৩৬৭ । আব্দুল্লাহ ইবনে উমার (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ সাওমে বিসাল করতে নিষেধ করেছেন। তাঁকে বলা হলো, নিশ্চয় আপনি এই ধরনের রোযা রাখেন? তিনি বলেনঃ "আমার অবস্থা তোমাদের মতো নয়। (আল্লাহ্ তরফ থেকে) আমাকে পানাহার করানো হয়"।
أبواب الصيام
بَابُ: الْوِصَالِ فِي الصِّيَامِ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا نَافِعٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «نَهَى عَنِ الْوِصَالِ» ، فَقِيلَ لَهُ: إِنَّكَ تُوَاصِلُ، قَالَ: «إِنِّي لَسْتُ كَهَيْئَتِكُمْ إِنِّي أُطْعَمُ، وَأُسْقَى»
তাহকীক: