আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ১৫৫
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৮১-গর্ভকালেই যাহার সন্তানের মৃত্যু হইল
১৫৫। তিনি আরও বর্ণনা করেন, রাসূলুল্লাহ্ (ﷺ) আরও ফরমাইলেনঃ তােমরা বীর বলিয়া কাহাকে অভিহিত কর? সাহাবীগণ বলিলেনঃ যাহাকে কেহ কুস্তিতে পরাজিত করিতে পারে না। ফরমাইলেনঃ বীর হইতেছে সেই যে ক্রোধের সময় আত্মসংবরণ করিতে পারে।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ مَنْ مَاتَ لَهُ سَقْطٌ
عن عبد الله قَالَ: وَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: مَا تَعُدُّونَ فِيكُمُ الصُّرَعَةَ؟ قَالُوا: هُوَ الَّذِي لاَ تَصْرَعُهُ الرِّجَالُ، فَقَالَ: لاَ، وَلَكِنَّ الصُّرَعَةَ الَّذِي يَمْلِكُ نَفْسَهُ عِنْدَ الْغَضَبِ.
তাহকীক: