আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني
১৮- বিবিধ প্রসঙ্গ। - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
হাদীস নং: ৯৫১
- বিবিধ প্রসঙ্গ।
লজ্জাশীলতা।
৯৫১। আলী ইবনে হুসাইন (রাহঃ) থেকে মারফূ সূত্রে বর্ণিত। নবী ﷺ বলেনঃ কোন ব্যক্তির সুন্দরতম ইসলাম হচ্ছে তার অযথা ও অনর্থক কার্যকলাপ পরিহার করা।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, যে কোন মুসলিম ব্যক্তির অবান্তর ও নিষ্ফল কথাবার্তা ও আচরণ পরিত্যাগ করা উচিত।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, যে কোন মুসলিম ব্যক্তির অবান্তর ও নিষ্ফল কথাবার্তা ও আচরণ পরিত্যাগ করা উচিত।
الابواب الجامعة
بَابُ: فَضْلِ الْحَيَاءِ
أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عَلِيِّ بْنِ حُسَيْنٍ، يَرْفَعُهُ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ حُسْنِ إِسْلامِ الْمَرْءِ تَرْكُهُ مَا لا يَعْنِيهِ» .
قَالَ مُحَمَّدٌ: هَكَذَا يَنْبَغِي لِلْمَرْءِ الْمُسْلِمِ أَنْ يَكُونَ تَارِكًا لِمَا لا يَعْنِيهِ
قَالَ مُحَمَّدٌ: هَكَذَا يَنْبَغِي لِلْمَرْءِ الْمُسْلِمِ أَنْ يَكُونَ تَارِكًا لِمَا لا يَعْنِيهِ
তাহকীক:
হাদীস নং: ৯৫২
- বিবিধ প্রসঙ্গ।
লজ্জাশীলতা।
৯৫২। ইয়াযীদ ইবনে তালহা আর-রুকানী (রাহঃ) থেকে বর্ণিত। নবী ﷺ বলেনঃ প্রতিটি ধর্মের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্য হচ্ছে (তার অনুসারীদের) লজ্জাশীলতা ।
الابواب الجامعة
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا سَلَمَةُ بْنُ صَفْوَانَ الزُّرَقِيُّ، عَنْ يَزِيدَ بْنِ طَلْحَةَ الرُّكَانَيِّ، أَنّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّ لِكُلِّ دِينٍ خُلُقًا، وَخُلُقُ الإِسْلامِ الْحَيَاءُ»
তাহকীক:
হাদীস নং: ৯৫৩
- বিবিধ প্রসঙ্গ।
লজ্জাশীলতা।
৯৫৩। ইবনে উমার (রাযিঃ) থেকে বর্ণিত। নবী ﷺ মামলার এক ব্যক্তির নিকট দিয়ে যাচ্ছিলেন। সে তার ভাইকে লজ্জাশীলতা সম্পর্কে (সম্ভবত পরিত্যাগ করার) উপদেশ দিচ্ছিল। রাসূলুল্লাহ ﷺ বলেনঃ “তাকে ছেড়ে দাও। কেননা লজ্জাশীলতা ঈমানের অঙ্গ।
الابواب الجامعة
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا مُخْبِرٌ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عُمَرَ، أَنّ النَّبِيَّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ عَلَى رَجُلٍ يَعِظُ أَخَاهُ فِي الْحَيَاءِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «دَعْهُ، فَإِنَّ الْحَيَاءَ مِنَ الإِيمَانِ»
তাহকীক: