আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৪৬১
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
২১৬- অট্টালিকায় কারুকার্য
৪৬১। হযরত মুগীরা (রাযিঃ)-এর সচিব ওয়াররাদ বর্ণনা করেন যে, একদা হযরত মু’আবিয়া (রাযিঃ) হযরত মুগীরা (রাযিঃ)-কে লিখিয়া পাঠাইলেন যে, আপনি নবী করীম (ﷺ)-এর কাছে যাহা শুনিয়াছেন তাহা আমার কাছে লিখিয়া পাঠান। উত্তরে মুগীরা (রাযিঃ) লিখিলেন: আল্লাহর নবী প্রত্যেক নামাযের পর বলিতেন—–(দুআ): لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، اللَّهُمَّ لاَ مَانِعَ لِمَا أَعْطَيْتَ، وَلاَ مُعْطِيَ لَمَا مَنَعْتَ، وَلاَ يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الْجَدُّ “নাই কোন উপাস্য আল্লাহ্ ব্যতীত। তিনি একক, তাঁহার কোন শরীক নাই। তাঁহারই রাজ্য, তাঁহারই সব প্রশংসা । তিনি সর্বসময়ে শক্তিমান। প্রভু, তুমি যাহা দান করিতে চাও তাহা কেহ রোধ করিতে পারে না আর তুমি যাহা রোধ করিতে চাও তাহা কেহ দান করিতে পারে না, কোন বিত্তশালীর বিত্ত সম্পদই তোমার অসন্তুষ্টির মোকাবেলায় কোনরূপ উপকারে আসে না।”
তিনি তাঁহাকে পত্রে আরো লিখিলেন : তিনি অযথা বাক্যব্যয়, অধিক যাচঞা এবং সম্পদের অপচয় করিতে বারণ করিতেন। তিনি আরো বারণ করিতেন মাতাদের অবাধ্যতা করিতে, কন্যা সন্তানদিগকে জীবন্ত প্রোথিত করিতে এবং কার্পণ্য ও পরধনে লিপ্সা করিতে।
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا مُوسَى، قَالَ‏:‏ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، قَالَ‏:‏ حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ عُمَيْرٍ، عَنْ وَرَّادٍ كَاتِبِ الْمُغِيرَةِ قَالَ‏:‏ كَتَبَ مُعَاوِيَةُ إِلَى الْمُغِيرَةِ‏:‏ اكْتُبْ إِلَيَّ مَا سَمِعْتَ مِنْ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم، فَكَتَبَ إِلَيْهِ‏:‏ إِنَّ نَبِيَّ اللهِ صلى الله عليه وسلم كَانَ يَقُولُ فِي دُبُرِ كُلِّ صَلاَةٍ‏:‏ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، اللَّهُمَّ لاَ مَانِعَ لِمَا أَعْطَيْتَ، وَلاَ مُعْطِيَ لَمَا مَنَعْتَ، وَلاَ يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الْجَدُّ، وَكَتَبَ إِلَيْهِ‏:‏ إِنَّهُ كَانَ يَنْهَى عَنْ قِيلَ وَقَالَ، وَكَثْرَةِ السُّؤَالِ، وَإِضَاعَةِ الْمَالِ‏.‏ وَكَانَ يَنْهَى عَنْ عُقُوقِ الأُمَّهَاتِ، وَوَأْدِ الْبَنَاتِ، وَمَنْعٍ وَهَاتِ‏.‏
হাদীস নং: ৪৬২
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
২১৬- অট্টালিকায় কারুকার্য
৪৬২। হযরত আবু হুরায়রা (রাযিঃ) বর্ণনা করেন যে, নবী করীম (ﷺ) বলিয়াছেনঃ তোমাদের কোন ব্যক্তিকেই তাহার আমল নাজাত দিতে পারিবে না। উপস্থিত সাহাবাগণ আরয করিলেনঃ আপনাকেও কি ইয়া রাসূলাল্লাহ্! তিনি বলিলেন, আমাকেও নহে, যদি না আল্লাহ্ তাআলা তাঁহার রহমত দ্বারা আমাকে আবৃত করিয়া লন। সুতরাং সরল পথে চলিবে, তাঁহার নৈকট্য লাভে সচেষ্ট হইবে, সকাল-সন্ধ্যায় ইবাদত (ইশরাক, চাশত ও আওয়াবীনের নামায আদায়) করিবে এবং রাত্রির অন্ধকারে কিছু ইবাদত (তাহাজ্জুদ) করিবে এবং সর্বাবস্থায় মধ্যম পন্থা অবলম্বন করিবে।
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا آدَمُ، قَالَ‏:‏ حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ‏:‏ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم‏:‏ لَنْ يُنَجِّي أَحَدًا مِنْكُمْ عَمَلٌ، قَالُوا‏:‏ وَلاَ أَنْتَ يَا رَسُولَ اللهِ، قَالَ‏:‏ وَلاَ أَنَا، إِلاَّ أَنْ يَتَغَمَّدَنِي اللَّهُ مِنْهُ بِرَحْمَةٍ، فَسَدِّدُوا وَقَارِبُوا وَاغْدُوا وَرُوحُوا، وَشَيْءٌ مِنَ الدُّلْجَةِ، وَالْقَصْدَ الْقَصْدَ تَبْلُغُوا‏.‏