আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني

৭- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৫৪১
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
বাকেরা মেয়ের কাছ থেকে অনুমতি নেয়ার বর্ণনা।
৫৪১। ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেনঃ আয়্যিম তার নিজের বিবাহের ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে নিজের অভিভাবকের চেয়ে অধিক হকদার। বাকেরাকে বিবাহ দিতে হলে তার অনুমতি নিতে হবে। তার নীরবতাই তার সম্মতি।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এ হাদীস অনুযায়ী আমল করি। ইমাম আবু হানীফা (রাহঃ)-রও এই মত । এক্ষেত্রে পিতা বর্তমান থাক বা না থাক, সব মেয়েই সমান ।
كتاب النكاح
بَابُ: الْبِكْرِ تُسْتَأْمَرُ فِي نَفْسِهَا
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْفَضْلِ، عَنْ نَافِعِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الأَيِّمُ أَحَقُّ بِنَفْسِهَا مِنْ وَلِيِّهَا، وَالْبِكْرُ تُسْتَأْمَرُ فِي نَفْسِهَا، وَإِذْنُهَا صُمَاتُهَا» ، قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، وَذَاتُ الأَبِ وَغَيْرِ الأَبِ فِي ذَلِكَ سَوَاءٌ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫৪২
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
বাকেরা মেয়ের কাছ থেকে অনুমতি নেয়ার বর্ণনা।
৫৪২। সাঈদ ইবনুল মুসাইয়্যাব (রাহঃ) বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ বাকেরা মেয়েদের বিবাহ দিতে হলে এ ব্যাপারে তাদের সম্মতি নিতে হবে, তাদের পিতা বর্তমান থাক বা না থাক।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এ হাদীস অনুযায়ী আমল করি।
كتاب النكاح
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا قَيْسُ بْنُ الرَّبِيعِ الأَسَدِيُّ، عَنْ عَبْدِ الْكَرِيمِ الْجَزَرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تُسْتَأْذَنُ الأَبْكَارُ فِي أَنْفُسِهِنَّ ذَوَاتِ الأَبِ وَغَيْرِ الأَبِ» ، قَالَ مُحَمَّدٌ: فَبِهَذَا نَأْخُذُ
tahqiq

তাহকীক: