আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৫৭১
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
২৫৮. ইসলামী যুগে সাবেক আমলের চুক্তি
৫৭১। হযরত আমর ইব্‌ন শু’আইব তদীয় পিতার প্রমুখাৎ এবং তাহার পিতা তদীয় পিতার প্রমুখাৎ বর্ণনা করেন যে, মক্কা জয়ের বছর নবী করীম (ﷺ) কা’বার সিঁড়ির উপর বসিলেন। প্রথমে তিনি আল্লাহ্‌র প্রশংসা ও গুণগান করিলেন। অতঃপর বলিলেন, জাহিলী যুগে যাহার চুক্তি ছিল ইসলাম তাহা বাড়ায় নাই বরং তাহার চুক্তিকে দৃঢ়তরই করিয়া থাকে। (চুক্তি বাতিল করে না) এবং জয়ের পর আর হিজরত নাই।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ لا حِلْفَ فِي الإسْلامِ
حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ قَالَ: حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلَالٍ قَالَ: حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْحَارِثِ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ قَالَ: جَلَسَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَامَ الْفَتْحِ عَلَى دَرَجِ الْكَعْبَةِ، فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ، ثُمَّ قَالَ: «مَنْ كَانَ لَهُ حِلْفٌ فِي الْجَاهِلِيَّةِ، لَمْ يَزِدْهُ الْإِسْلَامُ إِلَّا شِدَّةً، وَلَا هِجْرَةَ بَعْدَ الْفَتْحِ»