আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني
১৮- বিবিধ প্রসঙ্গ। - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ৯৫৭
- বিবিধ প্রসঙ্গ।
মহামারী আক্রান্ত এলাকা থেকে পলায়ন।
৯৫৭ । উসামা ইবনে যায়েদ (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেনঃ “মহামারী একটা অভিশাপ, যা তোমাদের পূর্বেকার জাতির উপর নাযিল করা হয়েছিলো অথবা ইসরাঈল জাতির উপর নাযিল করা হয়েছিলো।” অধস্তন রাবী ইবনুল মুনকাদির (রাহঃ) সন্দেহে পতিত হয়েছেন যে, তার উর্ধতন রাবী আমের ইবনে আবু ওয়াক্কাস (রাহঃ) দু'টি কথার কোনটি বলেছেন। “অতএব কোন এলাকা মহামারীতে আক্রান্ত হওয়ার কথা শুনতে পেলে তোমরা সেখানে যাবে না। আর যদি তোমাদের এলাকায় তার প্রাদুর্ভাব হয় তবে সেখান থেকে পলায়ন করবে না।”
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, এটি একটি প্রসিদ্ধ হাদীস, একাধিক সূত্রে বর্ণিত হয়েছে। অতএব কোথাও মহামারীর প্রাদুর্ভাব হলে সতর্কতা অবলম্বনের জন্য সেখানে না যাওয়ায় কোন ক্ষতি নেই।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, এটি একটি প্রসিদ্ধ হাদীস, একাধিক সূত্রে বর্ণিত হয়েছে। অতএব কোথাও মহামারীর প্রাদুর্ভাব হলে সতর্কতা অবলম্বনের জন্য সেখানে না যাওয়ায় কোন ক্ষতি নেই।
الابواب الجامعة
بَابُ: الْفِرَارِ مِنَ الطَّاعُونِ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُنْكَدِرِ، أَنَّ عَامِرَ بْنَ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ أَخْبَرَهُ، أَنَّ أُسَامَةَ بْنَ زَيْدٍ أَخْبَرَهُ، أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " إِنَّ هَذَا الطَّاعُونَ رِجْزٌ أُرْسِلَ عَلَى مَنْ كَانَ قَبْلَكُمْ، أَوْ أُرْسِلَ عَلَى بَنِي إِسْرَائِيلَ، شَكَّ ابْنُ الْمُنْكَدِرِ فِي أَيِّهِمَا قَالَ: فَإِذَا سَمِعْتُمْ بِهِ بِأَرْضٍ فَلا تَدْخُلُوا عَلَيْهِ وَإِنْ وَقَعَ فِي أَرْضٍ فَلا تَخْرُجُوا فِرَارًا مِنْهُ ".
قَالَ مُحَمَّدٌ: هَذَا حَدِيثٌ مَعْرُوفٌ قَدْ رُوِيَ عَنْ غَيْرِ وَاحِدٍ، فَلا بَأْسَ إِذَا وَقَعَ بِأَرْضٍ أَنْ لا يَدْخُلَهَا اجْتِنَابًا لَهُ
قَالَ مُحَمَّدٌ: هَذَا حَدِيثٌ مَعْرُوفٌ قَدْ رُوِيَ عَنْ غَيْرِ وَاحِدٍ، فَلا بَأْسَ إِذَا وَقَعَ بِأَرْضٍ أَنْ لا يَدْخُلَهَا اجْتِنَابًا لَهُ

তাহকীক:
 হাদীসের ব্যাখ্যা
হাদীসের ব্যাখ্যা