আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১৩৮
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৭৭- ইয়াতীমের জন্য সদয় পিতৃসম হও
১৩৮। হযরত দাউদ বলেন, ইয়াতীমের জন্য সদয় পিতৃসদৃশ হও এবং জানিয়া রাখ, তুমি যেমন বপন করিবে, ঠিক সেরূপ কর্তনও করিবে। সচ্ছলতার পর অসচ্ছলতা কতই না মন্দ কথা। উহার চাইতেও মন্দ বা নিকৃষ্টতর হইতেছে হিদায়েত লাভের পর গােরাহী। যখন তুমি কোন সাথীর সহিত কোন ওয়াদা করিবে তখন তাহা অবশ্যই পূর্ণ করিবে। নতুবা উহাতে তােমার এবং তাহার মধ্যে শক্রতা জন্মিবে। এমন বন্ধু হইতে আল্লাহর শরণ প্রার্থনা কর-বিপদে যাহাকে স্মরণ করিলে সে তােমাকে কোনরূপ সাহায্য করিবে না এবং তুমি যদি তাহাকে ভুলিয়া যাও, তবে সে তােমাকে স্মরণ করিবে না।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ كُنَّ لِلْيَتِيمِ كَالأَبِ الرَّحِيمِ
حَدَّثَنَا عَمْرُو بْنُ عَبَّاسٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، قَالَ‏:‏ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي إِسْحَاقَ قَالَ‏:‏ سَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ أَبْزَى قَالَ‏:‏ قَالَ دَاوُدُ‏:‏ كُنَّ لِلْيَتِيمِ كَالأَبِ الرَّحِيمِ، وَاعْلَمْ أَنَّكَ كَمَا تَزْرَعُ كَذَلِكَ تَحْصُدُ، مَا أَقْبَحَ الْفَقْرَ بَعْدَ الْغِنَى، وَأَكْثَرُ مِنْ ذَلِكَ، أَوْ أَقْبَحُ مِنْ ذَلِكَ، الضَّلاَلَةُ بَعْدَ الْهُدَى، وَإِذَا وَعَدْتَ صَاحِبَكَ فَأَنْجِزْ لَهُ مَا وَعَدْتَهُ، فَإِنْ لاَ تَفْعَلْ يُورِثُ بَيْنَكَ وَبَيْنَهُ عَدَاوَةٌ، وَتَعَوَّذْ بِاللَّهِ مِنْ صَاحِبٍ إِنْ ذَكَرْتَ لَمْ يُعِنْكَ، وَإِنْ نَسِيتَ لَمْ يُذَكِّرْكَ‏.‏
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৩৯
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৭৭- ইয়াতীমের জন্য সদয় পিতৃসম হও
১৩৯। আসমা ইবন উবায়দ বলেন, আমি ইবন সীরীনকে বলিলাম, আমার কাছে একটি ইয়াতীম আছে। তিনি বলিলেন, তুমি উহার সহিত সেইরূপ ব্যবহারই করিবে, যেমনটি তুমি তােমার পুত্রের সহিত করিয়া থাক। তুমি তাহাকে প্রহার করিবে, যেরূপ প্রহার তুমি তােমার পুত্রকে করিয়া থাক।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ كُنَّ لِلْيَتِيمِ كَالأَبِ الرَّحِيمِ
حَدَّثَنَا مُوسَى، قَالَ‏:‏ حَدَّثَنَا سَلاَّمُ بْنُ أَبِي مُطِيعٍ، عَنْ أَسْمَاءَ بْنِ عُبَيْدٍ قَالَ‏:‏ قُلْتُ لِابْنِ سِيرِينَ‏:‏ عِنْدِي يَتِيمٌ، قَالَ‏:‏ اصْنَعْ بِهِ مَا تَصْنَعُ بِوَلَدِكَ، اضْرِبْهُ مَا تَضْرِبُ وَلَدَكَ‏.‏
tahqiq

তাহকীক: