আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ৫
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৩- পিতার প্রতি সদ্ব্যবহার।
৫। হযরত আবু হুরায়রা (রাযিঃ) বর্ণনা করেন, যে একদা রাসূলুল্লাহ্ (ﷺ)-কে জিজ্ঞাসা করা হইলঃ ইয়া রাসূলাল্লাহ! সদ্ব্যবহার লাভের সর্বাধিক যােগ্য পাত্র কে ? ফরমাইলেনঃ তােমার মাতা। প্রশ্নকারী আবার জিজ্ঞাসা করিলেন। অতঃপর কে? ফরমাইলেনঃ তােমার মাতা। প্রশ্নকারী পুনরায় জিজ্ঞাসা করিলেন । অতঃপর কে? ফরমাইলেনঃ তােমার মাতা। সে ব্যক্তি পুনরায় প্রশ্ন করিলেন অতঃপর কে ফরমাইলেনঃ তােমার পিতা।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ بِرِّ الأَبِ
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ: حَدَّثَنَا وُهَيْبُ بْنُ خَالِدٍ، عَنِ ابْنِ شُبْرُمَةَ قَالَ: سَمِعْتُ أَبَا زُرْعَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قِيلَ: يَا رَسُولَ اللهِ صلى الله عليه وسلم، مَنْ أَبَرُّ؟ قَالَ: أُمَّكَ، قَالَ: ثُمَّ مَنْ؟ قَالَ: أُمَّكَ، قَالَ: ثُمَّ مَنْ؟ قَالَ: أُمَّكَ، قَالَ: ثُمَّ مَنْ؟ قَالَ: أَبَاكَ.
হাদীস নং: ৬
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৩- পিতার প্রতি সদ্ব্যবহার।
৬। হযরত আবু হুরায়রা (রাযিঃ) বর্ণনা করেন, এক ব্যক্তি নবী করীম (ﷺ)-এর খেদমতে হাযির হইয়া আর করিল ও ইয়া রাসূলাল্লাহ! আপনি আমাকে কি করিতে আদেশ করেন ? তিনি ফরমাইলেনঃ তােমার মাতার প্রতি সদ্ব্যবহার করিবে। সে ব্যক্তি পুনরায় ঐ একই প্রশ্ন করিল, জবাবে তিনি বলিলেন ? তােমার মাতার সহিত সদ্ব্যবহার করিবে। সে ব্যক্তি আবার ঐ প্রশ্নের পূনরাবৃত্তি করিল, তিনি ফরমাইলেনঃ তােমার মাতার প্রতি সদ্ব্যবহার করিবে। অতঃপর সে ব্যক্তি চতুর্থবার প্রশ্ন করিল, তিনি বলিলেনঃ তােমার পিতার সাথে সদ্ব্যবহার করিবে।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ بِرِّ الأَبِ
حَدَّثَنَا بِشْرُ بْنُ مُحَمَّدٍ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللهِ، قَالَ: أَخْبَرَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، قَالَ: حَدَّثَنَا أَبُو زُرْعَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَتَى رَجُلٌ نَبِيَّ اللهِ صلى الله عليه وسلم فَقَالَ: مَا تَأْمُرُنِي؟ فَقَالَ: بِرَّ أُمَّكَ، ثُمَّ عَادَ، فَقَالَ: بِرَّ أُمَّكَ، ثُمَّ عَادَ، فَقَالَ: بِرَّ أُمَّكَ، ثُمَّ عَادَ الرَّابِعَةَ، فَقَالَ: بِرَّ أَبَاكَ.