আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৩৪২
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
১৫৬- কবিতা স্তুতিবদ্ধ করা
৩৪২। হযরত আসওয়াদ ইব্‌ন সারী (রাযিঃ) বলেনঃ একদা আমি নবী করীম (ﷺ)-এর খেদমতে উপস্থিত হইলাম এবং বলিলামঃ ইয়া রাসূলাল্লাহ্! আমি আল্লাহ্ তাআলার প্রশস্তিগাঁথা রচনা করিয়াছি এবং আপনারও। বলিলেনঃ তোমার প্রতিপালক তো তাঁহার হাম্দ (প্রশস্তি) ভালবাসেন। আমি তখন উহা তাঁহাকে আবৃত্তি করিয়া শুনাইতে লাগিলাম। এমন সময় দীর্ঘকায় ও টাকওয়ালা এক ব্যক্তি আসিয়া তাঁহার খেদমতে উপস্থিত হওয়ার অনুমতি প্রার্থনা করিল। তখন নবী করীম (ﷺ) আমাকে বলিলেনঃ থাম। তখন সে ব্যক্তি প্রবেশ করিল এবং অল্পকাল তাঁহার সহিত আলাপ করিল, অতঃপর বাহির হইয়া গেল। আমি পুনরায় আবৃত্তি শুরু করিলাম। সে ব্যক্তি পুনরায় আসিলে তিনি আমাকে থামাইয়া দিলেন। তারপর বাহির হইয়া গেল। সে ব্যক্তি দুইবার কি তিনবার এ রূপ করিল। আমি বলিলাম, এই লোকটি কে, যাহার জন্য আপনি আমাকে চুপ করাইয়া দিলেন ? তিনি বলিলেনঃ ইনি হচ্ছেন এমন এক ব্যক্তি যিনি বাতিলকে পসন্দ করেন না। হযরত আসওয়াদ ইব্‌ন সারী (রাযিঃ) বলেনঃ আমি নবী করীম (ﷺ)-কে বলিলামঃ হুযূর, আমি আপনার এবং আল্লাহ্ তাআলার প্রশস্তি রচনা করিয়াছি।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ مَنْ مَدَحَ فِي الشِّعْرِ
حَدَّثَنَا مُحَمَّدٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا حَجَّاجٌ، قَالَ‏:‏ حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ عَلِيِّ بْنِ زَيْدٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ، عَنِ الأَسْوَدِ بْنِ سَرِيعٍ قَالَ‏:‏ أَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقُلْتُ‏:‏ يَا رَسُولَ اللهِ، قَدْ مَدَحْتُ اللَّهَ بِمَحَامِدَ وَمِدَحٍ، وَإِيَّاكَ‏.‏ فَقَالَ‏:‏ أَمَا إِنَّ رَبَّكَ يُحِبُّ الْحَمْدَ، فَجَعَلْتُ أُنْشِدُهُ، فَاسْتَأْذَنَ رَجُلٌ طُوَالٌ أَصْلَعُ، فَقَالَ لِيَ النَّبِيُّ صلى الله عليه وسلم‏:‏ اسْكُتْ، فَدَخَلَ، فَتَكَلَّمَ سَاعَةً ثُمَّ خَرَجَ، فَأَنْشَدْتُهُ، ثُمَّ جَاءَ فَسَكَّتَنِي، ثُمَّ خَرَجَ، فَعَلَ ذَلِكَ مَرَّتَيْنِ أَوْ ثَلاَثًا، فَقُلْتُ‏:‏ مَنْ هَذَا الَّذِي سَكَّتَّنِي لَهُ‏؟‏ قَالَ‏:‏ هَذَا رَجُلٌ لاَ يُحِبُّ الْبَاطِلَ‏.‏
tahqiq

তাহকীক: