আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৩৪৭
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
১৬০- সাক্ষাৎ করিতে গিয়া খাওয়া-দাওয়া করা
৩৪৭। হযরত আনাস ইব্‌ন মালিক (রাযিঃ) হইতে বর্ণিত। একদা রাসূলুল্লাহ্ (ﷺ) জনৈক আনসারী সাহাবীর বাড়িতে মোলাকাত করিতে গেলেন এবং সেখানে তাহাদের সহিত খাওয়া-দাওয়া করিলেন। খাওয়া-দাওয়া শেষ হইলে তাহার আদেশে ঘরের একটি স্থানে পানি ছিটাইয়া বিছানা পাতিয়া দেওয়া হইল । তিনি সেখানে নামায পড়িলেন এবং তাহাদের জন্য দুআ করিলেন।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ مَنْ زَارَ قَوْمًا فَطَعِمَ عِنْدَهُمْ
حَدَّثَنَا مُحَمَّدٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلامٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، عَنْ أَنَسِ بْنِ سِيرِينَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم زَارَ أَهْلَ بَيْتٍ مِنَ الأَنْصَارِ، فَطَعِمَ عِنْدَهُمْ طَعَامًا، فَلَمَّا خَرَجَ أَمَرَ بِمَكَانٍ مِنَ الْبَيْتِ، فَنُضِحَ لَهُ عَلَى بِسَاطٍ، فَصَلَّى عَلَيْهِ، وَدَعَا لَهُمْ‏.‏
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩৪৮
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
১৬০- সাক্ষাৎ করিতে গিয়া খাওয়া-দাওয়া করা
৩৪৮। আবু খুলদা বলেন, আব্দুল করীম আবু উমায়্যা পশমী মোটা কাপড় গায়ে দিয়া আবুল আলীয়ার সহিত সাক্ষাৎ করিতে গেলেন। তখন আবুল আলীয়া তাহাদের লক্ষ্য করিয়া বলিলেনঃ উহা তো সন্ন্যাসীদের পোশাক (দেখিতেছি)। মুসলমানগণ তো যখন একে অপরের সহিত মোলাকাত করিতে যাইতেন তখন উত্তম পোশাকে সজ্জিত হইয়া যাইতেন।
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا صَالِحُ بْنُ عُمَرَ الْوَاسِطِيُّ، عَنْ أَبِي خَلْدَةَ قَالَ‏:‏ جَاءَ عَبْدُ الْكَرِيمِ أَبُو أُمَيَّةَ إِلَى أَبِي الْعَالِيَةِ، وَعَلَيْهِ ثِيَابُ صُوفٍ، فَقَالَ أَبُو الْعَالِيَةِ‏:‏ إِنَّمَا هَذِهِ ثِيَابُ الرُّهْبَانِ، إِنْ كَانَ الْمُسْلِمُونَ إِذَا تَزَاوَرُوا تَجَمَّلُوا‏.‏
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩৪৯
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
১৬০- সাক্ষাৎ করিতে গিয়া খাওয়া-দাওয়া করা
৩৪৯। হযরত আসমা (রাযিঃ)-এর আযাদকৃত গোলাম আব্দুল্লাহ্ বর্ণনা করেন যে, একদা হযরত আসমা (রাযিঃ) এক তায়ালেসী জুব্বা আমার সন্মুখে বাহির করিলেন উহাতে এক বিঘত পরিমাণ রেশমের একটি টুকরা সন্নিবেশীত ছিল যাহা দ্বারা জুব্বার দুইটি কিনার মোড়ানো ছিল। তিনি বলিলেনঃ ইহা হইতেছে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর জুব্বা। তিনি উহা প্রতিনিধিদল সমূহের সহিত সাক্ষাতকালে এবং জুমু’আর দিন পরিধান করিতেন।
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ مَوْلَى أَسْمَاءَ ، قَالَ : " أَخْرَجَتْ إِلَيَّ أَسْمَاءُ جُبَّةً مِنْ طَيَالِسَةٍ عَلَيْهَا لَبِنَةُ شِبْرٍ مِنْ دِيبَاجٍ ، وَإِنَّ فَرْجَيْهَا مَكْفُوفَانِ بِهِ ، فَقَالَتْ : هَذِهِ جُبَّةُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، كَانَ يَلْبَسُهَا لِلْوُفُودِ ، وَيَوْمَ الْجُمُعَةِ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩৫০
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
১৬০- সাক্ষাৎ করিতে গিয়া খাওয়া-দাওয়া করা
৩৫০। হযরত ইব্‌ন উমর (রাযিঃ) বর্ণনা করেন যে, একদা হযরত উমর (রাযিঃ) একটি রেশমী জুব্বা পাইয়া নবী করীম (ﷺ)-এর দরবারে লইয়া আসিলেন এবং আরয করিলেন, ইয়া রাসূলাল্লাহ্! আপনি উহা ক্রয় করিয়া নিন এবং উহা জুমু’আর সময় অথবা যখন বিভিন্ন প্রতিনিধিদল আপনার সহিত সাক্ষাৎ করিতে আসে তখন পরিধান করিবেন। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেনঃ উহা তো কেবল সেই ব্যক্তিই পরিধান করিবে যাহার পরকালে কোন প্রাপ্য থাকিবে না। পরবর্তীকালে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর দরবারে অনুরূপ কয়েকটি রেশমী জুব্বা আসিল। তিনি উহার একটি জুব্বা উমরের জন্য, একটি জুব্বা উসামার জন্য, একটি জুব্বা আলী (রাযিঃ)-এর জন্য পাঠাইয়া দিলেন। তখন উমর (রাযিঃ) আরয করিলেন, ইয়া রাসূলাল্লাহ্! আপনি উহা আমার নিকট পাঠাইয়াছেন অথচ আপনি উহা সম্পর্কে যাহা বলিয়াছেন, তাহা তো আমি শুনিয়াছি (এমতাবস্থায় আমি উহা কিভাবে পরিধান করি?) তখন নবী করীম (ﷺ) বলিলেনঃ উহা তুমি বিক্রয় করিয়া দাও অথবা উহা দ্বারা তোমার অপর কোন প্রয়োজন পূরণ কর।
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا الْمَكِّيُّ، قَالَ‏:‏ حَدَّثَنَا حَنْظَلَةُ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللهِ قَالَ‏:‏ سَمِعْتُ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ قَالَ‏:‏ وَجَدَ عُمَرُ حُلَّةَ إِسْتَبْرَقٍ، فَأَتَى بِهَا النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ‏:‏ اشْتَرِ هَذِهِ، وَالْبَسْهَا عِنْدَ الْجُمُعَةِ، أَوْ حِينَ تَقْدِمُ عَلَيْكَ الْوُفُودُ، فَقَالَ عَلَيْهِ الصَّلاَةُ وَالسَّلاَمُ‏:‏ إِنَّمَا يَلْبَسُهَا مَنْ لاَ خَلاَقَ لَهُ فِي الْآخِرَةِ، وَأُتِيَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم بِحُلَلٍ، فَأَرْسَلَ إِلَى عُمَرَ بِحُلَّةٍ، وَإِلَى أُسَامَةَ بِحُلَّةٍ، وَإِلَى عَلِيٍّ بِحُلَّةٍ، فَقَالَ عُمَرُ‏:‏ يَا رَسُولَ اللهِ، أَرْسَلْتَ بِهَا إِلَيَّ، لَقَدْ سَمِعْتُكَ تَقُولُ فِيهَا مَا قُلْتَ‏؟‏ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم‏:‏ تَبِيعُهَا، أَوْ تَقْضِي بِهَا حَاجَتَكَ‏.‏