আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني

৫- রোযার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৩৬৯
- রোযার অধ্যায়
আরাফাতের দিন রোযা রাখা।
৩৬৯ । হারিস-কন্যা উম্মুল ফাদল (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ আরাফাতের দিন রোযা রেখেছেন কিনা তা নিয়ে লোকে সন্দেহ করছিল। একদল বললো, তিনি রোযা আছেন। অপর দল বললো, তিনি রোযা রাখেননি। ব্যাপারটি যাচাই করার জন্য উম্মুল ফাদল (রাযিঃ) তাঁর কাছে এক পেয়ালা দুধ পাঠান। তিনি তখন আরাফাতের ময়দানে অবস্থান করছিলেন। তিনি দুধ পান করলেন।**
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আরাফাতে অবস্থানের দিন ইচ্ছা করলে রোযা রাখাও যায়, আবার নাও রাখা যায়। কেননা এটা নফল রোযা। কোন ব্যক্তি এদিন রোযা রাখলে দুর্বল হয়ে পড়ার আশংকা থাকলে এবং দোয়া কামাল পড়ায় বিঘ্ন সৃষ্টি হলে রোযা না রাখাই উত্তম।
أبواب الصيام
بَابُ: صَوْمِ يَوْمِ عَرَفَةَ
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا سَالِمٌ أَبُو النَّضْرِ، عَنْ عُمَيْرٍ مَوْلَى ابْنِ عَبَّاسٍ، عَنْ أُمِّ الْفَضْلِ ابْنَةِ الْحَارِثِ، " أَنَّ نَاسًا تَمَارَوْا فِي صَوْمِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ عَرَفَةَ، فَقَالَ بَعْضُهُمْ: صَائِمٌ، وَقَالَ آخَرُونَ: لَيْسَ بِصَائِمٍ، فَأَرْسَلَتْ أُمُّ الْفَضْلِ بِقَدَحٍ مِنْ لَبَنٍ وَهُوَ وَاقِفٌ بِعَرَفَةَ فَشَرِبَهُ "، قَالَ مُحَمَّدٌ: مَنْ شَاءَ صَامَ يَوْمَ عَرَفَةَ، وَمَنْ شَاءَ أَفْطَرَ، إِنَّمَا صَوْمُهُ تَطَوُّعٌ، فَإِنْ كَانَ إِذَا صَامَهُ يُضْعِفُهُ ذَلِكَ عَنِ الدُّعَاءِ فِي ذَلِكَ الْيَوْمِ، فَالإِفْطَارُ أَفْضَلُ مِنَ الصَّوْم
tahqiq

তাহকীক: