আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ১৯০
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৯৭- দাসকে কি সাহায্য করিবে ?
১৯০. সালাম ইবন আমর নবী করীম (ﷺ)-এর জনৈক সাহাবীর প্রমুখাৎ বর্ণনা করেন যে, নবী করীম (ﷺ) ফরমাইয়াছেনঃ ক্রীতদাসরা হইতেছে তােমাদেরই ভাই, সুতরাং তাহাদের সহিত সদয় ব্যবহার কর। তােমাদের একার পক্ষে যে কাজ করা অসম্ভব, তাহাতে তাহাদের সাহায্য গ্রহণ কর; আবার তাহাদের একার পক্ষে যে কাজ করা অসম্ভব, তাহাতে তােমারাও তাহাদিগকে সাহায্য করিবে।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ هَلْ يُعِينُ عَبْدَهُ؟
حَدَّثَنَا آدَمُ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: حَدَّثَنَا أَبُو بِشْرٍ قَالَ: سَمِعْتُ سَلاَّمَ بْنَ عَمْرٍو يُحَدِّثُ، عَنْ رَجُلٍ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ: قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم: أَرِقَّاكُمْ إِخْوَانُكُمْ، فَأَحْسِنُوا إِلَيْهِمْ، اسْتَعِينُوهُمْ عَلَى مَا غَلَبَكُمْ، وَأَعِينُوهُمْ عَلَى مَا غُلِبُوا.
তাহকীক: