আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ২১৪
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
১০৯- নারী ঘরের রাখাল
২১৪. এই হাদীসখানি ২০৬ ও ২১২ নং হাদীসের পূনরাবৃত্তি মাত্র । একটি বাক্য অতিরিক্ত আছে ; তাহা হইল : হযরত ইব্‌ন উমর ( রা ) বলেন : এই সব কথা আমি নবী করীম ( সা ) -এর কাছে শুনিয়াছি এবং আমার যতদূর মনে পড়ে , তিনি আরও বলিয়াছেন ‘ এবং পুরুষ তাহার পিতার সম্পত্তির রাখাল স্বরূপ । '
أبواب الأدب المفرد للبخاري
بَابُ الْمَرْأَةُ رَاعِيَةٌ
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، قَالَ‏:‏ أَخْبَرَنَا شُعَيْبُ بْنُ أَبِي حَمْزَةَ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ‏:‏ أَخْبَرَنَا سَالِمٌ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ‏:‏ كُلُّكُمْ رَاعٍ، وَكُلُّكُمْ مَسْؤُولٌ عَنْ رَعِيَّتِهِ، الإِمَامُ رَاعٍ وَهُوَ مَسْؤُولٌ عَنْ رَعِيَّتِهِ، وَالرَّجُلُ رَاعٍ فِي أَهْلِهِ، وَالْمَرْأَةُ رَاعِيَةٌ فِي بَيْتِ زَوْجِهَا، وَالْخَادِمُ فِي مَالِ سَيِّدِهِ، سَمِعْتُ هَؤُلاَءِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم، وَأَحْسَبُ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ‏:‏ وَالرَّجُلُ فِي مَالِ أَبِيهِ‏.‏