আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৫২
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
২৭- আত্মীয়-স্বজনের সহিত ঘনিষ্ঠ আচরণের ফযীলত
৫২। হযরত আবু হুরায়রা (রাযিঃ) হইতে বর্ণিত আছে যে, একদা এক ব্যক্তি নবী করীম (ﷺ)-এর খেদমতে উপস্থিত হইয়া আর করিল ঃ ইয়া রাসূলাল্লাহ! আমার ঘনিষ্ঠ আত্মীয় স্বজন রহিয়াছে। আমি তাহাদের সহিত ঘনিষ্ঠ আচরণ ও সদ্ব্যবহার করি, কিন্তু তাহারা আমার প্রতি পরসূলভ আচরণ ও অসদ্ব্যবহার
করে। তাহারা আমার সহিত গােয়ার্তুমি করে। আমি সহ্য করিয়া যাই। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) ফরমাইলেন ঃ যদি তােমার বক্তব্য ঠিক হয়, তবে তাে তুমি যেন তাহাদের মুখে উত্তপ্ত ছাই পুরিয়া দিতেছ! তােমার কারণে তাহাদের দুর্ভোগ আছে। যতক্ষণ পর্যন্ত তুমি এরূপ করিতে থাকিবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ হইতে একজন সাহায্যকারী তাহাদের মুকাবিলায় তােমার সহিত থাকিবেন।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ فَضْلِ صِلَةِ الرَّحِمِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ اللهِ، قَالَ‏:‏ حَدَّثَنَا ابْنُ أَبِي حَازِمٍ، عَنِ الْعَلاَءِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ‏:‏ أَتَى رَجُلٌ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ‏:‏ يَا رَسُولَ اللهِ، إِنَّ لِي قَرَابَةً أَصِلُهُمْ وَيَقْطَعُونَ، وَأُحْسِنُ إِلَيْهِمْ وَيُسِيئُونَ إِلَيَّ، وَيَجْهَلُونَ عَلَيَّ وَأَحْلُمُ عَنْهُمْ، قَالَ‏:‏ لَئِنْ كَانَ كَمَا تَقُولُ كَأَنَّمَا تُسِفُّهُمُ الْمَلَّ، وَلاَ يَزَالُ مَعَكَ مِنَ اللهِ ظَهِيرٌ عَلَيْهِمْ مَا دُمْتَ عَلَى ذَلِكَ‏.‏
হাদীস নং: ৫৩
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
২৭- আত্মীয়-স্বজনের সহিত ঘনিষ্ঠ আচরণের ফযীলত
৫৩। হযরত আব্দুর রহমান ইবন আওফ (রাযিঃ) বলেন যে, তিনি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলিতে শুনিয়াছেন যে, আল্লাহ তা'আলা বলিয়াছেন ? আমি রেহেমকে সৃষ্টি করিয়াছি এবং আমার নাম (রহমান) হইতে উহার নাম নির্গত করিয়াছি। সুতরাং যে উহাকে যুক্ত করিবে, আমি তাহাকে আমার সহিত যুক্ত করিব এবং যে উহাকে ছিন্ন করিবে, আমি তাহাকে আমা হইতে ছিন্ন করিব।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ فَضْلِ صِلَةِ الرَّحِمِ
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي أُوَيْسٍ قَالَ‏:‏ حَدَّثَنِي أَخِي، عَنْ سُلَيْمَانَ بْنِ بِلاَلٍ، عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي عَتِيقٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ أَبَا الرَّدَّادِ اللَّيْثِيَّ أَخْبَرَهُ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ‏:‏ قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ‏:‏ أَنَا الرَّحْمَنُ، وَأَنَا خَلَقْتُ الرَّحِمَ، وَاشْتَقَقْتُ لَهَا مِنَ اسْمِي، فَمَنْ وَصَلَهَا وَصَلْتُهُ، وَمَنْ قَطَعَهَا بَتَتُّهُ‏.‏
হাদীস নং: ৫৪
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
২৭- আত্মীয়-স্বজনের সহিত ঘনিষ্ঠ আচরণের ফযীলত
৫৪। আবু আম্বাসা বলেন , আমি একদিন আব্দুল্লাহ ইবন উমর (রাহঃ) এর তায়েফস্থ খামারবাড়ি ওহত এ গেলাম। তখন তিনি বলিলেনঃ একদা নবী করীম (ﷺ) তাঁহার পবিত্র অঙ্গুলিসমূহকে মিলিত করিলেন এবং বলিলেন ঃ রেহেম হইতেছে রহমানেরই অংশ বিশেষ; যে উহাকে যুক্ত করিবে, আল্লাহ তাহাকে যুক্ত করিবেন এবং যে উহাকে ছিন্ন করিবে, আল্লাহ তাহাকে ছিন্ন করিবেন। কিয়ামতের দিন উহা প্রাঞ্জলভাষী রসনার অধিকারী হইবে।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ فَضْلِ صِلَةِ الرَّحِمِ
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ‏:‏ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ عُثْمَانَ بْنِ الْمُغِيرَةِ، عَنْ أَبِي الْعَنْبَسِ قَالَ‏:‏ دَخَلْتُ عَلَى عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو فِي الْوَهْطِ يَعْنِي أَرْضًا لَهُ بِالطَّائِفِ، فَقَالَ‏:‏ عَطَفَ لَنَا النَّبِيُّ صلى الله عليه وسلم إِصْبَعَهُ فَقَالَ‏:‏ الرَّحِمُ شُجْنَةٌ مِنَ الرَّحْمَنِ، مَنْ يَصِلْهَا يَصِلْهُ، وَمَنْ يَقْطَعْهَا يَقْطَعْهُ، لَهَا لِسَانٌ طَلْقٌ ذَلْقٌ يَوْمَ الْقِيَامَةِ‏.‏
হাদীস নং: ৫৫
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
২৭- আত্মীয়-স্বজনের সহিত ঘনিষ্ঠ আচরণের ফযীলত
৫৫। হযরত আয়েশা (রাযিঃ) হইতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (ﷺ) ফরমাইয়াছেন ঃ রেহেম আল্লাহ্ তা'আলারই শাখা বিশেষ, যে উহাকে যুক্ত রাখিবে আল্লাহ্ তাহাকে যুক্ত রাখিবেন এবং যে উহাকে ছিন্ন করিবে, আল্লাহ্ তাহাকে ছিন্ন করিবেন ।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ فَضْلِ صِلَةِ الرَّحِمِ
حَدَّثَنَا إِسْمَاعِيلُ قَالَ‏:‏ حَدَّثَنِي سُلَيْمَانُ، عَنْ مُعَاوِيَةَ بْنِ أَبِي مُزَرِّدٍ، عَنْ يَزِيدَ بْنِ رُومَانَ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ‏:‏ الرَّحِمُ شُجْنَةٌ مِنَ اللهِ، مَنْ وَصَلَهَا وَصَلَهُ اللَّهُ، وَمَنْ قَطَعَهَا قَطَعَهُ اللَّهُ‏.‏