আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১০৪
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৫৭- দান প্রতিবেশী হইতে শুরু করিবে
১০৪। হযরত আব্দুলাহ্ ইবন উমর (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) ফরমাইয়াছেন ? জিবরাঈল (আ) আমাকে প্রতিবেশী সম্পর্কে ক্রমাগত তাগিদ করিতে থাকেন, এমন কি আমার এরূপ ধারণা হইতে লগিল যে, অচিরেই বুঝি তাহাকে আমার উত্তরাধিকারীও সাব্যস্ত করিবেন।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ يَبْدَأُ بِالْجَارِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مِنْهَالٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عُمَرَ قَالَ‏:‏ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم‏:‏ مَا زَالَ جِبْرِيلُ يُوصِينِي بِالْجَارِ حَتَّى ظَنَنْتُ أَنَّهُ سَيُوَرِّثُهُ‏.‏
হাদীস নং: ১০৫
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৫৭- দান প্রতিবেশী হইতে শুরু করিবে
১০৫। হযরত আব্দুল্লাহ্ ইবন আমর (রাযিঃ) হইতে বর্ণিত আছে যে, তাঁহার গৃহে একটি ছাগল যবাই করা হইলে। তখন তিনি তাঁহার বালক ভূতকে পুনঃ পুনঃ বলিতে লাগিলেনঃ তুমি কি উহা আমার প্রতিবেশী ইয়াহুদীকে দিয়াছ ? তুমি কি উহা আমার প্রতিবেশী ইয়াহূদীকে দিয়াছ? আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলিতে শুনিয়াছি ও জিবরাঈল (আ) আমাকে প্রতিবেশী সম্পর্কে এমনি তাগিদ দিতে থাকেন যে, আমার ধারণা জন্মে যে, অচিরেই বুঝি তাহাকে আমার উত্তরাধিকারী সাব্যস্ত করিবেন।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ يَبْدَأُ بِالْجَارِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلامٍ، قَالَ‏:‏ أَخْبَرَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ دَاوُدَ بْنِ شَابُورَ، وَأَبِي إِسْمَاعِيلَ، عَنْ مُجَاهِدٍ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو، أَنَّهُ ذُبِحَتْ لَهُ شَاةٌ، فَجَعَلَ يَقُولُ لِغُلاَمِهِ‏:‏ أَهْدَيْتَ لِجَارِنَا الْيَهُودِيِّ‏؟‏ أَهْدَيْتَ لِجَارِنَا الْيَهُودِيِّ‏؟‏ سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ‏:‏ مَا زَالَ جِبْرِيلُ يُوصِينِي بِالْجَارِ حَتَّى ظَنَنْتُ أَنَّهُ سَيُوَرِّثُهُ‏.‏
হাদীস নং: ১০৬
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৫৭- দান প্রতিবেশী হইতে শুরু করিবে
১০৬। হযরত উমারাহ্ বর্ণনা করেন যে, তিনি আয়েশা (রাযিঃ) বলিতে শুনিয়াছেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেন যে, জিবরাঈল (আ) আমাকে প্রতিবেশী সম্পর্কে ক্রমাগত তাগিদ করিতে থাকেন, এমন কি আমার এরূপ ধারণা হইতে লাগিল যে, অচিরেই বুঝি তাহাকে আমার উত্তরাধিকারী সাব্যস্ত করিবেন।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ يَبْدَأُ بِالْجَارِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلامٍ، قَالَ‏:‏ أَخْبَرَنَا عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ قَالَ‏:‏ سَمِعْتُ يَحْيَى بْنَ سَعِيدٍ يَقُولُ‏:‏ حَدَّثَنِي أَبُو بَكْرٍ، أَنَّ عَمْرَةَ حَدَّثَتْهُ، أَنَّهَا سَمِعَتْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا تَقُولُ‏:‏ سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ‏:‏ مَا زَالَ جِبْرِيلُ يُوصِينِي بِالْجَارِ حَتَّى ظَنَنْتُ أَنَّهُ لَيُوَرِّثُهُ‏.‏