আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ৫০৩
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
২২৮- রোগগ্রস্ত ব্যক্তি রোগাক্রান্ত হওয়ার পূর্বের অভ্যাস অনুযায়ী সাওয়াব লাভ করে
৫০৩। হযরত আবু হুরায়রা (রাযিঃ) বর্ণনা করেন যে, একদা জ্বর নবী করীম (ﷺ) -এর খিদমতে উপস্থিত হইয়া আরজ করিল, (হে আল্লাহ্র রাসূল) আপনি আমাকে আপনার একান্ত প্রিয়জনদের কাছে প্রেরণ করুন। তিনি তাহাকে আনসারদের তল্লাটে প্রেরণ করিলেন এবং সে সেখানে ছয়দিন ছয় রাত্রি অবস্থান করিল এবং কঠিন রূপ ধারণ করিল [অর্থাৎ জ্বরের প্রকোপ অত্যন্ত বৃদ্ধি পাইল] নবী করীম (ﷺ) তখন তাহাদের এলাকায় তাশরীফ নিলেন। তাহারা তাঁহার নিকট জ্বরের ব্যাপারে অভিযোগ করিলেন। নবী করীম (ﷺ) তখন তাঁহাদের বাড়ি বাড়ি এমন কি ঘরে ঘরে গিয়া তাঁহাদের রোগমুক্তির জন্য দু'আ করিতে লাগিলেন। তিনি যখন প্রত্যাবর্তন করিতেছিলেন, তখন জনৈকা আনসার মহিলা তাঁহার পিছু ধরিলেন এবং বলিলেন : হে আল্লাহ্র রাসূল! যিনি আপনাকে সত্য ধর্ম সহকারে নবীরূপে প্রেরণ করিয়াছেন সেই পবিত্র সত্তার কসম, আমি একজন আনসার বংশীয়া মহিলা। আমার পিতাও নিঃসন্দেহে একজন আনসার । আপনি আনসারগণের জন্য যেরূপ দু'আ করিয়া আসিলেন, আমার জন্য সেরূপ দু'আ করুন। তিনি বলিলেন : তুমি কি চাও ? যদি তুমি চাও, তবে আমি দু'আ করি যে, আল্লাহ্ তা'আলা তোমাকে আরোগ্য করিয়া দিন। আর যদি তুমি চাও, তবে সবর করিতে পার, বিনিময়ে তোমার জন্য বেহেশত নির্ধারিত হইবে। সেই আনসারী মহিলা তখন বলিয়া উঠিলেন, আমি বরং সবরই করিব, তবুও বেহেশত প্রাপ্তিকে বিঘ্নিত হইতে দিব না।
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا قُرَّةُ بْنُ حَبِيبٍ ، قَالَ : حَدَّثَنَا إِيَاسُ بْنُ أَبِي تَمِيمَةَ ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : " جَاءَتِ الْحُمَّى إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَقَالَتِ : ابْعَثْنِي إِلَى آثَرِ أَهْلِكَ عِنْدَكَ ، فَبَعَثَهَا إِلَى الأَنْصَارِ ، فَبَقِيَتْ عَلَيْهِمْ سِتَّةَ أَيَّامٍ وَلَيَالِيهِنَّ ، فَاشْتَدَّ ذَلِكَ عَلَيْهِمْ ، فَأَتَاهُمْ فِي دِيَارِهِمْ ، فَشَكَوْا ذَلِكَ إِلَيْهِ ، فَجَعَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْخُلُ دَارًا دَارًا ، وَبَيْتًا بَيْتًا ، يَدْعُو لَهُمْ بِالْعَافِيَةِ ، فَلَمَّا رَجَعَ تَبِعَتْهُ امْرَأَةٌ مِنْهُمْ ، فَقَالَتْ : وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ ، إِنِّي لِمَنَ الأَنْصَارِ ، وَإِنَّ أَبِي لِمَنَ الأَنْصَارِ ، فَادْعُ اللَّهَ لِي كَمَا دَعَوْتَ لِلأَنْصَارِ ، قَالَ : مَا شِئْتِ ، إِنْ شِئْتِ دَعَوْتُ اللَّهَ أَنْ يُعَافِيَكِ ، وَإِنْ شِئْتِ صَبَرْتِ وَلَكِ الْجَنَّةُ ، قَالَتْ : بَلْ أَصْبِرُ ، وَلا أَجْعَلُ الْجَنَّةَ خَطَرًا .
তাহকীক: