আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني

১৩- উত্তরাধিকার সম্পত্তির অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৭২৮
- উত্তরাধিকার সম্পত্তির অধ্যায়
নবী ﷺ -এর কি কেউ ওয়ারিস হবে?
৭২৮। আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেনঃ আমার পরিত্যক্ত সম্পত্তি দীনার দীনার করে বণ্টিত হবে না। আমার স্ত্রীদের ভরণ-পোষণ এবং আমার কর্মচারীদের বেতন দেয়ার পর যা অবশিষ্ট থাকবে তা সদাকা হিসাবে গণ্য হবে।
كتاب الفرائض
بَابُ: النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هَلْ يُورَثُ؟
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا أَبُو الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لا تَقْسِمُ وَرَثَتِي دِينَارًا، مَا تَرَكْتُ بَعْدَ نَفَقَةِ نِسَائِي وَمَئُونَةِ عَامِلِي فَهُوَ صَدَقَةٌ»
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৭২৯
- উত্তরাধিকার সম্পত্তির অধ্যায়
নবী ﷺ -এর কি কেউ ওয়ারিস হবে?
৭২৯। নবী (ﷺ)-এর স্ত্রী আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ -এর ইন্তেকালের পর তাঁর স্ত্রীগণ তাঁর পরিত্যক্ত সম্পত্তিতে নিজেদের প্রাপ্য অংশ দাবি করার জন্য উছমান ইবনে আফ্ফান (রাযিঃ)-কে আবু বাকর সিদ্দীক (রাযিঃ)-র কাছে পাঠাবার ইচ্ছা করলেন। আয়েশা (রাযিঃ) তাদের বলেন, রাসূলুল্লাহ ﷺ কি বলেননিঃ “কেউ আমাদের (নবীদের) ওয়ারিস হবে না, আমরা যা রেখে যাবো তা সদাকা হিসাবে গণ্য হবে” (এবং তা দান-খয়রাত করে দিতে হবে)?
كتاب الفرائض
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا ابْنُ شِهَابٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّ نِسَاءَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ مَاتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرَدْنَ أَنْ يَبْعَثْنَ عُثْمَانَ بْنَ عَفَّانَ إِلَى أَبِي بَكْرٍ يَسْأَلْنَ مِيرَاثَهُنَّ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ لَهُنَّ عَائِشَةُ: أَلَيْسَ قَدْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لا نُورَثُ، مَا تَرَكْنَا صَدَقَةٌ»
tahqiq

তাহকীক: