আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني

১৪- শপথ ও মান্নতের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৭৫৭
- শপথ ও মান্নতের অধ্যায়
যে ব্যক্তি বলে, আমার সম্পদ কাবার দরজার জন্য ওয়াকফ।
৭৫৭। নবী ﷺ -এর স্ত্রী আয়েশা (রাযিঃ) বলেন, যে ব্যক্তি বলে, আমার সম্পদ কাবার দরজার জন্য ওয়াকফ, তাকে শপথ ভঙ্গের অনুরূপ কাফ্ফারা দিতে হবে।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, হযরত আয়েশা (রাযিঃ) থেকে আমাদের কাছে এই রিওয়ায়াত পৌঁছেছে। কিন্তু আমাদের মতে উত্তম পন্থা এই যে, সে যা বলেছে তা পূর্ণ করবে, নিজের স্বাভাবিক প্রয়োজন পূরণের পরিমাণ অর্থ হাতে রেখে অবশিষ্ট সব অর্থ দান-খয়রাত করবে। অতঃপর আবার আর্থিক প্রাচুর্য ফিরে আসলে, প্রথমে যে পরিমাণ অর্থ হাতে রেখে দেয়া হয়েছিল, সেই পরিমাণ অর্থ পুনরায় দান-খয়রাত করবে। ইমাম আবু হানীফা (রাহঃ) এবং আমাদের অধিকাংশ ফিকহবিদের এটাই সাধারণ মত ।
كتاب الأيمان والنذر
بَابُ: الرَّجُلِ يَقُولُ: مَالُهُ فِي رِتَاجِ الْكَعْبَةِ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنِي أَيُّوبُ بْنُ مُوسَى مِنْ وُلْدِ سَعِيدِ بْنِ الْعَاصِ، عَنْ مَنْصُورِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ الْحَجَبِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهَا قَالَتْ: فِيمَنْ قَالَ: مَالِي فِي رِتَاجِ الْكَعْبَةِ، يُكَفِّرُ ذَلِكَ بِمَا يُكَفِّرُ الْيَمِينَ.
قَالَ مُحَمَّدٌ: قَدْ بَلَغَنَا هَذَا عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا.
وَأَحَبُّ إِلَيْنَا أَنْ يَفِيَ بِمَا جَعَلَ عَلَى نَفْسِهِ، فَيَتَصَدَّقُ بِذَلِكَ، وَيُمْسِكُ مَا يَقُوتُهُ، فَإِذَا أَفَادَ مَالا تَصَدَّقَ بِمِثْلِ مَا كَانَ أَمْسَكَ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، وَالْعَامَّةِ مِنْ فُقَهَائِنَا
tahqiq

তাহকীক: