আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ৪৭
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
২৫-ওয়াজিব হক এবং নিকটাত্মীয়দের প্রতি সদ্ব্যবহার
৪৭। কুলায়ব ইবন মুনফায়া বলেন, আমার দাদা বলিলেনঃ ইয়া রাসূলাল্লাহ! সর্বাপেক্ষা ঘনিষ্ঠ ব্যবহার পাওয়ার যােগ্য কে? ফরমাইলেনঃ তােমার মাতাপিতা, তােমার ভাইবােন এবং এতদ্সঙ্গে তােমার সেই গােলাম-যে তাহাদের সহিত সংশ্লিষ্ট রহিয়াছে। এই সব হইতেছে ওয়াজিব হক এবং নিকটাত্মীয়দের
সহিত ঘনিষ্ঠতা অবশ্যই রক্ষা করিতে হইবে।
সহিত ঘনিষ্ঠতা অবশ্যই রক্ষা করিতে হইবে।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ وُجُوبِ وصِلَةِ الرَّحِمِ
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ: حَدَّثَنَا ضَمْضَمُ بْنُ عَمْرٍو الْحَنَفِيُّ، قَالَ: حَدَّثَنَا كُلَيْبُ بْنُ مَنْفَعَةَ قَالَ: قَالَ جَدِّي: يَا رَسُولَ اللهِ، مَنْ أَبَرُّ؟ قَالَ: أُمَّكَ وَأَبَاكَ، وَأُخْتَكَ وَأَخَاكَ، وَمَوْلاَكَ الَّذِي يَلِي ذَاكَ، حَقٌّ وَاجِبٌ، وَرَحِمٌ مَوْصُولَةٌ.
তাহকীক: