আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৪৮২
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
২২৩- মাযলূমের দুআ
৪৮২। হযরত আবু হুরায়রা (রাযিঃ) বলেন, নবী করীম (ﷺ) বলিয়াছেনঃ তিন (ব্যক্তির) দুআ (অবশ্যই ) কবূল হইয়া থাকে : ১. মাযলুম বা উৎপীড়িতের দুআ, ২. মুসাফিরের দুআ ও ৩. পিতা-মাতার দুআ সন্তানের ব্যাপারে।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ دَعْوَةِ الْمَظْلُومِ
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي جَعْفَرٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ‏:‏ ثَلاَثُ دَعَوَاتٍ مُسْتَجَابَاتٍ‏:‏ دَعْوَةُ الْمَظْلُومِ، وَدَعْوَةُ الْمُسَافِرِ، وَدَعْوَةُ الْوَالِدِ عَلَى وَلَدِهِ‏.‏
tahqiq

তাহকীক: