আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৫১৬
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
২৩৪. রুগ্ন ব্যক্তিকে দেখিতে যাওয়া
৫১৬। হযরত আবু হুরায়রা (রাযিঃ) বলেন, একদা রাসূলুল্লাহ্ (ﷺ) ফরমাইলেনঃ তোমাদের মধ্যে আজ কে রোযা আছ ? হযরত আবু বকর (রাযিঃ) বলিলেন, আমি রোযা আছি। রাসূলুল্লাহ্ (ﷺ) ফরমাইলেনঃ তোমাদের মধ্যে কে আজ কোন রুগ্ন ব্যক্তিকে দেখিতে গিয়াছ ? আবু বকর (রাযিঃ) বলিলেন, আমি। পুনরায় রাসূলুল্লাহ্ (ﷺ) জিজ্ঞাসা করিলেন, কে আজ কোন দুঃস্থজনকে আহার্য দান করিয়াছ? এবারও হযরত আবু বকর (রাযিঃ) বলিলেন, আমি।
হাদীসের রাবী মারওয়ান বলেনঃ আমি জানিতে পারিয়াছি রাসূলুল্লাহ্ (ﷺ) তখন ফরমাইলেনঃ একদিনের মধ্যে এতগুলি পুণ্যকর্মের সমাবেশ যাহার মধ্যে ঘটিবে তাঁহাকে আল্লাহ্ অবশ্যই জান্নাত দান করিবেন।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ عِيَادَةِ الْمَرْضَى
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْعَزِيزِ ، قَالَ : حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ ، قَالَ : حَدَّثَنَا يَزِيدُ بْنُ كَيْسَانَ ، عَنْ أَبِي حَازِمٍ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " مَنْ أَصْبَحَ الْيَوْمَ مِنْكُمْ صَائِمًا ؟ ، قَالَ أَبُو بَكْرٍ : أَنَا ، قَالَ : مَنْ عَادَ مِنْكُمُ الْيَوْمَ مَرِيضًا ؟ قَالَ أَبُو بَكْرٍ : أَنَا ، قَالَ : مَنْ شَهِدَ مِنْكُمُ الْيَوْمَ جَنَازَةً ؟ قَالَ أَبُو بَكْرٍ : أَنَا ، قَالَ : مَنْ أَطْعَمَ الْيَوْمَ مِسْكِينًا ؟ قَالَ أَبُو بَكْرٍ : أَنَا ، قَالَ مَرْوَانُ : بَلَغَنِي أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ : مَا اجْتَمَعَ هَذِهِ الْخِصَالُ فِي رَجُلٍ فِي يَوْمٍ ، إِلا دَخَلَ الْجَنَّةَ " .
tahqiq

তাহকীক: