আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৪২৪
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
২০০- গালাগালির যে সূচনা করিবে উভয় পক্ষের পাপ তাহার ঘাড়ে চাপিবে
৪২৪। হযরত আবু হুরায়রা (রাযিঃ) বলেন, নবী করীম (ﷺ) বলিয়াছেনঃ কলহরত দুইপক্ষ যে গালাগালি করে তাহাদের উভয় পক্ষের পাপ সূচনাকারীর ঘাড়ে চাপিবে—অবশ্য যদি মযলূম-সীমালংঘন না করে ।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ الْمُسْتَبَّانِ مَا قَالا فَعَلَى الأوَّلِ
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، قَالَ‏:‏ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا الْعَلاَءُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ‏:‏ الْمُسْتَبَّانِ مَا قَالاَ فَعَلَى الْبَادِئِ، مَا لَمْ يَعْتَدِ الْمَظْلُومُ‏.‏
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪২৫
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
২০০- গালাগালির যে সূচনা করিবে উভয় পক্ষের পাপ তাহার ঘাড়ে চাপিবে
৪২৫। হযরত আনাস (রাযিঃ) বলেন, কলহরত দুই পক্ষ যে গালাগালি করে মযলূম ব্যক্তির সীমালংঘন না করা পর্যন্ত উহাদের উভয় পক্ষের পাপ সূচনাকারীর ঘাড়ে চাপিবে।১
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عِيسَى، قَالَ‏:‏ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ قَالَ‏:‏ أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ سِنَانِ بْنِ سَعْدٍ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ‏:‏ الْمُسْتَبَّانِ مَا قَالاَ، فَعَلَى الْبَادِئِ، حَتَّى يَعْتَدِيَ الْمَظْلُومُ‏.‏
হাদীস নং: ৪২৬
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
২০০- গালাগালির যে সূচনা করিবে উভয় পক্ষের পাপ তাহার ঘাড়ে চাপিবে
৪২৬। রাসূলুল্লাহ্ (ﷺ) একদা সাহাবীগণকে লক্ষ্য করিয়া বলিলেনঃ জান অপবাদকারী কে? সকলে বলিল, আল্লাহ্ এবং তাঁহার রাসূলই সর্বাধিক অবগত। বলিলেনঃ একজনের কথা যে অন্যজনের কাছে গিয়া বলে, যাহাতে তাহাদের দুইজনের মধ্যে ঝগড়া-ফাসাদ সৃষ্টি করিতে পারে।
أبواب الأدب المفرد للبخاري
وَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم‏:‏ أَتَدْرُونَ مَا الْعَضْهُ‏؟‏ قَالُوا‏:‏ اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ، قَالَ‏:‏ نَقْلُ الْحَدِيثِ مِنْ بَعْضِ النَّاسِ إِلَى بَعْضٍ، لِيُفْسِدُوا بَيْنَهُمْ‏.‏
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪২৭
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
২০০- গালাগালির যে সূচনা করিবে উভয় পক্ষের পাপ তাহার ঘাড়ে চাপিবে
৪২৭। নবী করীম (ﷺ) বলেনঃ আল্লাহ্ তাআলা আমার নিকট এই মর্মে ওহী পাঠাইয়াছেন যে, “পরস্পরে বিনয়ী হও এবং একে অপরের সহিত বাড়াবাড়ি করিও না।”
أبواب الأدب المفرد للبخاري
وَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم‏:‏ إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ أَوْحَى إِلَيَّ أَنْ تَوَاضَعُوا، وَلاَ يَبْغِ بَعْضُكُمْ عَلَى بَعْضٍ‏.‏