আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৩৭৩
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
১৭৪- ভূ-পৃষ্ঠবাসীর প্রতি দয়া কর
৩৭৩। উমার (রাঃ) বলেন, যে ব্যক্তি দয়া করে না, সে দয়া পায় না। যে ব্যক্তি ক্ষমা করে না তাকেও ক্ষমা করা হয় না। যে ব্যক্তি ওযর কবুল করে না, তার ওযরও কবুল করা হয় না। যে ব্যক্তি অন্যকে রক্ষার জন্য সচেষ্ট হয় না, সেও রক্ষা পায় না (ইবনে খুজাইমাহ)।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ ارْحَمْ مَنْ فِي الأَرْضِ
حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، قَالَ‏:‏ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ قَبِيصَةَ بْنِ جَابِرٍ، عَنْ عُمَرَ قَالَ‏:‏ لاَ يُرْحَمُ مَنْ لاَ يَرْحَمُ، وَلاَ يُغْفَرُ لِمَنْ لاَ يَغْفِرُ، وَلاَ يُتَابُ عَلَى مَنْ لاَ يَتُوبُ، وَلاَ يُوقَّ مَنْ لا يُتَوَقَّ‏.‏
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩৭৪
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
১৭৪- ভূ-পৃষ্ঠবাসীর প্রতি দয়া কর
৩৭৪। মু’আবিয়া ইব্‌ন কুররাহ তাঁহার পিতার প্রমুখাৎ বর্ণনা করেন যে, এক ব্যক্তি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর খিদমতে হাযির হইয়া আরয করিল যে, ইয়া রাসূলাল্লাহ্! আমি ছাগী যবাই করি এবং দয়াপরবশ হই অথবা সে ব্যক্তি বলিল, ছাগী যবাই করিতে আমার অন্তরে দয়ার উদ্রেক হয়। এ কথা শুনিয়া রাসূলুল্লাহ্ (ﷺ) দুইবার বলিলেনঃ তুমি যদি ছাগলের প্রতি দয়া পরবশ হও, তবে আল্লাহ্ তাআলা তোমার প্রতি দয়া পরবশ হইবেন।
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ‏:‏ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ‏:‏ حَدَّثَنَا زِيَادُ بْنُ مِخْرَاقٍ، عَنْ مُعَاوِيَةَ بْنِ قُرَّةَ، عَنْ أَبِيهِ قَالَ‏:‏ قَالَ رَجُلٌ‏:‏ يَا رَسُولَ اللهِ، إِنِّي لَأَذْبَحُ الشَّاةَ فَأَرْحَمُهَا، أَوْ قَالَ‏:‏ إِنِّي لَأَرْحَمُ الشَّاةَ أَنْ أَذْبَحَهَا، قَالَ‏:‏ وَالشَّاةُ إِنْ رَحِمْتَهَا، رَحِمَكَ اللَّهُ مَرَّتَيْنِ‏.‏
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩৭৫
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
১৭৪- ভূ-পৃষ্ঠবাসীর প্রতি দয়া কর
৩৭৫। হযরত আবু হুরায়রা (রাযিঃ) বলেন, সত্যবাদী ও সত্যবাদী বলিয়া সমর্থিত নবী করীম হযরত আবুল কাসিম (ﷺ)-কে বলিতে শুনিয়াছেনঃ হতভাগা ছাড়া আর কাহারও অন্তর হইতে দয়া-মায়া উঠাইয়া নেওয়া হয় না।
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا آدَمُ، قَالَ‏:‏ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مَنْصُورٍ، سَمِعْتُ أَبَا عُثْمَانَ مَوْلَى الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ يَقُولُ‏:‏ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ يَقُولُ‏:‏ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم الصَّادِقَ الْمَصْدُوقَ أَبَا الْقَاسِمِ صلى الله عليه وسلم يَقُولُ‏:‏ لاَ تُنْزَعُ الرَّحْمَةُ إِلا مِنْ شَقِيٍّ‏.‏
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩৭৬
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
১৭৪- ভূ-পৃষ্ঠবাসীর প্রতি দয়া কর
৩৭৬। হযরত জারীর (রাযিঃ) হইতে বর্ণিত নবী করীম (ﷺ) বলেন যে, মানুষের প্রতি দয়া করে না আল্লাহ্ তাহার প্রতি দয়া করেন না।
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ‏:‏ حَدَّثَنَا يَحْيَى، عَنْ إِسْمَاعِيلَ قَالَ‏:‏ أَخْبَرَنِي قَيْسٌ قَالَ‏:‏ أَخْبَرَنِي جَرِيرٌ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ‏:‏ مَنْ لا يَرْحَمُ النَّاسَ لا يَرْحَمُهُ اللَّهُ‏.‏