আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني

১৮- বিবিধ প্রসঙ্গ। - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৯৫৫
- বিবিধ প্রসঙ্গ।
মেহমানদারি করা।
৯৫৫ । আবু শুরায়হ্ আল-কাবী (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেনঃ যে ব্যক্তি আল্লাহ এবং আখেরাতের উপর ঈমান রাখে সে যেন তার মেহমানের আদর-যত্ন করে। সে এক রাত ও একদিন তার মেহমানদারি করবে। আর মেহমানদারি তিন দিনের বেশী নয়। এর পরও মেহমানদারি করা হলে তা সদাকা হিসাবে গণ্য হবে। আতিথ্য প্রদর্শনকারীর কষ্ট হতে পারে, এরূপ পরিমাণ সময় তার বাড়ীতে মেহমানের অবস্থান করা বৈধ নয় ।
الابواب الجامعة
بَابُ: حَقِّ الضِّيَافَةِ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا سَعِيدٌ الْمَقْبُرِيُّ، عَنْ أَبِي شُرَيْحٍ الْكَعْبِيِّ، أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ فَلْيُكْرِمْ ضَيْفَهُ، جَائِزَتُهُ يَوْمٌ وَلَيْلَةٌ، وَالضِّيَافَةُ ثَلاثَةُ أَيَّامٍ، فَمَا كَانَ بَعْدَ ذَلِكَ فَهُوَ صَدَقَةٌ، وَلا يَحِلُّ لَهُ أَنْ يَثْوِيَ عِنْدَهُ حَتَّى يُحْرِجَهُ»