আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১৮৭
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৯৫- তোমরা যাহা পরিধান কর, দাসদাসীদিগকে তাহাই পরাইবে
১৮৭. উবাদা ইবন ওয়ালীদ ইবন সামিত বলেন, আমি এবং আমার পিতা আনসারদের জীবনকালে তাহাদের এই জনপদের দিকে বাহির হইয়া পড়ি। সর্বপ্রথম এই মহল্লার যাহার সহিত আমাদের মােলাকাত হইল, তিনি হইলেন মবী করীম (ﷺ)-এর সহচর হযরত আবু ইয়াসার (রাযিঃ)। তখন তাঁহার সহিত তাহার একটি গােলাম ছিল। তাহাদের দুইজনের গায়ের উপর তখন একটি দামী চাদর ও একটি খাকী সাধারণ চাদর ছিল। তখন আমি তাঁহকে বলিলাম, চাচা! আপনি যদি গেলিমের গায়ে দেওয়া দামী চাদরের অংশটাও নিজের গায়ে টানিয়া সম্পূর্ণটা আপনার গায়ে নিয়া নিতেন এবং গােলামকে সাধারণ খাকী চাদরের সম্পূর্ণটা ছাড়িয়া দিতেন অথবা নিজে সম্পূর্ণটা খাকী চাদর গায়ে দিয়া তাহাকে দামী চাদরের সম্পূর্ণটা গায়ে দিয়া দিতেন, তবে আপনাদের দু'জনেরই তাে একটা চাদর হইয়া যাইত। আমার কথা শুনিয়া তিনি (সস্নেহে) আমার মাথায় তাহার হাত বুলাইয়া বলিলেনঃ আল্লাহ্ বরকত দান করুন। ভাতিজা, আমার এই চক্ষুযুগল দেখিয়াছে, আমার এই কর্ণযুগল শুনিয়াছে এবং আমার এই অন্তর উহাকে সংলক্ষণ করিয়াছে-এইটুকু বলিয়া তিনি তাঁহার হৃদয় দেশের দিকে ইঙ্গিত করিলেন-নবী করীম (ﷺ) ফরমাইয়াছেনঃ তােমরা যাহা খাও, তাহাদিগকেও তাহাই খাওয়াইবে এবং তােমরা যাহা পরিধান কর, তাহাদিগকেও তাহাই পরাইবে।” তাহাকে আমার দুনিয়ার সামগ্রী প্রদান করা কিয়ামতের দিন আমার পুণ্যসমূহের অংশ বিশেষ তাহার গ্রহণ করার চাইতে আমার নিকট সহজতর ।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ اكْسُوهُمْ مِمَّا تَلْبَسُونَ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبَّادٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ، عَنْ يَعْقُوبَ بْنِ مُجَاهِدِ أَبِي حَزْرَةَ، عَنْ عُبَادَةَ بْنِ الْوَلِيدِ بْنِ عُبَادَةَ بْنِ الصَّامِتِ قَالَ‏:‏ خَرَجْتُ أَنَا وَأَبِي نَطْلُبُ الْعِلْمَ فِي هَذَا الْحَيِّ فِي الأَنْصَارِ، قَبْلَ أَنْ يَهْلِكُوا، فَكَانَ أَوَّلَ مَنْ لَقِينَا أَبُو الْيَسَرِ صَاحِبُ النَّبِيِّ صلى الله عليه وسلم وَمَعَهُ غُلاَمٌ لَهُ، وَعَلَى أَبِي الْيَسَرِ بُرْدَةٌ وَمَعَافِرِيٌّ، وَعَلَى غُلاَمِهِ بُرْدَةٌ وَمَعَافِرِيٌّ، فَقُلْتُ لَهُ‏:‏ يَا عَمِّي، لَوْ أَخَذْتَ بُرْدَةَ غُلاَمِكَ وَأَعْطَيْتَهُ مَعَافِرِيَّكَ، أَوْ أَخَذْتَ مَعَافِرِيَّهُ وَأَعْطَيْتَهُ بُرْدَتَكَ، كَانَتْ عَلَيْكَ حُلَّةٌ أَوْ عَلَيْهِ حُلَّةٌ، فَمَسَحَ رَأْسِي وَقَالَ‏:‏ اللَّهُمَّ بَارِكْ فِيهِ، يَا ابْنَ أَخِي، بَصَرُ عَيْنَيَّ هَاتَيْنِ، وَسَمْعُ أُذُنَيَّ هَاتَيْنِ، وَوَعَاهُ قَلْبِي وَأَشَارَ إِلَى نِيَاطِ قَلْبِهِ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ‏:‏ أَطْعِمُوهُمْ مِمَّا تَأْكُلُونَ، وَاكْسُوهُمْ مِمَّا تَلْبَسُونَ وَكَانَ أَنْ أُعْطِيَهُ مِنْ مَتَاعِ الدُّنْيَا أَهْوَنُ عَلَيَّ مِنْ أَنْ يَأْخُذَ مِنْ حَسَنَاتِي يَوْمَ الْقِيَامَةِ‏.‏
tahqiq

তাহকীক: