আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني

৭- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৫৩৩
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
যে জিনিস মুহর প্রদান বাধ্যতামূলক করে ।
৫৩৩। যায়েদ ইবনে ছাবিত (রাযিঃ) বলেন, কোন ব্যক্তি যখন তার স্ত্রীর কাছে যায় এবং সতর খুলে দেয়া হয় (নির্জনবাস হয়), তখন মুহর ওয়াজিব হয়ে যায়।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমাদেরও এই মত। ইমাম আবু হানীফা (রাহঃ) এবং আমাদের সকল ফিকহবিদেরও এই মত। ইমাম মালেক (রাহঃ) বলেন, এরপর যদি তাকে তালাক দেয়া হয়, তাহলে স্ত্রী অর্ধ-মুহর পাবে। অবশ্য সে যদি স্বামীর কাছে অনেকক্ষণ অবস্থান করে অথবা স্বামী যদি তার সাথে সহবাস করে তবে সে পূর্ণ মুহর পাবে।
كتاب النكاح
بَابُ: مَا يُوجِبُ الصَّدَاقَ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا ابْنُ شِهَابٍ، عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ، قَالَ: «إِذَا دَخَلَ الرَّجُلُ بِامْرَأَتِهِ، وَأُرْخِيَتِ السُّتُورُ فَقَدْ وَجَبَ الصَّدَاقُ» ، قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، وَالْعَامَّةِ مِنْ فُقَهَائِنَا، وَقَالَ مَالِكُ بْنُ أَنَسٍ: إِنْ طَلَّقَهَا بَعْدَ ذَلِكَ لَمْ يَكُنْ لَهَا إِلا نِصْفُ الْمَهْرِ إِلا أَنْ يَطُولَ مُكْثُهَا وَيَتَلَذَّذُ مِنْهَا فَيَجِبُ الصَّدَاقُ
tahqiq

তাহকীক: