আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني

১৮- বিবিধ প্রসঙ্গ। - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৮৭৩
- বিবিধ প্রসঙ্গ।
পুরুষের জন্য সোনার আংটি পরিধান নিষিদ্ধ।
৮৭৩। আব্দুল্লাহ ইবনে উমার (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ ﷺ সোনার একটি আংটি বানালেন। অতঃপর (একদিন মিম্বরের উপর দাঁড়িয়ে) বলেনঃ “আমি এই আংটি পরিধান করতাম।” অতঃপর তিনি তা ফেলে দিয়ে বলেনঃ “আমি আর কখনো তা পরিধান করবো না।** উপস্থিত লোকজনও স্ব স্ব আংটি খুলে ফেলে দিলো।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এ হাদীস অনুযায়ী আমল করি। পুরুষ লোকের জন্য সোনা, লোহা ও তামার আংটি ব্যবহার জায়েয নয়। তারা কেবল রূপার আংটি পরিধান করবে।*** কিন্তু স্ত্রীলোকদের জন্য সোনার আংটি পরিধান করায় কোন দোষ নেই।
الابواب الجامعة
بَابُ: مَا يُكْرَهُ مِنَ التَّخَتُّمِ بِالذَّهَبِ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: " اتَّخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَاتَمًا مِنْ ذَهَبٍ، فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: إِنِّي كُنْتُ أَلْبَسُ هَذَا الْخَاتَمَ، فَنَبَذَهُ، وَقَالَ: وَاللَّهِ لا أَلْبَسُهُ أَبَدًا "، قَالَ: فَنَبَذَ النَّاسُ خَوَاتِيمَهُمْ ".
قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، لا يَنْبَغِي لِلرَّجُلِ أَنْ يَتَخَتَّمَ بِذَهَبٍ وَلا حَدِيدٍ وَلا صُفْرٍ وَلا يَتَخَتَّمُ إِلا بِالْفِضَّةِ، فَأَمَّا النِّسَاءُ فَلا بَأْسَ بِتَخَتُّمِ الذَّهَبِ لَهُنَّ