আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني

৮- তালাক ও আনুষঙ্গিক অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৬১৫
- তালাক ও আনুষঙ্গিক অধ্যায়
রক্তপ্রদর রোগিনীর ইদ্দাত ।
৬১৫। ইবনে শিহাব (রাহঃ) থেকে বর্ণিত। সাঈদ ইবনুল মুসাইয়্যাব (রাহঃ) বলেন, রক্তপ্রদর রোগিনীর ইদ্দাতকাল এক বছর।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমাদের মতে প্রসিদ্ধ কথা হচ্ছে, এই রোগে আক্রান্ত হওয়ার পূর্বে যে নিয়মে তার হায়েয হতো, এখানে অনুরূপ মেয়াদ বিবেচনা করতে হবে। ইবরাহীম নাখঈ এবং অপরাপর ফিকহবিদ এ কথাই বলেছেন। আমরা এ মতের উপর আমল করি । ইমাম আবু হানীফা (রাহঃ) এবং অধিকাংশ ফিকহবিদের এই মত। সত্য ঘটনা এই নয় কি যে, ঐ মহিলা নামাযের বেলায় উপরোক্ত নিয়মে হায়েযের সময় গণনা করে থাকে এবং নামায ছেড়ে দিয়ে থাকে? অনুরূপভাবে সে ঐ নিয়মেই ইদ্দাত পালন করবে। তিন হায়েয পরিমাণ সময় অতিবাহিত হলে সে বিচ্ছিন্ন হয়ে যাবে – তা এক বছরের কম হোক আর বেশীই হোক।
كتاب الطلاق
بَابُ: عِدَّةِ الْمُسْتَحَاضَةِ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا ابْنُ شِهَابٍ، أَنَّ سَعِيدَ بْنَ الْمُسَيِّبِ، قَالَ: عِدَّةُ الْمُسْتَحَاضَةِ سَنَةٌ، قَالَ مُحَمَّدٌ: الْمَعْرُوفُ عِنْدَنَا أَنَّ عِدَّتَهَا عَلَى أَقْرَائِهَا الَّتِي كَانَتْ تَجْلِسُ فِيمَا مَضَى، وَكَذَلِكَ قَالَ إِبْرَاهِيمُ النَّخَعِيُّ وَغَيْرُهُ مِنَ الْفُقَهَاءِ، وَبِهِ نَأْخُذُ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ وَالْعَامَّةِ مِنْ فُقَهَائِنَا، أَلا تَرَى أَنَّهَا تَتْرُكُ الصَّلاةَ أَيَّامَ أَقْرَائِهَا الَّتِي كَانَتْ تَجْلِسُ لأَنَّهَا فِيهِنَّ حَائِضٌ؟ فَكَذَلِكَ تَعْتَدُّ بِهِنَّ، فَإِذَا مَضَتْ ثَلاثَةُ قُرُوءٍ مِنْهُنَّ بَانَتْ إِنْ كَانَ ذَلِكَ أَقَلَّ مِنْ سَنَةٍ، أَوْ أَكْثَرَ
tahqiq

তাহকীক: