আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني

১৪- শপথ ও মান্নতের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৭৫৩
- শপথ ও মান্নতের অধ্যায়
পাপকাজ করার শপথ করলে অথবা মানত করলে তার ফলাফল।
৭৫৩। আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। নবী ﷺ বলেনঃ যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করার মানত করেছে সে যেন তা পূর্ণ করে। আর যে ব্যক্তি আল্লাহর নাফরমানী করার মানত করেছে, সে যেন তার বিরোধিতা করে (মানত পূর্ণ করবে না)।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এই হাদীস অনুযায়ী আমল করি। কোন ব্যক্তি আল্লাহর নাফরমানীমূলক কাজ করার মানত করলে এবং তা সুনির্দিষ্ট করে না বললে, সে আল্লাহর আনুগত্যমূলক কাজ করবে এবং শপথের কাফ্ফারা আদায় করবে। ইমাম আবু হানীফারও এই মত।
كتاب الأيمان والنذر
بَابُ: مَنْ حَلَفَ أَوْ نَذَرَ فِي مَعْصِيَةٍ
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا طَلْحَةُ بْنُ عَبْدِ الْمَلِكِ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ نَذَرَ أَنْ يُطِيعَ اللَّهَ فَلْيُطِعْهُ، وَمَنْ نَذَرَ أَنْ يَعْصِيَهُ فَلا يَعْصِهِ» ، قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، مَنْ نَذَرَ نَذْرًا فِي مَعْصِيَةٍ، وَلَمْ يُسَمِّ، فَلْيُطِعِ اللَّهَ، وَلْيُكَفِّرْ عَنْ يَمِينِهِ.
وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৭৫৪
- শপথ ও মান্নতের অধ্যায়
পাপকাজ করার শপথ করলে অথবা মানত করলে তার ফলাফল।
৭৫৪। ইয়াহ্ইয়া ইবনে সাঈদ (রাহঃ) বলেন, আমি কাসিম ইবনে মুহাম্মাদকে বলতে শুনেছি, এক মহিলা ইবনে আব্বাস (রাযিঃ)-র কাছে এসে বললো, আমি আমার ছেলেকে যবেহ করার মানত করেছি। তিনি বলেন, তুমি তোমার ছেলেকে যবেহ করো না এবং তোমার শপথের কাফ্ফারা আদায় করো। ইবনে আব্বাস (রাযিঃ)-র নিকট বসা এক প্রবীণ ব্যক্তি বললো, কিভাবে এর কাফ্ফারা হবে? ইবনে আব্বাস (রাযিঃ) বলেন, তুমি কি দেখছো না, আল্লাহ তাআলা বলেনঃ “যারা নিজেদের স্ত্রীদের সাথে যিহার করে...." এবং এক্ষেত্রেও তিনি কাফ্ফারা ধার্য করেছেন? (অর্থাৎ যিহার তো একটি পাপকাজ, কিন্তু তাতেও কাফ্ফারার ব্যবস্থা করা হয়েছে)।
كتاب الأيمان والنذر
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنِي يَحْيَى بْنُ سَعِيدٍ، قَالَ: سَمِعْتُ الْقَاسِمَ بْنَ مُحَمَّدٍ، يَقُولُ: أَتَتِ امْرَأَةٌ إِلَى ابْنِ عَبَّاسٍ، فَقَالَتْ: إِنِّي نَذَرْتُ أَنْ أَنْحَرَ ابْنِي، فَقَالَ: لا تَنْحَرِي ابْنَكِ، وَكَفِّرِي عَنْ يَمِينِكِ، فَقَالَ شَيْخٌ عِنْدَ ابْنِ عَبَّاسٍ جَالِسٌ: كَيْفَ يَكُونُ فِي هَذَا كَفَّارَةٌ؟ قَالَ ابْنُ عَبَّاسٍ: أَرَأَيْتَ أَنَّ اللَّهَ تَعَالَى، قَالَ: {وَالَّذِينَ يُظَاهِرُونَ مِنْ نِسَائِهِمْ} [المجادلة: 3] ، ثُمَّ جَعَلَ فِيهِ مِنَ الْكَفَّارَةِ مَا قَدْ رَأَيْتَ؟ ، قَالَ مُحَمَّدٌ: وَبِقَوْلِ ابْنِ عَبَّاسٍ نَأْخُذُ، وَهَذَا مِمَّا وَصَفْتُ لَكَ أَنَّهُ مَنْ حَلَفَ، أَوْ نَذَرَ نَذْرًا فِي مَعْصِيَةٍ، فَلا يَعْصِيَنَّ، وَلْيُكَفِّرَنَّ، عَنْ يَمِينِهِ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৭৫৫
- শপথ ও মান্নতের অধ্যায়
পাপকাজ করার শপথ করলে অথবা মানত করলে তার ফলাফল।
৭৫৫। আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেনঃ কোন ব্যক্তি কোন বিষয়ে শপথ করার পর তার বিপরীতে কল্যাণ দেখতে পেলে, সে যেন নিজ শপথ ভঙ্গ করে অধিকতর কল্যাণের কাজটি করে এবং শপথ ভঙ্গের কাফ্ফারা আদায় করে।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এই হাদীস অনুযায়ী আমল করি। ইমাম আবু হানীফা (রাহঃ)-রও এই মত।
كتاب الأيمان والنذر
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا ابْنُ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ حَلَفَ عَلَى يَمِينٍ فَرَأَى غَيْرَهَا خَيْرًا مِنْهَا، فَلْيُكَفِّرْ عَنْ يَمِينِهِ، وَلْيَفْعَلْ» ، قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ رَحِمَهُ اللَّهُ تَعَالَى