আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني

১৩- উত্তরাধিকার সম্পত্তির অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৭৩৬
- উত্তরাধিকার সম্পত্তির অধ্যায়
ওসিয়াত করার ফযীলাত ।
৭৩৬। আব্দুল্লাহ ইবনে উমার (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেনঃ যে মুসলমানের কাছে এমন মাল আছে যাতে ওসিয়াত করা যেতে পারে, তার নিজের কাছে এর ওসিয়াতনামা লিখে না রেখে দুই রাত অতিবাহিত করারও তার অধিকার নেই (বুখারী, মুসলিম, তিরমিযী)। ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এ হাদীস অনুযায়ী আমল করি। ওসিয়াতনামা লিখে রাখা বা ওসিয়াত করা খুবই উত্তম কাজ।
كتاب الفرائض
فَصْلُ الْوَصِيَّةِ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا نَافِعٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَا حَقُّ امْرِئٍ مُسْلِمٍ لَهُ شَيْءٌ يُوصِي فِيهِ يَبِيتُ لَيْلَتَيْنِ إِلا وَوَصِيَّتُهُ عِنْدَهُ مَكْتُوبَةٌ» ، قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، هَذَا حَسَنٌ جَمِيلٌ