আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني

১৮- বিবিধ প্রসঙ্গ। - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৯০৯
- বিবিধ প্রসঙ্গ।
কোন মহিলার নিজ চুল অপর কোন মহিলার চুলের সাথে সংযুক্ত করা।
৯০৯। হুমাইদ ইবনে আব্দুর রহমান (রাহঃ) থেকে বর্ণিত। আমীর মুআবিয়া (রাযিঃ) যে বছর হজ্জ করেন, তিনি তাকে মিম্বরে দাঁড়িয়ে বলতে শুনেছেন, হে মদীনাবাসীগণ! তোমাদের আলেমগণ কোথায়? তিনি চুলের একটি গোছা চৌকিদারের হাত থেকে নিয়ে বলেন, “আমি রাসূলুল্লাহ ﷺ -কে এগুলো নিষিদ্ধ করতে শুনেছি।” তিনি আরো বলেছেনঃ “ইসরাঈল (ইহূদী) জাতির লোকদের পতন তখনই শুরু হয়, যখন তাদের মেয়েরা এ ধরনের পরচুলা ব্যবহারে অভ্যস্ত হয়ে পড়ে।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এ হাদীস অনুযায়ী আমল করি। পরচুলা ব্যবহার করা বা এক মহিলার চুল অপর মহিলার চুলের সাথে সংযুক্ত করা মাকরূহ। তবে মাথার চুলের সাথে পশম সংযুক্ত করায় কোন দোষ নেই। কিন্তু মানুষের চুল সংযুক্ত করা ঠিক নয়। ইমাম আবু হানীফা (রাহঃ) এবং আমাদের ফিকহবিদ সাধারণেরও এই মত।
الابواب الجامعة
بَابُ: الْمَرْأَةِ تَصِلُ شَعْرَهَا بِشَعْرِ غَيْرِهَا
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا ابْنُ شِهَابٍ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّهُ سَمِعَ مُعَاوِيَةَ بْنَ أَبِي سُفْيَانَ، عَامَ حَجَّ وَهُوَ عَلَى الْمِنْبَرِ يَقُولُ: يَا أَهْلَ الْمَدِينَةِ، أَيْنَ عُلَمَاؤُكُمْ؟ ، وَتَنَاوَلَ قُصَّةً مِنْ شَعْرٍ، كَانَتْ فِي يَدِ حَرَسِيٍّ، سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْهَى عَنْ مِثْلِ هَذَا، وَيَقُولُ: إِنَّمَا هَلَكَتْ بَنُو إِسْرَائِيلَ حِينَ اتَّخَذَ هَذِهِ نِسَاؤُهُمْ ".
قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، يُكْرَهُ لِلْمَرْأَةِ أَنْ تَصِلَ شَعْرًا إِلَى شَعْرِهَا، أَوْ تَتَّخِذَ قُصَّةَ شَعْرٍ، وَلا بَأْسَ بِالْوَصْلِ فِي الرَّأْسِ إِذَا كَانَ صُوفًا، فَأَمَّا الشَّعْرُ مِنْ شُعُورِ النَّاسِ فَلا يَنْبَغِي، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، وَالْعَامَّةِ مِنْ فُقَهَائِنَا رَحِمَهُمُ اللَّهُ تَعَالَى
tahqiq

তাহকীক: