আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
হাদীস নং: ৫৪৩
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
২৪৮. যে তাহার ভাইকে ভালবাসিল, তাহাকে উহা জানাইয়া দিবে
৫৪৩। মিকদাম ইব্ন মাদীকারব (রাযিঃ) বলেন, নবী করীম (ﷺ) বলিয়াছেনঃ যখন তোমাদের মধ্যকার কোন ব্যক্তি তাহার অপর কোন (মুসলমান) ভাইকে ভালবাসে, তখন তাহার উচিত তাহাকে জানাইয়া দেওয়া যে সে তাহাকে ভালবাসে।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ إِذَا أَحَبَّ الرَّجُلُ أَخَاهُ فَلْيُعْلِمْهُ
حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ ثَوْرٍ قَالَ: حَدَّثَنِي حَبِيبُ بْنُ عُبَيْدٍ، عَنِ الْمِقْدَامِ بْنِ مَعْدِي كَرِبَ، وَكَانَ قَدْ أَدْرَكَهُ، قَالَ: قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم: إِذَا أَحَبَّ أَحَدُكُمْ أَخَاهُ فَلْيُعْلِمْهُ أَنَّهُ أَحَبَّهُ.
তাহকীক:
হাদীস নং: ৫৪৪
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
২৪৮. যে তাহার ভাইকে ভালবাসিল, তাহাকে উহা জানাইয়া দিবে
৫৪৪। হযরত মুজাহিদ (রাহঃ) বলেনঃ নবী করীম (ﷺ) সাহাবীগণের মধ্যকার একজন একদা আমার সহিত সাক্ষাত করিলেন এবং আমার পশ্চাৎ দিক হইতে আমার কাঁধে ধরিলেন। তখন তিনি বলিলেনঃ ওহে! আমি তোমাকে ভালবাসি। রাবী বলেনঃ আমি বলিলাম, যে সত্তার (সন্তুষ্টির) জন্য আপনি আমাকে ভালবাসেন, তিনি যেন আপনাকে ভালবাসেন। তখন তিনি বলিলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) যদি একথা না বলিতেন যে, যখন কেহ কাহাকেও ভালবাসে, তখন তাহার উচিত সে যাহাকে ভালবাসে তাহাকে উহা অবহিত করা অন্যথায় আমি তোমাকে উহা অবহিত করিতাম না। রাবী বলেনঃ অতঃপর তিনি আমাকে বিবাহের একটি প্রস্তাব দিলেন এবং বলিলেনঃ ওহে! আমার কাছে একটি বালিকা আছে, তবে সে এক চক্ষু বিশিষ্টা।
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا يَحْيَى بْنُ بِشْرٍ، قَالَ: حَدَّثَنَا قَبِيصَةُ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ رَبَاحٍ، عَنْ أَبِي عُبَيْدِ اللهِ، عَنْ مُجَاهِدٍ قَالَ: لَقِيَنِي رَجُلٌ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَأَخَذَ بِمَنْكِبِي مِنْ وَرَائِي، قَالَ: أَمَا إِنِّي أُحِبُّكَ، قَالَ: أَحَبَّكَ الَّذِي أَحْبَبْتَنِي لَهُ، فَقَالَ: لَوْلاَ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ: إِذَا أَحَبَّ الرَّجُلُ الرَّجُلَ فَلْيُخْبِرْهُ أَنَّهُ أَحَبَّهُ مَا أَخْبَرْتُكَ، قَالَ: ثُمَّ أَخَذَ يَعْرِضُ عَلَيَّ الْخِطْبَةَ قَالَ: أَمَا إِنَّ عِنْدَنَا جَارِيَةً، أَمَا إِنَّهَا عَوْرَاءُ.
তাহকীক:
হাদীস নং: ৫৪৫
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
২৪৮. যে তাহার ভাইকে ভালবাসিল, তাহাকে উহা জানাইয়া দিবে
৫৪৫। হযরত আনাস (রাযিঃ) বলেন, নবী করীম (ﷺ) বলিয়াছেনঃ যখন দুই ব্যক্তি পরস্পরকে ভালবাসে তখন তাহাদের মধ্যে যে অধিক ভালবাসে সে-ই উত্তম।
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا مُوسَى، قَالَ: حَدَّثَنَا مُبَارَكٌ، قَالَ: حَدَّثَنَا ثَابِتٌ، عَنْ أَنَسٍ قَالَ: قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم: مَا تَحَابَّا الرَّجُلاَنِ إِلاَّ كَانَ أَفْضَلُهُمَا أَشَدَّهُمَا حُبًّا لِصَاحِبِهِ.
তাহকীক: